নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সোনার তরী

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়ে যাতে সুস্থ শরীরে ফিরে আসতে পারেন তাতেই আমরা খুশি, জানিনা ভারত কখন যে আমাদের প্রধানমন্ত্রীকে নিজের মনে করে রেখে দেয় কে জানে....!
.
একবার চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশে ঢুকছেন এমন সময় তাকে বিমান বন্দরে থামিয়ে দেওয়া হলো! তখন তিনি চটে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের সাহস তো কম না! আমেরিকার প্রেসিডেন্টকে সার্চ করা শুরু করেছো! তখন পাশ থেকে একজন জবাব দিলো, মাননীয় প্রেসিডেন্ট, পরীক্ষা করে দেখছি চীন থেকে প্রকৃত ডোনাল্ড ট্রাম্পকে রেখে কপি কিংবা ক্লোন ট্রাম্পকে পাঠিয়ে দিয়েছে কি না!
.
যদিও আমাদের সার্চ করার সে সাহস নেই তবুও আমরা আমাদের অর্জিনাল প্রধানমন্ত্রীকে ফেরত পেতে মরিয়া,
.
যে তিস্তার পানি আনতে গিয়েছিলো কিন্তু তাকে ভুলিয়ে ভালিয়ে উল্টো ফেনীর পানি নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে!
.
আমরা যারা কর্পোরেট জব করি তাদের স্যারেরা বছর শেষে ম্যানেজমেন্টের কাছে যায় ইনক্রিমেন্ট আনতে,
.
একবার জনৈক টিম লিডার ইনক্রিমেন্টের জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন, উনি আসার পর থেকে হাসতেছেন! আর হাসতেছেন!
.
টিম মেম্বাররাতো বড্ড খুশি তারপর বস ইনক্রিমেন্ট ঘোষণার জন্য মিটিং কল করলেন!
.
সবাই একত্রিত হলো, স্যার সবাইকে চেক বের করে দেখালেন আর বললেন জনপ্রতি পাঁচ দশ হাজার টাকা করে ইনক্রিমেন্ট হয়েছে!
.
রম্যের মাঝখানে একটু থামাচ্ছি,
.
একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম এবারের ভারত সফরে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘টেগর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে
.
কর্মীদের হাসাহাসি শেষ হলে বস তার গম্ভীরসূচক আচরণে ফিরে গেলেন,
.
হুংকার দিয়ে বললেন, এই বছর হান্ড্রেড পার্সেন্ট এচিভমেন্ট হলে আগামী বছর ম্যানেজমেন্ট উক্ত চেকে সাইন করবেন বলে অঙ্গীকার করেছেন!
.
এই বছর যা দেওয়ার দিয়েছেন, এবার চলে আসুন, হয়তো আগামী বছর ভারত সন্তুষ্ট হলে ফেনীর পানি সুদেআসলে তিস্তার মধ্য দিয়ে ফিরে আসবে!
.
সে আশা বাদ দিয়ে দেশ পরিচালনায় মন দিলে মনে হয় আরো ভালো হবে, ইনক্রিমেন্ট না পেলেও আগামী বছর ম্যানেজমেন্টের কাছে না যাওয়াটাও এক প্রকার নিরাপদ পাছে একটু বাড়তি পাওয়ার আশায় যাতে চাকরিটা না চলে যায়!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



সন্দ্বীপের স্বায়ত্ব-শাসন চান?

২| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই ইনক্রিমেন্ট সাধারণ জনগণ খালি চোখে দেখতে পায় না | একমাত্র স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক শক্তির অধিকারী ব্যাক্তিত্বরাই এই ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছে - সাথে সাথে বোনাসও |

৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।
প্রধানমন্ত্রী কঠিন জিনিস। জানেন সম্রাট গ্রেফতার হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.