নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীদের মাঠে ঘাটে হাটে দেখলে বরং আমরা অবাক হই

২২ শে মে, ২০২০ দুপুর ১২:১২

লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী, গুড্ গুড্ ভেরী গুড্, জনৈক শ্রদ্ধেয় স্পিকার আবেগে বলা শুরু করলেন, আমাদের জাস্টিন ট্রুডোর দাম নেই...!
.
দাদা, বারবার লাইনে দাঁড়িয়ে প্রমাণ করিতে হইবে, আমি লাইনে দাঁড়িয়েছিলাম ৷
.
এটা বাংলাদেশ, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে গাছে পানি ঢেলে দেওয়ার মনমানসিকতার মানুষের দেশ ৷
.
এখানে ক্যামেরায় ফ্রেমে বন্দী থাকার জন্য এক কলা দশজন মিলে দান করে!
.
মাঝে মাঝে ভাইরাল হওয়ার জন্য কাকাকে দেখেছি একদিন বাসে গিয়ে ঝুলে আছে তো আরেক দিন হেঁটে অফিস যাচ্ছে! সেদিন ই বলতে গেলে শেষ দিন ৷
.
কাঁচা ধান কাটার দৃশ্য তারপর ফটো তোলা শেষ, নব্য কৃষক নিরুদ্দেশ ৷
.
আবারো বলছি, ম্যাডাম বারে বারে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে প্রমাণ করিতে হইবে, আপনি লাইনে দাঁড়িয়েছিলেন ৷
.
এখানে অতীতেও জনগনের ম্যান্ডেট পেতে কোদাল কাঁধে খাল কাটার ছবি তুলে ভাইরাল হয়েছিলেন কেউ কেউ,
.
ভোট পেতে কেউ কাঁদে, কেউ সাজে....!
.
নির্বাচন এলে ওওও পুত্ বলে গলায় জড়িয়ে ধরা কথিত বাবার সাথে দেখা করতে গিয়ে পাছায় লাল বেতের বারি খাওয়া জনগন আমরা ৷
.
মোটিবেশন আপাতত পকেটে রাখেন নাহলে রকেটে, কিন্তু আপনি যদিও নগদে খুব ভালো করছেন ৷ সেদিন অটো একাউন্ট খুললো, ১ টাকা পেলাম যেখানে বিকাশ দিলো ৫০ টাকা,
.
ঐদিকে ভারতে 'গো করোনা গো করোনা' চিৎকারেই করোনা তাড়ানার চেষ্টা কেন্দ্রীয় মন্ত্রীর ৷
.
গতমাসে ভারতে ভাইরাল হয়েছে 'ঝাঁটা হাতে মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী' সে খবরও আমরা রাখি,
.
এ যেনো, ভাইরাল হওয়ার জন্য দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, তবুও ভোটকেন্দ্রে ভোট দিতে আসেনি জনগন, কেউ কথা রাখেনা ৷
.
এদিকে প্রায় সব এমপি মন্ত্রীর সাথে ছবি তুলে ভাইরাল হয়ে গিয়েছিলো পাপিয়া, রাখে আল্লাহ মারে কে!
.
মেয়রের রাস্তায় ময়লা ফেলে ঝাড়ু দেওয়ার দৃশ্যও আমাদের এখনো চোখে ভাসে,
.
ক্যামেরা না আসায় এখানে ঘন্টার পর ঘন্টা অনাথ দুস্তদের রোদে দাঁড় করিয়ে রাখা হয় ৷
.
নিজেকে দানবীর সাজানোর জন্য হাজার মানুষকে ডেকে যাকাত এবং পদদলীত হয়ে মৃত্যুর রেকর্ডও আমরা ভুলে যায়নি ৷
.
করোনাকালে মাথায় ত্রাণ উঠিয়ে দিয়ে ফটোসেশন করে তারপর তা জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে,
.
আপনারা আমার প্রাক্তনের মতো, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে বারেবারে দেখিতে দেয় না?
.
আসলে যুগটা এমনি, বাসায় পায়ের উপর পা তুলে দিয়ে গৃহকর্মীর রান্নায় মুগ্ধ হওয়া মহিলাটি টিভির পর্দায় আজকের সেরা রাঁধুনীর অভিনয় করে, জরিনা লেপ্টা মেরে বসে দেখে আর বলে, খালাম্মারে তো এক্কেবারে পরীর লাহান লাগতেছে..!
.
যোগ্য জায়গায় যোগ্য লোকের অভাব, জীবনে ব্যাট ধরতে না পারা উল্টো ব্যাট ধরে সেদিনও জয়া আহসানকে দেখলাম ক্রিকেট শেখাচ্ছে, সবজান্তা, কিছু শেখার নেই বলে আমি তার সব ভঙ্গিমাগুলো দেখতেছিলাম ৷ এই বুঝি ওড়না খসে যাবে সেই ভয়ও ছিলো, ক্রাশ বলে কথা ৷
.
দেশের সুনাম বৃদ্ধির জন্য কতো মেয়ে কত কিছু করলো কিন্তু কেবলি পাদ দিয়ে ভাইরাল হয় নুসরাত ফারিয়া ৷
.
কতো কবি সাহিত্যিক কত সাধনা, কেবলি লাগাইতে না পেরে আক্ষেপ করে লেখা গল্প কবিতা ভাইরাল হয়ে যেতে দেখেছি ৷
.
এতো ভালো ভালো ইয়ুটিউবার, কেবল মেশিন গ্যানের উপ্রে হাত রেখে কয়েকটা পোজ দিয়ে সে আজ দেশের অনেক ললনার ক্রাশ ৷
.
আমি আবারো বলছি, বারে বারে বাসে চড়ে, হেঁটে, লাইনে দাঁড়িয়ে যেদিন আমার কিংবা আমাদের সাথে দেখা হবে, খোদার কসম, বুকে তুলে রাখবো! কলমের কালি শেষ হয়ে যাবে তবুও লিখে যাবো এমন মানুষদের নিয়ে...,বাসে নিজে উঠে বসতে দিবো, লাইনে সামনে থাকলে শ্রদ্ধাভরে অবস্থান ছেড়ে দিবো, এগিয়ে দিবো আপনাদের...!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় বিষয় গুলো সাজানো। বানোয়াট।
অবশ্য বর্তমান দেশ চলছে মিথ্যার উপর।

২২ শে মে, ২০২০ দুপুর ১:২২

আবদুর রব শরীফ বলেছেন: এগুলো করে নিজেকে হালকা করা ছাড়া কিচ্ছু লাভ হয় না

২| ২২ শে মে, ২০২০ দুপুর ২:০৬

নেওয়াজ আলি বলেছেন: আমরা বাঁচলে সারে।

৩| ২২ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৬

সোহানী বলেছেন: তাও তো দিপুমনি কিছু করার চেস্টা করছে। বাকিরাতো তাও করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.