নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সীমালঙ্গনকারী কখনো ইসলামের হতে পারে না

০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৩

বাংলাদেশে ই'সলামী রাষ্ট্র গঠন সম্ভব না কিংবা প্রশ্নই উঠে না। এমন টাইপ জবাব দিলেন মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ ‌আলম ‌।

কিছুদিন আগে শুনেছি উনি হি'জবুত তাহেরীর সদস্য। এখন মনে হচ্ছে উনি মূলতো ই'সলাম বিদ্বেষী না হলেও অনন্ত ইসলামপন্থী না।

প্রিয় মাহফুজ আলম সাহেব আপনি এই স্টেটমেন্ট দিয়ে বে'য়াদবি করেছেন । আমাদের সাথে না বরং স্বয়ং সৃষ্টিকর্তার সাথে কারণ সর্বক্ষমতার মালিকের অবস্থাব ক্বফ এবং নুনের মাঝখানে । কু'ন ফা'য়াকুন। হও বললেই হয়ে যায়।

আমরা হয়তো কো'রআন সু'ন্নাহকে যেভাবে আঁকড়ে ধরার কথা সেভাবে না ধরতে পারার কারণে মহান মালিকের অনুগ্রহ কিংবা সাহায্য পাচ্ছি না। সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি এই বাংলায় সর্বশক্তিমানের রাজত্ব চলবে না কৌশলে এই বিষয়টি বলে সীমালঙ্গন করেছেন। আর সীমালঙ্গনকারীর জন্য রয়েছে দূর্ভোগ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৭

রোবোট বলেছেন: এখন কি তৌহিদী জনতা গিয়ে ওনার বিচার করবে?

২| ০২ রা মার্চ, ২০২৫ সকাল ১১:৩১

নতুন বলেছেন: বিশ্বে সুধু মাত্র সৌদি আরবে ইসলামী স্বাসন আছে। তারাও আধুনিক হচ্ছে।

বাংলাদেশে ই'সলামী রাষ্ট্র গঠন সম্ভব না কিংবা প্রশ্নই উঠে না।

ঠিকই বলেছেন তিনি।

৩| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৮

অধীতি বলেছেন: সে তার চাওয়াটা বলছে। সে বলেছে "ইসলামী রাষ্ট্রের রাজনীতি নয়, চাই গণতান্ত্রিক রাষ্ট্র" এদেশের অনেকেই ইসলামী শাসন ব্যবস্থা চায় না। খেলাফত প্রথায়ও অনেক জালিম শাসক ছিল, খুনোখুনিও ছিল। সুতরাং ওটাও যে সার্বজনীন এটা ঠিক না।

৪| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.