নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের টানে বাকী আছে কেবলি উগান্ডা

২২ শে মে, ২০২০ দুপুর ২:৪৯



লক ডাউনের কারণে পাকিস্তানি ছেলে বাংলাদেশে ছুটে আসতে না পারলেও প্রেমের টানে পাকিস্তানী ছেলের সাথে বাংলাদেশী মেয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে,
.
এর আগে প্রেমের টানে হাজারো মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের কলমাকান্দায় এসেছিলেন চীনের মেয়ে ইবনাত ফাইজার,
.
কিছুদিন আগে প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান!
.
শালার এই জীবনে করলামটা কি!!!
.
তারও সময় কয়েক আগে টাইমলাইন গরম ছিলো প্রেমের টানে অামেরিকার মেয়ে ফরিদপুরে চলে এসেছিলো বলে,
.
১৭ মে'১৭ থাইল্যান্ডের মেয়ে ওম প্রেমের টানে বাংলাদেশের নাটোরের অনিকের কাছে এসে তাকে বিয়ে করে পত্রিকার শিরোনাম হয়েছিলো!
.
৩১ জুন'১৭ রাশিয়ার মেয়ে সিভেতলেনা প্রেমের টানে বাংলাদেশের শেরপুরের ধর্মকান্তের কাছে ফিরে এসে তাকে বিয়ে করে পত্রিকার শিরোনাম হয়েছিলো!
.
২8 আগষ্ট'১৭ মালয়েশিয়ার মেয়ে জুলিজা প্রেমের টানে বাংলাদেশের টাঙ্গাইলের ছেলে মনিরুলের কাছে এসে তাকে বিয়ে করে পত্রিকার শিরোনাম হয়েছিলো!
.
এছাড়াও,
.
চাঁদপুরের যুবক আলমগীরের প্রেমের টানে ফিরে এসেছিলেন ভিয়েতনামের টিউ থিথু!
.
ঝিনাইদহের মিঠুন বিশ্বাসের টানে আমেরিকার এলিজাবেথ!
.
রাজারবাগের শামীম আহমেদের টানে পোল্যান্ডের ক্যাটরিনা!
.
বরিশালের সাইদুল আলমের টানে অস্ট্রেলিয়ার এমিলি!
.
ব্রাক্ষণবাড়িয়ার আশিকের টানে মালয়েশিয়ার ফাতেমা!
.
বিয়ানীবাজারের মাহবুবুর রহমানের টানে আয়ারল্যান্ডের ইফা!
.
রাজবাড়ির সঞ্চয় ঘোষের টানে ব্রাজিলের মেয়ে সিলভা!
.
এদের বেশীরভাগ ই কিন্তু ফেসবুক প্রেমের টানে বাংলাদেশে এসে শিরোনাম হয়েছিলেন! বাংলাদেশ প্রতিদিন তাদের নিয়ে বিস্তারিত নিউজ করেছে এবং নাম গুলো দিয়ে সার্চ দিলে আপনি অসংখ্য পত্রিকা প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছে.... এমন নিউজগুলো পাবেন!
.
সময় ২০১১ কিংবা ১২ এমন সময়ে আমিও মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান কিছু মেয়েদের সাথে চ্যাট করতাম!
.
ভিন্না নামক এক ডিবোর্সিকে জিজ্ঞেস করেছিলাম তারা কেনো বাংলাদেশ ভারত পাকিস্তানী ছেলেদের পছন্দ করে?
.
উনি বলেছিলেন,
.
মালয়েশিয়ান ম্যাক্সিমাম ছেলেরা ঘরে বউ রেখে রবিবার বারে যায়! অন্যান্য মেয়েদের সাথে মেলামেশা করে বউ তা জানলেও ওখানে এটাই কালচার যার কারণে ওখানে ডিবোর্স বেপারটা ডাল ভাতের মতো!
.
ওরা মেয়েদের দায়িত্ব নিতে জানে না তেমন! যে যার মতো থাকে!
.
পান থেকে নুন খসলেই দুই জন দুই জনের মতো করে আলাদা হয়ে যায়!
.
তারচেয়ে বড় কথা একজন বাংলাদেশী ছেলে ফেসবুক ইনবক্সে যে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি করতে পারে তা পুরো বিশ্বে অদ্বিতীয়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার একবন্ধু তো চ্যাট করে ইনবক্স লাইক কমেন্ট শেয়ার স্বাক্ষী রেখে বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলেছিলো! তো মেয়ে জিজ্ঞেস করলো আমাদের বাচ্চা কই? সে একটা বাচ্চার ইমো দিয়ে বললো, আমাদের ডিজিটেল সন্তান!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা যে কি জিনিস সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না।

২| ২২ শে মে, ২০২০ বিকাল ৩:২৬

আল-ইকরাম বলেছেন: আদিম সত্য যে, প্রেম জাত, কূল, মান, সময় কিংবা দূরত্ব মানে না। প্রেমের গভীরতায় এগুলো কোনো বিষয়ই না। বিষয় হচ্ছে, প্রেমিক- প্রেমিকা একে অপরের প্রতি কতোটা বিশ্বস্ত, আস্থাশীল। শুভেচ্ছা অগনিত।

৩| ২২ শে মে, ২০২০ বিকাল ৩:৪৯

মীর আবুল আল হাসিব বলেছেন: কি হিংসে হয়?????

হিংসা না করে চেষ্টা করেন, তাতে বরঞ্চ আপনি একটা উগান্ডার মেয়ে পেয়ে যেতে পারেন।

৪| ২২ শে মে, ২০২০ বিকাল ৪:১১

উদাসী স্বপ্ন বলেছেন: এখন যদি কাউকে বলা হয় ১৪ লাখ টাকা দিলে এন্টার্কটিকা মাদাগাস্কার বা ঘানার ভিসা দিয়ে দেবে, মানুষ পারলে তার ভিটেমাটি শখের গাড়ি বেঁচে টাকা এডভান্স করতে রেডি।

অনলাইনে এত বড় বড় জাতীয়তাবাদী, মাসলম্যান থুক্কু এচলামের মরতাবা ছুটানে ওয়ালা লোকও দুই পা হাত দাঁড় করিয়ে দেশ ছাড়তে রাজি।

আমাদের সোনার বাংলা আমরা কি বানাইছি এইটা হইলো তার স্যাম্পল

কদিন আগে যেসব বিদেশী এদেশে বিয়ে করে এসেছিলো তাদের করুন বালকের কথা প্রথম আলোতে আসছিলো। আরেকটা হত্যা কান্ড তো খুব নাম করছে সেটা মালয়েশিয়ান মহিলা তার তিন মে এমনকি প্রতিবন্ধি শিশুকে প্রতিবেশী মা আত্মীয়স্বজনের সহায়তায় এক মাদ্রাসা পড়ুয়া কিশোর ধর্ষন পূর্বক জবাই করছে।

পুরাই সেরকম দ্বীনদারী কাহিনী চলছে। নীতি নৈতিকতা উথলে পড়ছে। সেখানে আমাদের স্বাধীনতাপূর্ব মাচুলমান বড় ভাইরা এসব করতেই পারে। এটা সুন্নতী কাজ

৫| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা যে কি জিনিস সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না।

টক অব দ্যা সেঞ্চুরি !!!! এনার পয়সা থাকলে রাশিয়ায় যেতে প্রেমের টানে। রাশিয়ায় নাকি এখন ছেলেদের
কদর বেশী !!!

৬| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:২৮

সাইন বোর্ড বলেছেন: প্রথমে পত্রিকায় পড়েছি, ভালবাসা বলে কথা ।

৭| ২২ শে মে, ২০২০ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন: পেপারে পড়েছি । এই মেয়ে রাজাকার কেউ এখনো বলেনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.