নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সঠিক ইতিহাসে জানতে হলে মেজর ডালিমকেও আমলে নিতে হবে

০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯

সঠিক ইতিহাস জানতে হলে যেমন আপনাকে মেজর ডালিমের বক্তব্যকে আমলে নিতে হবে তেমনি ‌শেখ মুজিবের বক্তব্যও নিতে হবে।

আপনি একজনের ১৭ বছর একই ওয়াজ করা বক্তব্যকে বাইবেল আর মেজর ডালিমের বক্তব্যকে উড়িয়ে দিয়ে তা তসলিমা নাসরিন 'ক' বইয়ের মতো ভাববেন তাহলে আপনি মিথ্যেবাদি।

আমাদের সবার লক্ষ্য হলো চুল ছেঁড়া বিশ্লেষণ করে সঠিক ইতিহাসটা বের করে ‌আনা। কেউ যাতে বলতে না পারে দেশটা কেবল আমার বাবার অথবা স্বামীর।

প্রতিটা তথ্য থেকে শুরু করে প্রতিটা আলামত ই গুরুত্বপূর্ণ। কেনো মানুষ মিষ্টি বিতরণ করেছিলো তা ও খতিয়ে দেখা এখন সময়ের দাবী।

কখনো কারো পক্ষ নিয়ে ইতিহাস জানতে গেলে, ইতিহাসের অনেক পাতা ই ছিঁড়ে ফেলতে হবে একপক্ষকে জয়ী করতে গিয়ে। কিংবা অনেক পাত সংযোজন করতে হবে প্রতিপক্ষের সাফাই গাইতে।

মেজর ডালিমের যে বিষয়টি ভালো লেগেছে, সে যেমন শেখ মুজিবের বিরুদ্ধে বলেছে তেমনি মেজর জিয়ার শপথ ভঙ্গকেও সুন্দরভাবে অকপটে বলে গেছে। কারো তাবেদারি করেছে বলে মনে হয়নি তবে জামাতের বেপারে কোন শব্দ উচ্চারণ করেনি তা নিয়ে জল ঘোলাটে হবে এটাই স্বাভাবিক।

তবে তিনি যে বিষয়টিতে ঐক্যমত ছিলো সেটা হলো ভারতের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে সেই শুরু থেকে এখুনি অব্দি আমরা পরীলক্ষিত করেছি।

মাওলানা হামিদ খানের উক্তি বিষয়টিকে আরো ৫০ বছর খানেক আগে ক্লিয়ার করেছিলো, "পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়।"

মতভেদ বিবেদ মত পথ অনৈক্য থাকতেই পারে, কিন্তু ভারতকে যা দিয়েছি তা কখনো সে ভুলতে পারবে না এমন উক্তি কি বিষয়টিকে আরো সাপোর্ট করেনি? কেনো বলতে পারলো না, ভারত থেকে যা পেয়েছি, সেটা বাংলাদেশ কখনো ভুলবে না?


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১২

নতুন বলেছেন: মেজর ডালিম নতুন কিছু বলেন নাই।

উনাকে হিরো বানানোরও কিছু নাই।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪

অপু তানভীর বলেছেন: মেজর ডালিম আর যাই হোক হিরো নন। সে তার বই অনেক আগে থেকেই এই কথা বলেছে। নতুন কিছু না। তার বই পড়লে আপনি আরও ভাল ভাবে বুঝতে পাড়বেন তার কথার অনেক স্থানেই অসঙ্গতিপূর্ন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জাতির সেরা কুলাঙ্গার সন্তান।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫০

পবন সরকার বলেছেন: ১৫ই আষ্টের জন্য মেজর ডালিমও ইতিহাস

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪

নীল আকাশ বলেছেন: নতুন বলেছেন: মেজর ডালিম নতুন কিছু বলেন নাই। উনাকে হিরো বানানোরও কিছু নাই।
উনাকে কে হিরো বানাবে? স্বাধীন বাংলাদেশে উনার চেয়ে বড় হিরো আর কে আছে?
উনি যদি দেশ রক্ষায় ভারতীয় দালাল খতমে না ঝাঁপিয়ে না পড়তো এতদিনে দেশ সিকিমের মতো হয়ে যেত।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে দেখি সবাই পুরাতন কাসুন্দি নিয়ে বিজি। :(

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৮

পুরানমানব বলেছেন: ইতিহাস চাপা থাকে না। মেজর ডালিম হিরো ছিলো, আছে,থাকিবেন স্পিসিফিকালি বাংলাদেশ প্রেমীদের কাছে, ভারতের দালালদের কথা ভিন্ন। নতুন প্রজন্মের কাছে মজু গুন্ডার প্লাজু নতুন করিয়া খুলিয়া দিয়েছেন তিনি আবার সাথে মেজর জিয়ার চাপা প্যান্টও হালকা করিয়া টান মারছেন।
বিপ্লবীরা এমনি হইয়া থাকে। তাহার বই আগেই পড়িয়াছি, তবে এইবার এমন সাহসী বীরের নিজ মুখ হইতে এমন কথা গুলো শুধু আমি নহে, লক্ষ্য লক্ষ্য মানুষ এক যোগে শুনিয়া দালাল মুজিবের ওপর আবারো ঘৃন্না ছুড়িয়া দিয়াছে।
ইলিয়াস অনলাইন এ ভালোই ছাগল চাষ করিতেছে, সেইসব ছাগলদের দিয়া দেশের সামান্য হইলেই উপকার হইতাছে। গত ১৬ বছরে হাসিনা অফ লাইনে অনেক গরুর চাষ করিয়াছিল। সেই গরুগুলান না দিয়াছে দুধ না গোস্ত। শুধু খাইছে আর হাম্বা হাম্বা কইরা গেছে।এখনো হাম্বা হাম্বা করিয়া যাইতেছে। দুঃখিত লম্বা মন্তব্যের জন্য।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৪

পুরানমানব বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে দেখি সবাই পুরাতন কাসুন্দি নিয়ে বিজি।
এতদিন কাসুন্দির বোতল দেখিয়া আসিয়াছিল, এবার বোতলের মুখ খুলিয়াছে তাই ঝাঁজ বাহির হইয়াছে। :D

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১০

আরোগ্য বলেছেন: রাত থেকে কয়েকবার ব্লগে এসেছি কিন্তু দেখলাম কেউই এ বিষয়ে পোস্ট করেনি। স্বাভাবিক ব্লগে তথাকথিত সুশীল মুক্তমনা বেশি যে।

ধন্যবাদ পোস্ট করার জন্য।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৫

নতুন বলেছেন: নীল আকাশ বলেছেন: নতুন বলেছেন: মেজর ডালিম নতুন কিছু বলেন নাই। উনাকে হিরো বানানোরও কিছু নাই।
উনাকে কে হিরো বানাবে? স্বাধীন বাংলাদেশে উনার চেয়ে বড় হিরো আর কে আছে?
উনি যদি দেশ রক্ষায় ভারতীয় দালাল খতমে না ঝাঁপিয়ে না পড়তো এতদিনে দেশ সিকিমের মতো হয়ে যেত।


বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা মেজর ডালিমের না। তিনি সাথে ছিলেন মাত্র।

আর সিকিম বানানোর পরিকল্পনা থাকলে ইন্দিরা গান্ধী ১৯৭১ এই সেনা রেখে দিতেন বিভিন্ন বাহানাতে।

শেখ মুজিবুর রহমানের স্বাসনামলে যথেস্ট দূনিতি হয়েছে, তাকে সরানো দরকার ছিলো কিন্তু তার পরিবারের সবাইকে হত্যা করে, ৪ নেতাকে জেলের ভেতরে হত্যা করে বিষয়টাকে নস্ট করে ফেলেছে।

একটা পরিবারের সবাইকে হত্যা করার মতন জিনিস কোন কিছুর বানানাতেই সমর্থন করা যা য়না।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

কাঁউটাল বলেছেন: ব্যংক ডাকাতের দল জীবিত থাকলে, বাকশাল কনটিনিউ করলে ..............................

কুত্তার পেটে যেমন ঘি সয় না, বেকুব বাংগালীর মনে তেমনি সত্যিকারের স্বাধীনতা সয় না।

মেজর ডালিমরা না থাকলে আজকে বাংলাদেশই থাকত না।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০১

কামাল১৮ বলেছেন: ঠিকই বলেছেন,চুল ছেড়া বিশ্লষণ করতে হব।ডালিমদের ছালতোলা বিশ্লেষণ করলে কাজ হবে না।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২

রিফাত হোসেন বলেছেন: নতুন বলেছেন:

বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা মেজর ডালিমের না। তিনি সাথে ছিলেন মাত্র।

আর সিকিম বানানোর পরিকল্পনা থাকলে ইন্দিরা গান্ধী ১৯৭১ এই সেনা রেখে দিতেন বিভিন্ন বাহানাতে।

শেখ মুজিবুর রহমানের স্বাসনামলে যথেস্ট দূনিতি হয়েছে, তাকে সরানো দরকার ছিলো কিন্তু তার পরিবারের সবাইকে হত্যা করে, ৪ নেতাকে জেলের ভেতরে হত্যা করে বিষয়টাকে নস্ট করে ফেলেছে।

একটা পরিবারের সবাইকে হত্যা করার মতন জিনিস কোন কিছুর বানানাতেই সমর্থন করা যায়না।
----+

একমত

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪২

রাকু হাসান বলেছেন:


সমস্যা হচ্ছে বাকশালীরা এটাই বুঝতে চাই না । বলার অপেক্ষা রাখে না , ইতিহাসের নির্মোহ বিশ্লেষণ করতে সবার বক্তব্য শোনা জুরুরি। চেপে রাখলে কিংবা কোন কিছু অপ্রকাশিত রাখলে ,মানুষ নিষিদ্ধ জিনিসকেই সত্য বলে অনেক সময় ধরে নেয়। ইতিহাস নিজ গতিতে চলুক। তর্ক বির্তক থাকবে। ইলিয়াস ৫০ বছর পরে যেভাবে জাতির সামনে আনলো সেটাই এক ইতিহাস । জাতি সব জানুক,সিদ্ধান্ত নিক নিজের মত করে। ভাবছিলাম আপনার কথাগুলো ,আপনি লিখলেন । ধন্যবাদ ।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৫৩

অধীতি বলেছেন: সময়ের পরিবর্তনের সঙ্গে ইতিহাসের চেপে রাখা সত্যগুলো এভাবেই চলে আসতে থাকে।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ডালিম খুনী।
উনার কথা সিরিয়াস নেওয়ার কিচ্ছু নাই।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০

কাঁউটাল বলেছেন: ডালিম হিরো, এতে আমার অন্তত কোন দ্বিমত নাই। মুজিবের মতো ফেরাউনের বংশকে নির্বংশ করতে পারা যে কত বড় কাজ, সেইটা হাসিনার ১৫ বছর দেখেই তো বুঝি।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৩ লাখে ৩ মিলিয়ন তাহলে কি ৩,০০,০০০=৩০,০০,০০০?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.