নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সময়োপযোগী বায়োডাটা, পাত্রী চাই

১৬ ই মে, ২০২০ রাত ১২:১৬



পাত্র নিজেই তবুও সালামল্লাইকুম বলে আরেকবার নাম বলছি, আবদুর রব শরীফ
.
উচ্চতা দুইবার মাপিয়েছি একবার ৫.৯" তো আরেকবার ৫.১০" জানিনা ভুলটা আমার না মেশিনের!
.
সবকিছু ক্লিয়ার কাট বলা ভালো, চাইলে ইনবক্স করে সাইজ, পাশে, বা পাশে সব জেনে নিতে পারবেন ৷
.
পাত্রের চরিত্র ভালো মর্মে প্রশংসাপত্র আছে, যদি লাগে তো ছবি তুলে দিবো কিন্তু বাস্তব চরিত্রে দুষ্ট এবং সামান্য কালিমা লেপন করা এটা লোক মুখে শুনতে পাই ৷
.
পূর্বে প্রেম ছিলো কি না এমন প্রশ্ন করিয়া লজ্জা দিবেন না তবে এতটুকু আশ্বাস্ত করতে পারি, বর্তমানে পিওর সিঙ্গেল ৷
.
চাকরির কথা কি আর বলবো, এই আছে - এই নাই তবে পকেটের প্রত্যেকটি পয়সা সৎ উপায়ে অর্জিত!
.
পাত্রীকে অবশ্যই খাট কিংবা প্রয়োজনে ফ্লোরিং করে থাকার মতো মানসিকতা থাকতে হবে ৷
.
পাত্রের ঠোটের সাথে পাত্রীর কপাল মিলিয়ে উচ্চতা চেয়েছি ৫.৫" কিন্তু প্রয়োজনে একটু দরকার হলে কুঁজো হবো তাই সাইজ নিয়ে ভাববেন না!
.
পাত্রের বয়স কিন্তু একদম বিয়ের বয়স, সাত-আট সেশন দেখে বুঝতে পারছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যায় অর্থনীতি থেকে মাস্টার্স করা পাত্র তবে সত্য বলতে টেনে টুনে পাশ ৷
.
পাত্রী চোখে শ্যামলা মেয়ে একটু কিউট মনে হয় তবে তার তিল কিংবা টোল জায়গা মতো থাকলে অগ্রাধিকার পাবেন ৷
.
ছ্যাঁকা খাওয়ার যথেষ্ট অভিজ্ঞতা হেতু পাত্র মশাই পাত্রী পেলে হৈমন্তির মতো মর্যাদা দিয়ে বলে উঠবে, 'পাইলাম আমি, ইহাকে পাইলাম! সে যে আমার ত্রিশ বছরের সাধনা'
.
পাত্রের চেহারা ডিম্বাকৃতির তা ছবি দেখেই বুঝতে পারছেন, প্রয়োজনে স্মার্ট এডিট করা ছবিও সংযোজন করা হবে ৷
.
মেয়ে দেখতে কেমন হবে সেটা দেখার পর বুকে চিনচিন ধুরোধুরো অনুভূতির উপর নির্ভর করবে!
.
পাত্রের উপর শয়তান ভর করে দোআ দুরূদ পড়ে ইবলিশ তাড়াতে ধার্মিক পাত্রী আবশ্যক তবে তাকে ভাত রান্না থেকে শুরু করে ফ্লো মোচে ঝকঝক করে রাখার মতো পরিশ্রমী হতে হবে ৷
.
অনার্স মাস্টার্সের রেজাল্ট থার্ড ক্লাশ অগ্রাধিকার কারণ ওরা একটু বেশী রোমান্টিক হয়, তবে উপন্যাস পড়া মেয়ে হলে ভালো হয় সাথে কোরআন, হাদীস জানাশুনা,
.
কলা ফ্যাকাল্টির মেয়েদের আলাদা বিবেচনায় নিয়ে গুরুত্বসহকারে 'যদি বউ সাজো গো' মর্মে দেখা হবে ৷
.
বলো বলো আরো বলো বায়োডাটা অতো খারাপ নয়, জীবনের পাত্রী যাতে সত্যি পাওয়া হয়!
.
হাট্টিমা টিম্ টিম্, পাত্রী পেলে চবির চাকসুতে বিয়ে হবে, হৈ হুল্লর হবে সীমাহীন ৷
.
সবকিছু তো গ্রুপে বলা যায় না তাই আরো বিস্তারিত জানতে পাত্রের ফেসবুক আইডি ঘুরে আসারও অনুরোধ রইলো...!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ রাত ১২:২৮

আল-ইকরাম বলেছেন: ভাল লিখেছেন। নিজেকে নিয়ে মজা করার সাহস খুব কম লোকের আছে বলেই আমার বিশ্বাস। পড়ে বেশ আনন্দ পেলাম। শুভ কামনা অগনিত।

১৬ ই মে, ২০২০ রাত ২:০০

আবদুর রব শরীফ বলেছেন: রঙ্গে ডঙ্গের জীবন এইআরকি ৷

২| ১৬ ই মে, ২০২০ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো।'তবে এত তাড়াতাড়ী বিয়ে করা ঠিক হবে না। পক্ষে আরো ৫ বছর অপেক্ষা করুন।

১৬ ই মে, ২০২০ রাত ২:০১

আবদুর রব শরীফ বলেছেন: ৩০ বছর শুরু হয়ে গেছে ৷আমি আর কতো বড় হবো ৷

৩| ১৬ ই মে, ২০২০ রাত ১:৩২

চাঙ্কু বলেছেন: নিজের সম্পর্কে সুন্দর করে লেখছেন। এই লেখাটাই বিয়ের কোন পেইজে দিয়ে দেন। পাত্রী সহসাই পেয়ে যাবেন :)

১৬ ই মে, ২০২০ রাত ২:০১

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহ খুব ভালো বুদ্ধি দিয়েছেন ৷

৪| ১৬ ই মে, ২০২০ রাত ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: বেশ লিখেছেন।

১৬ ই মে, ২০২০ রাত ২:০২

আবদুর রব শরীফ বলেছেন: চোখে তার কাজল কালো, এমনি কালো, এক পলক দেখলে যারে লাগে ভালো : P

৫| ১৬ ই মে, ২০২০ রাত ২:৪৪

নতুন বলেছেন: পাত্রের ঘর গ্রহস্তালীর কি কি অভিগ্যতা আছে সেটা বাদ পরে গেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.