![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কারো ভালো লাগলে ০১৮১৫৩৩৮৩৭৫ নাম্বারে বিকাশ কিংবা লোড নতুবা ডাক বিভাগের সেবা নগদে মজুরি পাঠালে আমি গর্ববোধ করবো ৷ আমার জীবনের বেশীরভাগ সময় আমি লিখে কাটাতে চাই, আমার ফেসবুকের ঠিকানা, www.facebook.com/abdur.sharif অথবা Abdur Rob Sharif
ওরা পাকা ধান কাটতে গিয়ে যখন দেখে মাঠে 'ধানের শীষ প্রতীক' তখন কাঁচা ধান না কেটে উপায় আছে!
.
তা দেখে কবিগুরু কহেন,
'রাশি রাশি ভারা ভারা,
কাঁচা ধান কাটা হল সারা!'
.
প্রেমে পড়ে সদ্য হওয়া কবির মুখে,
'ছেলেটি ধান কাটিতেছিলো,
পাশে থাকা সহমত ভাই ছবি তুলিতেছিলো,
ফটোসেশন শেষ, সোনার ছেলে নিরুদ্দেশ!'
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০১
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই তো দেখছি ৷
২| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৪
নেওয়াজ আলি বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: আমাদের পৃথিবী ঘিরে আসছে আধার কালোয়...!
৩| ৩০ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধান কাটার ফটোশেশনে করোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কটতুকু বলে আপনি মনে করেন ভাই?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: এরা নির্বোধ।
লোক দেখানো কাজে ওস্তাদ।