নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
প্রথম আলো শিরোনাম করেছিলো, একজন নোবেল ম্যান অতপর 'কথা শেখার সময়টাতে গান গাওয়া শুরু করেছিলেন নোবেল।'
.
কালের কন্ঠ বলেছিলো 'জনপ্রিয়তার স্রোতে শুধু বঙ্গোপসাগরই নয়, ছড়িয়ে পড়তে চান পৃথিবীর আনাচকানাচে' আজ তিনি বালের কন্ঠ হয়ে গেলেন ৷
.
স্বয়ং নোবেল কালের কন্ঠকে উদ্যেশ্য করে সেদিন বলেছেন, 'ইদানীং আমি বিছানায় শুয়ে বসে কিছু লিখলেই নিউজ হয়ে যায়।'
.
বাংলাদেশ বিভিন্ন মন্তব্যের জন্য তার উপর ক্ষ্যাপা অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদীকে চা'ওয়ালা বলার পর তারাও...!
.
মিডিয়া এগুলো অতিরঞ্জিত করে, ওরা রামপাল, সাগর-রুনী, দূর্নীতি, নুসরাত, তনু, নামে বেনামে হত্যা, গুম, ধর্ষণসহ হাজারো ইস্যু বাদ দিয়ে প্রায় সময় পরে থাকে নুসরাত ফারিয়ার পাছার নিচে, কখন পাদ দিবে, নিউজ করে ভাইরাল করবে ৷
.
যুগের পর যুগ গান নিয়ে সাধনা করতে থাকা শিল্পীদের নিয়ে ওদের তেমন মাথা ব্যাথা নেই,
.
আবদুল করিমের অন্যতম শিষ্য বাউল রণেশের গানের ঘরে আগুন দেওয়ার নিউজ করেছে, শর্ত প্রযোজ্যের মতো ছোট করে ৷
.
ক্রিকেটার নাসির হোসেনকে মিঃ ফিনিশার ওরাই বানিয়েছে আবার তার ৪২টা সীমের পিছনে এমনভাবে লেগেছিলো যে সে যে বিয়ে করেছে সে খবর দিতে ভুলেই গেছে আমাদের..!
.
একদিন নাসির প্যাকটিস শেষ করে বসে আছে সাংবাদিক গিয়ে তাকে ইনিয়ে বিনিয়ে সেই সীমের প্রসঙ্গ,
.
অনেক সাংবাদিক হলো সাংবাদিক নামের কলঙ্ক, তারা কি তার মেয়ের বাসর রাতের চুমুর লীলা অন্যদের কাছে জাতির বিবেক হয়ে তুলে ধরবে কখনো!
.
কিছু কিছু কে দেখি মানবতার মায়ের আঁচল তলে, মোসাহেবী করতে করতে হাতের রেখা উঠিয়ে ফেলেছে, কাল মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকলে তারাই কলম দিয়ে খুঁচিয়ে শাড়ি তার খুলে পেলবে ৷
.
কিন্তু যারা যৌক্তিক সমালোচনা করে আজ শেখ হাসিনার বিরাগভাজন তারা ই সেদিন কলম দিয়ে সত্য বলে বুকে আগলিয়ে রাখবে বঙ্গবন্ধু কন্যাকে, সৎ উপদেশ দিবে!
.
যদিও খুশিতে ট্যাংকের উপর উঠে লাফানো মানুষগুলো সারা জীবন সুবিধা ভোগ করে যাবে এটাই স্বাভাবিক ৷
.
এগুলো বলে লাভ নাই, ওদের ই জয়জয়কার যারা হাজার মানুষের কর্মস্থানের ছুতাগিরি করে বলবে রামপাল দরকার আবার সন্ধ্যায় সুন্দরবনের বাঁচাও আন্দোলনে সামিল হবে ৷
.
সুবিধা পেলে যারা হবে ব্যারিস্টার ভালোমন তারা ই বাতাস পাল্টালে চাকু হয়ে বসে থাকবে ৷
.
কেউ কেউ নিউজ করবে, সুন্দর বনও দরকার আবার তার রামপালও,
.
একদিন নোম্যানকে নোবেল বানিয়ে আবার পরের দিন মিঃ নোমান, এই এক আজব মিডিয়া আমাদের ৷
.
পুঁটিমাছ ধরে নিয়ে গিয়ে কেউ আবার বীর খেতাব নিবে, মশা মারতে কামান দাগাবে!
.
এভাবে চলছে, চলবে, আচ্ছা ওদের কর্মের জন্য আমরা নোবেলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দিতে পারিনা?
২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৩২
আবদুর রব শরীফ বলেছেন: ও তো বাচ্চা ছেলে মনে হয় আমার কাছে ৷
২| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন: মিডিয়া কখনো খাটি শব্দটার সাথে পরিচিত হয়নি, ভবিষ্যৎ এ হবেও না।
২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৩১
আবদুর রব শরীফ বলেছেন: একদম ভালো বলেছেন ৷
৩| ২৩ শে মে, ২০২০ বিকাল ৩:১০
মীর আবুল আল হাসিব বলেছেন: আপনি মিডিয়াকে দোষ দিচ্ছেন কেন???
মিডিয়া আপনাকে নাচাবে আর আপনি নাচবেন???
নোবেলের কথাবলার ম্যাচুরিটি এখনো আসেনি!!!
২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৩০
আবদুর রব শরীফ বলেছেন: মিডিয়া ই তো অপরিপক্ক কথাগুলো নিয়ে নাচে ৷
৪| ২৩ শে মে, ২০২০ বিকাল ৪:২৮
সাইন বোর্ড বলেছেন: অনেক সাংবাদিকই এখন সত্য কথা লিখতে ভয় পায় ।
২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৩০
আবদুর রব শরীফ বলেছেন: ভয় পেলে সাংবাদিকতা ছেড়ে আমলা পেশা নিক্ ৷
৫| ২৩ শে মে, ২০২০ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: শুধু চুপ করে থাকবো। দেখব। শুনব। কিন্তু কিছু বলব না।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:৩৩
নেওয়াজ আলি বলেছেন: নোবেল তো নো বল করছে একটু বেশী