নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সে এখন ভালো রিক্সা চালক/

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৪১

এক ছেলেকে জানি সে ভালো ক্রিকেট খেলতো ৷ এখন সে ভালো রিক্সা চালায় ৷ যেদিন কোন এক শুক্রবারে ছোট ছোট তিন ভাই বোনকে রেখে তার বাবা মারা যায় সেদিন থেকে সে ব্যাটের হেন্ডেল ছেড়ে রিক্সার হেন্ডেল ধরেছে
.
নায়ক হওয়ার স্বপ্ন বুকে ধারণ করা ছেলেটির গল্প আলাদা ৷ সে এখন সরকারি কর্মচারি ৷ কোন একটি টেবিলে ফাইলের স্তুপে তার স্বপ্ন আটকে গেছে
.
মিছিলে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির স্বপ্ন একটু বেশীই ছিলো ৷ একদিন সে নিজেই স্বপ্ন হয়ে গিয়েছে ৷ আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী !
.
এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটি যার কিনা স্বপ্ন ছিলো সালমান খানকে বিয়ে করবে সে আজ ঘরছাড়া ! কি এক যাদুমন্ত্রে পাঁচ ফুট এক ইঞ্চির কৃষ্ণকায় ছেলেটির জন্য সে দিশেহারা
.
একসময় এলাকাবাসীর স্বপ্ন জুড়ে থাকা মেধাবী ছেলেটিকে দেখি তিন রাস্তার দাঁড়িয়ে মাতলামি করছে ! সে এখন মস্ত বড় ক্যাডার !
.
এগুলো এক একটি স্বপ্ন ভঙ্গের গল্প...
.
যার চুলায় আজ ভাত উঠেনি তাকে তুমি ফাইভ স্টার হোটেলের বারবিকিউয়ের স্বপ্ন দেখিয়ে লাভ নেই
.
তাকে এক মুঠো চাল কিভাবে জোগাড় করবে সে স্বপ্ন দেখানো দরকার
.
স্বপ্নেরও একটা লিমিট থাকা দরকার ৷ রাত ঘুমে সে ভুল করে তুমি হয়ে চলে আসে ৷ স্বপ্ন কি জানে না তুমি অন্যের বুকে মুখ লুকিয়ে স্বপ্ন দেখছো ?
.
স্বপ্ন ভাঙ্গার শব্দের কম্পন ২০০০ ডেসিবলের কম নাহলে প্রতিদিনকার লক্ষ কোটি স্বপ্ন ভাঙ্গার আওয়াজে ঘুমাতে পারতো না কেউ
.
স্বপ্নভঙ্গ গল্পের ত্রিশ লক্ষ শহীদের কান্নার আওয়াজ তুমি শুনতে কি পাও ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১১:৩২

কলাবাগান১ বলেছেন: শিবির এর ছায়াতলে থাকারাই ত্রিশ লক্ষ শহীদের স্বপ্নভঙ্গ এর কান্নার আওয়াজ পায়... তারা ৩০ বছর পরেও স্বাধীনতাকে খুজে খুজে হয়রান ....তারা খালি চোখে চাদে মানুষকে দেখতে পায় কিন্তু এত বড় অর্জন টা কে চোখের সামনে দেখতে পায় না!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.