![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আমার পকেটে এক টাকা না থাকলেও কাউকে বলি না। আবার লাখ টাকা থাকলেও কাউকে বলি না। আমার বিশ লাখ টাকা লোন থাকলেও কাউকে বলিনা। না থাকলেও বলি না। আপনি যখন কাউকে এসব বলবেন তখন ব্যক্তিত্ব হারাবেন।
জীবন খুব সহজ। পকেটে ৬ টাকা থাকলে ডার্বি খাবেন। আর ১৮ টাকা থাকলে বেনসন আর না থাকলে আকিজ বিড়ি!
মনে রাখবেন, আপনি ঘুরে গেলে আপনার বেনসন কিংবা ডার্বি খাওয়া ইতিহাস হবে না। ইতিহাস হবে কেবল আকিজ বিড়ি টানাটা।
নিউজ আসবে, 'আকিজ বিড়ির আলোয় পড়ালেখা করে সে আজ এতো সফল' ।
শাহরুখ খান যখন অন্য বেডির বল নিয়ে খেলে সে হয়ে যায় স্টার। আর আপনি বল খেলতে গেলে হয়ে যাবেন লুইচ্চা।
মডেল খুইল্লা দিলে বলে উত্তাপ ছড়াচ্ছে। আর পাশের বাসার সখিনা একটু ফলো করে খুলতে গেলে বলে নষ্ট হয়ে গেছে।
ফাইভ স্টার হোটেলে মদ খেলে সেটা ট্রেন্ড আর মদ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উস্ প্রাইমারী স্কুলের গেটে লেপটা মেরে শুয়ে থাকলে আপনি হয়ে যাবেন মাতাল।
সুন্দরীরা বগল তলা উঁচু করে এক হাতে আপনার সাথে ছবি তুললে আপনি হুট করে হয়ে যাবেন হাসনাত কিংবা সারজিস। আর যদি পাবলিক সিএনজিতে সেইম ললনা বলে, ভাই আরেকটু চাপিয়ে বসেন। আনকমপোর্ট লাগছে। তখন কেবলি আপনি একজন সাধারণ ভবঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যে স্বপ্ন দেখতো গোলাম রাব্বানি হবে। বঙ্গবন্ধু কেমনে বাথরুমে বসে সেইটা খুঁজে এনে বাংলাদেশ গরম করে দিবে। ওদিকে একবার যদি জননেত্রীর চোখে পড়ে তাহলে ক্যারিয়ার সফল।
তখন গান হবে। ছাত্রলীগের ভাইরাল হওয়া শেষ সংগীত সন্ধ্যার সুরে, 'আকিজ বিড়ি আমি খাওয়া ছেড়ে দিয়েছে শুনছো? এখন আর কেউ বেনসন খাওয়া আটকাতে পারবে না। রাস্তার যত সস্তা টংয়ে, বন্ধ ফুটপাথে.... /'
অতপর কোন একদিন যদি দেখেন, সারজিস আর হাসনাতের সাথে কেউ সেলফি তুলতে আর আসছে না। কিংবা শিবির দেখলে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে। সেদিন ফয়সালা হয়ে যাবে কিংবা গেছে। কে কিংবা কারা টিকে থাকতে পারে অথবা পারবে। এই জন্য আমি শিবির সাপোর্ট করি। কিন্তু আমি ওদের কেউ না।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৪
আজব লিংকন বলেছেন: অনেক গভির চিন্তাভাবনা। অনেক বিষয় ভাল লেগেছে।
"আর না থাকলে আকিজ বিড়ি!" কিভাবে আকিজ বিড়ি ফ্রী নাকি ?
"আমার পকেটে এক টাকা না থাকলেও কাউকে বলি না। আবার লাখ টাকা থাকলেও কাউকে বলি না। আমার বিশ লাখ টাকা লোন থাকলেও কাউকে বলিনা। না থাকলেও বলি না। আপনি যখন কাউকে এসব বলবেন তখন ব্যক্তিত্ব হারাবেন।"
"আমি শিবির সাপোর্ট করি। কিন্তু আমি ওদের কেউ না।"