নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শব্দ চয়ন নিয়ে কেউ কিছু বলবেন না প্লিজ, আজ আমার বোনের বিচার চাইতে এসেছি ৷

১৩ ই জুন, ২০২০ সকাল ১১:২৫

আজকে যে মেয়েটার বাবা মা হাসপাতালে থাকার কারণে চৌদ্দ বছরের মেয়েটাকে একা পেয়ে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে সেই নিউজটা যাদের লাখ লাখ ফলোয়ার আছে তাদের চোখেও পরবে ৷
.
কোন চুতমারানি এটা নিয়ে একটা গল্প লিখবে না ৷ তারা বাবু বিভ্রাট নিয়ে পরে থাকবে ৷ কারণ এটা লস প্রজেক্ট ৷ টাইমলাইনে ভরলে লাইক কমেন্ট ফলোয়ার আসবে না তেমন,
.
একটা ছবিতে দেখলাম টিনের ঘর থেকে একটা লাশ বাহির করে নিয়ে যাচ্ছে ৷ সেই লাশের সেলোয়ার, যৌনাঙ্গে হয়তো রক্তে চোপ চোপ করা, সেটা কারো কাম্ উদ্রেক করবে না বলে কেউ রসিয়ে লিখবে না ৷
.
সবচেয়ে বড় কথা তাদের টাইম লাইনটা এতো বেশী মূল্যবান তাদের কাছে তাদের বোনের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করলেও তারা টু শব্দ করবে না ৷ করে না ৷ ইস্যু হয়ে গেলে না পারতে গা বাঁচানো দুইটা কথা বলে আবারো চুমু বিভ্রাট ৷
.
কেউ কেউ লেখক ৷ জীবনে কোন দিন একটা অন্যায় নিয়ে দুই লাইন লেখা তাদের টাইমলাইনে নেই ৷ কেউ রম্য, সুরম্য, মোটিবেশন, রোমান্টিক, চুম্মান্টিক ইত্যাদি বিষয় ছাড়া কোনদিন মনে হয়না কোন কিছু নিয়ে নাড়াছাড়া করেছে ৷
.
বিলাই হার্ট নিয়ে ওরাই সিংহের গল্প রচনা করলে নেক্সট থেকে আমি ভরে দিবো ৷ আমার ফলোয়ার লাগবে না ৷ আমি ভরে দিতে এসেছি ৷ ভরে দিয়ে চলে যাবো ৷
.
আমিও রম্য লিখি, মোটিবেশন দিই, হরেক রকম গল্পকথা লিখি কিন্তু আমার যা বলা দরকার তা হলো এই সমাজের নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষদের নিয়ে ৷ হয়তো বলতে পারিনা কিন্তু আমি চাই আমার কলম আমার ননুর মতো হোক, অসঙ্গতি দেখলে টাস্ করে দাঁড়িয়ে যাবে ৷
.
আমার বিদ্যা ননুবিদ্যা ৷ সময় মতো না দাঁড়ালে সেই জ্ঞান আমার কাছে কেবলি ধ্বজভঙ্গ বিজ্ঞান ৷
.
পৃথিবীর বুকে আমি একমাত্র বাংলাদেশী লেখকদের দেখেছি যারা আসলে হাফ লেডিস ৷ চুড়ি নিয়ে গল্প লিখে ৷ ওম্মারেম্মা কত শত গল্প ৷ প্রিয়ার সেই চুড়ি ধর্ষকদের হাতের যৌনতায় কট্ কট্ করে ভেঙ্গে গেলে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় ৷ ঐ টার মতো তাদের কলমও নেতিয়ে যায় ৷
.
লেখক ট্যাগের মায়েরে বাপ ৷
.
ঢাকায় চিকিৎসাধীন ক্যানসারে আক্রান্ত বাবা। তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও ঢাকায় অবস্থান করছেন। আর বাড়িতে একা অবস্থান করছিল নবম শ্রেণির ছাত্রী হিরামনি। একা পেয়ে তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে!
.
শ্লার পুতরা আজকে যদি তোরা এটা নিয়ে কিছু না লিখোস, সবগুলারে আনফ্রেন্ড করমু ৷
.
লক্ষীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের ঐ মেয়েটার ভাই আমি ৷ আমার বোন ধর্ষিত হয়েছে ৷ আমি বিচার চাই ৷ ক্ষতিপূরণ চাই ৷ প্রতিকার চাই ৷ সব বোনদের নিরাপত্তা চাই ৷ নাহলে একদিন সব সেলেব্রেটির পোনে আগুন লাগাতে চাই ৷

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৪৩

বিজন রয় বলেছেন: খবরটি দেখেছি সকালে উঠেই।

কোন ভাষায় প্রকাশ করা যায় না।

আপনার রাগ বুঝতে পারছি।

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: একটা লীড নিউজ হলেও দরকার ছিলো ৷

২| ১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্রিকেট প্রেমী হয়েও ইন্ডিয়ান ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের বাবা তার খেলা দেখতে তেমন আসতো না কারণ তিনি ভাবতেন তার ছেলে তার বাবাকে ভিআইপি গ্যালারিতে দেখলে সে প্রেসার অনুভব করবে যার প্রভাব তার খেলায় পরবে! - আপনার ঐ পোস্টটা ফেইসবুকে পড়েই ব্লগে এলাম। এ পোস্টটা পড়ি নি। ওটা পড়তে পড়তে যেমন ইন্সপায়ার্ড হচ্ছিলাম, শেষের দিকে যেয়ে আবেগাপ্লুত হচ্ছিলাম, চোখের কোনা এখনো ভিজা।

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৪২

আবদুর রব শরীফ বলেছেন: এভাবে বলে না দাদা ৷ এসব গল্প আসলে সবার মধ্যে থাকে জাস্ট কেউ বললে মনে পড়ে সেজন্য চোখে জল আসে ৷ গল্পের কারিগর আর গল্পের নায়ক কিন্তু ভিন্ন জিনিস ৷ আপনারা গল্পের নায়ক ৷

৩| ১৩ ই জুন, ২০২০ সকাল ১১:৫১

নতুন বলেছেন: মানুষ কতটা অমানুষ হলে এমনটা করতে পারে। :(

ধষকরে খুজে মেরে ফেলা হউক। X((

১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: আমি এসব বিষয়ে ক্রসফায়ারের সমর্থক ৷

৪| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ষকদের ক্রশফায়ার চাই।
এ মহামারী কালেও যাদের
বিবেক দংশিত হয়নি তাদের
প্রকাশ্য ফাঁশি চাই।
ধর্ষীতার নাম ঠিকানা প্রকাশ
করা ঠিক হয়নি শরীফ ভাই।

৫| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৯

আল ইফরান বলেছেন: এইসব অমানুষদের জন্য শত বছরের ক্ষয়ে যাওয়া ফৌজদারি আইনের ডিউ প্রসেস ফলো করা গুরুত্ত্বপুর্ণ বলে মনে করি না।

৬| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই আপনার বর্ননাগুলো আরেকটু শালীনভাবে দেয়া যেতো। যার ওপর ভিত্তি করে লেখছেন সেটার একটা সুত্র দেয়া যেতো। দুনিয়ার অন্যান্য দেশেও ধর্ষন হত্যা হয়। সেগুলো নিয়েও অনেকে লেখেন। তাদের লেখাও আন্দোলিত করে।

আবেগ দিয়ে অশ্লীলতা এবং শিল্প হীন দোষোয়াল ভাষা কোনো আবেদন সৃস্টি করে।


এমন লেখার পোস্টদাতাও যদি নিজেকে লেখক দাবী করেন তাহলে বলতে হয় এরাও হারিয়ে যাবে দুদিন পর কচুরীপানার মতো

৭| ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে শব্দ চয়ন ঠিক আছে।

৮| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:১৫

নেওয়াজ আলি বলেছেন: মানুষ জানোয়ার হতেও অধম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.