|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আবদুর রব শরীফ
আবদুর রব শরীফ
	‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

'আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিলো না । তবে বলার পর উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান বলে ওসি দাবি করেছেন।'_ যমুনা টিভি
'ভারতের তামিলনাড়ুতে প্রায় ১২৫০জন মানুষ করোনায় আক্রান্ত। তা সত্ত্বেও মধুরাপট্টি গ্রামের কয়েকশো মানুষ সামাজিক দূরত্ব না মেনে ষাঁড়ের শেষকৃত্যে অংশ নিলেন। গ্রামবাসীদের কারও মুখে মাস্ক ছিলো না।'_আনন্দ বাজার
এখন আপনারা ই বলেন, আমরা কিংবা দাদারা কারা বেশী সভ্য হতে পেরেছে?
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ৮:২৪
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ৮:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
দাদাদের দেশ হলো আজব কান্ডকারখানার দেশ
১৮এপ্রিল শনিবার আজকের আপডেটঃ
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২১৪৪ সুস্থ ৬৬ মৃত্যু ৮৪ !!!
৩|  ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ৮:৫৩
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের মাথাটা কি পুরাই গেছে নাকি!! 
সবাইকেই এক মন্তব্য করে যাচ্ছেন।
৪|  ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:১১
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ১১:১১
নেওয়াজ  আলি বলেছেন: কোথায় পুলিশ কোথায় সেনা বাহিনী । কোথায় সরকার। সব শালা মরবে। 
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২০  রাত ৮:১৮
১৮ ই এপ্রিল, ২০২০  রাত ৮:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ অভাবনীয়, আমি টিভিতে দেখলাম
এটাই হলো জনতার ভালবাসা ।
.........................................................................
সামাজিক দুরত্ব বজায় রাখুন ।