নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কলম এবং ডিম থেরাপির গল্প

০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

যে দেশে মুক্তিযোদ্ধারা সব রাজাকার ট্যাগ নেওয়া উচিত,
.
ফরমালিনমুক্ত ফল খাচ্ছেন, বাহ্, মনে রাখবেন এগুলো মাহবুব কবির মিলনদের যুদ্ধের ফসল ৷
.
ইদানিং হোটেলে খেতে গেলে যদি মনে হয় মরা মুরগী লাফ দিয়ে উঠতেছে, মনে রাখবেন তার পেছনের মানুষটাকে সততার পুরষ্কার স্বরূপ ওএসডি করে দেওয়া হয়েছে ৷ প্রাপ্ত থেকে ভরপ্রাপ্ত ৷
.
হয়তো ট্রেনে কালোবাজারি থাকতো না ৷ ভোটার আইডি কার্ড দিয়ে ভ্রমণ করতে হতো ৷ লস থেকে লাভের মুখ দেখতো একটি সংস্থা ৷ তা আর যদি না হয় মনে রাখবেন মিলনরা আর সেখানে নেই ৷
.
এই বাংলার বুকে কোন এক সরকারি কর্মকর্তা বলেছিলো, 'মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দশটা অফিসার দেন আর একটু ক্ষমতা দেখবেন দেশ পাল্টে যাচ্ছে ৷' এমন বলার আর কার হেডাম আছে? তার পুরস্কার তিনি পেয়ে গেছেন ৷
.
আর একটা সরকারি আমলা দেখান যার কথা কাজে জনগন একাত্ম পোষণ করেছে? তিনি একজন ই ৷ এক হাড় ভাঙ্গা বুড়োর গল্প ৷ একটা সুযোগ তাকে দিতে পারেন নাই তবুও কিছু বলিনি আমরা ৷ তবে, এভাবে অপমানিত করিয়ে, তার দেশ পাল্টানোর ইচ্ছের মূল্যায়ন করতে পারলেন ৷ তবে কি দেশ পাল্টে দেওয়ার নিয়তে মুক্তিযোদ্ধারা সব কি রাজাকার ছিলো?
.
তুই রাজাকার? না আমি রাজাকার ৷ প্রশ্ন আজ মনে মনে ৷ স্লোগান উঠুক আবারো শাহবাগে, মাহাবুব কবির মিলন, তুই রাজাকার ৷ তুই রাজাকার ৷
.
মুক্তিযোদ্ধারা কেউ যদি আজ বেঁচে থাকে যদি তার প্রতিবাদ না করে তবে মনে রাখবেন, অস্ত্র হাতে নিলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না ৷ মাহবুব কবির মিলনদের মতো যে দেশ আগলিয়ে রাখবে সে ই মুক্তিযোদ্ধা ৷
.
কাগজের সার্টিফিকেট দিয়ে যদি মুক্তিযোদ্ধা হওয়া যায় তাহলে চোররা সব মুজিব কোটা পরা শেখ মুজিব কেনো হবে না!
.
কোন এক প্রজাতি একসময় বাঘ ছিলেন আজ বিড়াল ৷ এমন তো হয় না ৷ বাঘ তো বাঘ ই থাকে ৷ বিড়াল বিড়াল ই ৷ কোন এক সকালে তো শুনিনি বাঘ বিড়াল হয়ে বন ছেড়ে বাসার সামনে এসে ম্যাঁও ম্যাঁও করেছে ৷ তবে কিসের এতো ম্যাঁও ম্যাঁও আপনাদের!
.
চুপ করে থাকেন কেনো ৷ কিসের এতো ভয় ৷ একাত্তরে বুলেটের আঘাতেও হয়তো এই জীবন হয়ে যেতো ক্ষয় ৷
.
কোথায় ডাক্তার ইমরান, লাকী, সুখন, সুমন, টেন মিনিটের ভাষ্যকাররা! প্রতিবাদ উঠে না কেনো ঘরে ঘরে ৷ কোন এক বিচারক বলেছে, 'সেদিন ভোরে' তার প্রতিবাদরূপে ঘুরছিলো কেনো চারদিকে, 'সেদিন ভরে'
.
আজ আমি বাঙ্গালী জাতিকে ভরে দিতে চাই ৷ যে শ্লা নিশ্চুপ থাকবে তারে আরো জোরে ভরে দিতে চাই ৷ রাজাকার হয়ে নব্য মুক্তিযোদ্ধা দাবীকারীর টুটি ছিঁড়ে দিতে চাই ৷ কোন সে সুশীল আজ কবিতা লিখে ৷ গল্প গড়ে প্রেমিকার শাড়ির ভাঁজ খুলে ৷ একুশ নেমে এলে, সে আবার লেখকও ট্যাগ নেয় ৷ ভাবি, আস্ত ট্রফিটা ডিমের সাইজে বানালে কি ক্ষতি হয় ৷
.
প্রেমের গল্প লিখে কোন সে লেখক হাজার লাইক নিয়ে গেলে? লুতুপুতু রম্য লিখে জাতি হাসালে ৷ লাইকের চিহ্নটা কেনো রকেটের মতো দেখতে হলো না হায় ৷ তবে কি আমাদের বুড়ো আঙ্গুল শেষ ভরসা হয়ে রয় ৷ তবে ওটাই দিলাম ৷ লেখকের তরে আছে যতো সুশীল সমাজ ৷ তসলিমা, সুলতানা কামাল, লেন্দু, আজাদ, সোহাইল, শাহাদাত আরো যারা তোমাদের কলমের দিকেও তাকিয়ে থাকবো সারা দিন ৷ নাহলে কলমও রকেটের মতো দেখতে সাইজ....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আজ মনে হয় আপনার মন মেজাজ বিক্ষিপ্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.