নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নাই মামার চেয়ে কানা এরশাদ ই ভালো ছিলো ৷

২৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

এরশাদের মৃত্যুর পর জাতি আবিষ্কার করেছিলো, এরশাদই প্রথম মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি ঘোষনা করেছিলেন ৷
.
হঠাৎ সমালোচনা ভুলে সুর উঠলো, পল্লীবন্ধু এরশাদ আর নেই.........!
.
চারদিকে, দেশে রাষ্ট্র ধর্ম ইসলামের ঘোষক এরশাদ আর নেই ৷
.
এরশাদের জন্য হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছিলেন কাদের ৷
.
প্রথমে ভাবলাম ওবায়দুল কাদের পরে দেখলাম জিএম কাদের ৷
.
সেদিন প্রথম জানলাম এরশাদ চাচা উকিল হতে চেয়েছিলেন ৷
.
জেনেছিলাম তার পছন্দের খাবারগুলো,
.
কেউ কেউ বলছিলো মোদের স্বৈরশাসক ই ঢেড় ভালো ছিলো ৷
.
আরো চোখে পড়েছিলো, স্বৈরশাসক হলেও এরশাদ জনগণের ভোটেই সংসদে এসেছেন বারবার ৷
.
যোগাযোগ ব্যবস্থায় এরশাদের অবদান অবিস্মরণীয় ইত্যাদি ইত্যাদি ৷
.
কে যেনো বলেছিলো, গণতন্ত্রের স্বৈরশাসকদের চেয়ে সেনা শাসক খ্রাপ না,
.
ঐ দিকে, এরশাদের ছেলেমেয়েরা কে কোথায়? এমন নিউজও চোখে পড়তে লাগলো,
.
কেউ বলেনি, সেদিন কত মেয়ে প্রেম হারা হয়েছে, কত স্ত্রী স্বামী হারা!
.
মৃত মানুষদের দোষ বলতে নেই! সে স্বৈরশাসক হলেও আজ মরে যাওয়ার পর খলিফা ওমরের মতো ন্যায়বান কারো কারো চোখে,
.
আসলে বলতে এসেছি, এরশাদ একটা বিষয় দেখিয়ে দিয়েছিলেন কিভাবে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসতে হয়!
.
লোকটা সত্যি এদিক দিয়ে এতো খ্রাপ না, আমি বলতে চাচ্ছি, এরশাদ সত্যি আইডল ৷
.
কারণ, সে অন্তত অন্যদের মতো গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে ফিরে যাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে পেরেছিলেন!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৬

সাসুম বলেছেন: বিশ্ব বেয়াহা এরশাদ ইজ লাভ ফর বোথ আম্লীগ এন্ড বিম্পি

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



জুতার কারখানার চাকুরী করে মুচিরা

৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: তবে শেষ বয়ছে সকাল বিকাল একেক সময় একেক কথা বলে তার যা সুনাম ছিলো তাও নষ্ট করেছিলো...

৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ইদানিং আপনাকে ব্লগে কম দেখি কেন?

৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৫৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার গুরুর পথ ধরেই দ্বিতীয় স্বৈর শাসক হয়েছিল।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে একজন ভালো মানুষের এতই অভাব পড়লো যে লুচ্চা, লাফাঙ্গা, বেহায়া, লম্পট ও দুর্নীতিবাজ স্বৈরাচারী লেজে হোমো এরশাদকে দিয়ে রাষ্ট্রধর্ম প্রচলন করতে হলো ? যে লোক মসজিদে গিয়েও অবলীলায় মিথ্যা কথা বলতো ! কোন পীরের দোয়ায় যার বৃদ্ধ স্ত্রী সন্তান জন্মদানও করে ফেলেছিলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.