নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
হ্যালো সিলেট, আপনাদের বলছি। জ্বি আপনাদের। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সিলেটে ১৯ বছর টানা তাফসির মাহফিল করেছেন।
.
এক মাইকওয়ালা সেই মাহফিলের প্রায় সব মাইক নিজে বিনামূল্যে ইসলামের খেদমতে দিতেন।
.
আপনাদের মনে আছে কি না জানি না। সেই মাহফিল একবার হুসাইন মোহাম্মদ এরশাদ হতে দেননি। তিনি আজ কোথায় আছেন? কবরে।
.
প্লেন থেকে নামতে দেননি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে। যাকে কোরআনের পাখি বলা হয়।
.
সেই খবর সেদিন যখন মাইকওয়ালার কানে গিয়েছিলো, সিলেটের মাটিতে কোরআনের মাহফিল হবে না কিংবা হতে দেওয়া হবে না শুনে সঙ্গে সঙ্গে তিনি দুঃখ সইতে না পেরে হার্ট ফেইল করে মারা গিয়েছিলেন।
.
আল্লামা সাঈদী সাহেব কেঁদে কেঁদে তার জন্য দোআ করে গেছেন। আল্লাহ দুইজনকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।
.
আজ সেই সিলিটে আজহারী সাহেবের মাহফিলে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো। সেই কষ্ট বুকে নিয়ে আজহারী সাহেব বলতে বাধ্য হয়েছেন, মাহফিলে বাঁধা সৃষ্টি করা ছিলো আবু জেহেলের কাজ। মোনাজাত কোন রকমে শেষ করে চলে আসলেন।
.
মাহফিলের প্রতি এই অশ্রদ্ধা কখনো মানা যায় না। প্রিয় সিলেটবাসী, এর বিচার আপনাদের হাতে দিয়ে গেলাম।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫১
নতুন বলেছেন: আজহারী বর্তমানে কোরানের পাখি হিসেবে প্রচারনা পাবেন।
নির্বাচনের আগে তিনি ইসলাম কায়েম করতে জামাতী চেতনায় উদ্ভুধ হয়ে জামাতে যোগ দেবেন।
তখন জামাতে ইসলাম কিভাবে দেশপ্রেম ইমানের অঙ্গ হিসেবে আমল করতে গিয়ে সাচ্চা পাকিস্থানী হিসেবে দায়ীত্ব পালন করেছে সেই কাহিনি বয়ান করবেন।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
বাকপ্রবাস বলেছেন: আজহারীর কারনে অনেক মা বোনেরা সিরিয়াল বাদ দিয়ে টিউবে ওয়াজ শুনছেন
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: আজহারী ওয়াজ করুন। সমস্যা নাই। উনি যদি আসলেই ভালো মানুষ হয়ে থাকেন তাহলে ওয়াজ করে টাকা নিতেন না। নবীজি ধর্ম প্রচার করে টাকা নেন নাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সাঈদী-আজহারী দলীয় বক্তা। তাদের বিরোধীরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করবেই।