নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সদ্য শেষ হওয়া স্যার মাহফুজুর রহমানের গানের রিভিও

০৭ ই জুন, ২০১৯ রাত ১১:৩৬

দেখছিলাম স্যার মাহফুজুর রহমানের একক সংগীত অনুষ্ঠান মন থেকে রইলো শুভ কামনা,
.
তার দশটা পাঞ্জাবীর দশ রকম বাহারের সাথে কত যে বেদনা ফুটে উঠেছিলো বুকে!
.
চোখে জল টলমল করছিলো যখন 'তোমায় ভালবাসি, তারচেয়েও বেশী মুখে বলছি যা, তুমি ভুল বুঝে আমায় কবু ছেড়ে যেওনা' গেয়ে বস্ হেলে দুলে হাত নাড়াচ্ছিলেন!
.
তারপর যখন 'শত চেষ্টাতেও এই মনটাতেএএএ, ফিরে এলে না, ফিরে এলে না, বুঝেছি তুমি আমার কখনো ছিলে না' শুনলাম আমি তো আর নেইই এই জগতে,
.
অতপর 'আমি তো মন থেকে চাইবো না তোমার ক্ষতি, চাইবো না কখনো সহানুভূতি, শুধু রইলো শুভ কামনা' স্যারের সাথে ঠোঁট মিলিয়ে সকল এক্সকে ক্ষমা করে দিলাম,
.
এখন ঘর থেকে বের হয়ে পথে পথে 'অতীতের কথা ভুলে, তুমি এসো নাহি ফিরে, যত্ন করে রাখবো বুকে, সারাটা জীবন ধরে' শুনে ভালো ই ফিলে আছি!
.
আমারও বলতে ইচ্ছে করছে 'দূরে দূরে কেনো থাকো, অনুরোধটুকু রাখো, কি দোষ ছিলো আমার, একটু ভেবে দেখো' শিল্পীর সাথে সাথে
.
সত্যি বলছি 'অভিমান ভুলে এসো, আমাকে ভালবাসো!'
.
সত্যি কথা বলতে কি 'ভুলে গেলে তুমি, ভুলবো না আমি, সব ব্যাথা হাসিমুখে সইবো'
.
'কথা দিলাম, আমি একাই চিতার আগুনে জ্বলবো!'
.
হিসেব মিলে না 'এভাবে বলো কি মানুষ বাঁচে, আমার মতো যার কষ্ট আছে, গোপনে গোপনে কাঁদি, জানবে না কোনদিন, নিয়তি মেনে নিয়ে একা একা কাঁদবো' কি অসাধারণ গানের লিরিক্স!
.
'আগুনে পোড়ালেও থেকে যায় ছাই, আমার তো শেষ বলে আর কিছু নাই, দুচোখে জ্বলে যদি ফোঁটা ফোঁটা নোনা জ্বল'
.
'বলো কি এমন কষ্ট তোমার, বলো কি এমন কষ্ট তোমার, তোমার এক ফোঁটা চোখের পানি দেখে ঘুমাতে পারিনা!'
.
ভুল কি মানুষের ই হয়, সে জন্য কি কাঁদতে হয়, ভুলটা তোমার বুঝতে পেরেছো, তাতে খুশি আমি!
.
'কোন সে সুখের শহর তোমার, হয়েছে পুড়ে ছাড়খার, কেঁদোনা তুমি, পাশে আছি তোমার, ও আমার অভিমানী'
.
'তোমার মনে কারাগারে, বন্দী আজো আমি, ভালোবেসে অপরাধী আমি, হারাতে চাই, হারাতে চাই, কেনো যে মুক্তি মিলে না!'
.
জানি না, কিছু বুঝিনা, কি ছিলো তোমার মনে, কাছে এসে, পাশে ডেকে কষ্ট দাও তুমি, হারাতে চাই, হারাতে চাই,
.
হারাতে চাই, হারাতে চাই, হারাতে চাই,
.
কাঁদে মন, সারাক্ষণ, চার দেয়ালের মাঝে, কেউ জানে না, কেউ শুনে না, কি ব্যথা বুকে বাজে,
.
পালাতে চাই, হারাতে চাই, কেনো যে মুক্তি মিলে না!
.
তুমি এক পা বাড়ালে, আমার পথে, আমি সারা জীবন চলবো, তোমার সাথে,
.
শুধু কথা দাও, কথা দাও, হাত রেখে দু হাতে!
.
যে ক্ষতি নিয়েছি যে মেনে, সে ক্ষতি পূরণ হবে না,
.
কাঁদতে হবে আমার মতো, তোমায় একদিন,
.
শূন্যে হয়ে দিলাম সপি, ভেঙ্গে দিলে মন, চাইলে এখন নিতে পারো, আমার জীবন!
.
শুভ কামনা রইলো স্যার, সত্যি শুভ কামনা!
.
আজ ইভা রহমান নতুন করে আবার আপনার প্রেমে পড়বে! খেলা হবে! বেলা গড়িয়ে গেলে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৯ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ফানি।

মাহফুজুর সাহেব অসংখ্য মানুষকে বিনোদন দিচ্ছেন। এটা অনেক বড় কথা।

২| ০৮ ই জুন, ২০১৯ সকাল ৮:৫১

বলেছেন: বলদ মার্কা কাকে বলে -- স্যার

৩| ০৮ ই জুন, ২০১৯ সকাল ১০:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান এই গায়কের কোন গান শুনিনি। তবে তার পোশাক দেখে আমি অভিভূত। প্যান্ট পড়ার নতুন ইস্টাইল তিনি উদ্ভাবন করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.