নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে বিজয়ে...

০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

মানুষজন মনে করে আমার শিবিরে স্টেক্ আছে। অনেকে দেখলাম মনে করছে আমার বৈষম্যবিরোধী আন্দোলনে স্টেক্ আছে। এক এক জন এক এক ভাবে মনে করে আমার বিভিন্ন জায়গায় স্টেক্ আছে। ভাই বিশ্বাস করেন, আমার সাথে বৈষম্যবিরোধি আন্দোলনের কোন নেতার সাথে পরিচয় নেই ফেসবুকের বাহিরে। এমন কি চবি কিংবা বাংলাদেশের কোন শিবির নেতা আমাকে চিনবেই না।

বৈষম্যবিরোধি আন্দোলনের কোন পোগ্রামে আমি কখনো স্বশরীরে এটেন্ডও করিনি। তবে কয়েকটি মিছিলে আমি ছিলাম কারণ আমার সামনে দিয়ে সেগুলো যাচ্ছিলো।

তাদের নিয়ে আমার যে অবস্থান সেটা সব সময় সহাবস্থান। বাস্তবে একটু আগেও আমার সামনে দিয়ে একজন নেতা চলে গেছে। তার সাথে ভার্চুয়ালি আমার যোগাযোগ হয় কিন্তু বাস্তবে কেউ কাউকে চিনে না এমন। আমি চেহারা দেখে বুঝি উনি অমুক।

আমার কিছু বিশ্বাস আছে। আমার কিছু লক্ষ্য আছে। মিলে গেলে মনে করি সে আমার বন্ধু। সামুতে ১০ বছরের ব্লগিং জীবনে যে যতভাবে নিন্দা করুক না কেনো আমার দৃষ্টিতে যেটা সত্য সাবলীল মনে করেছি সেটা বলে গিয়েছি। বলে যাচ্ছি।

অনেকে বলে আমি লেখালেখি ছেড়ে দিয়েছি। যারা বলে তারা আমার পাঠক শ্রেণি হয়ে উঠেছিলো। তাদের মনে আমি নতুন বীজ বপন করার সংকল্প নিয়ে কাজ করি। আমি কিছু সত্যের সন্ধান পেয়েছি। এই সমাজে সেগুলো স্টাবলিশড করা খুব দরকার।

আমি মনে করি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন ই'বলিশকে একটি চ্যালেঞ্জ দিয়ে । জীবনের সর্বোচ্চ স্তরে তার আইন বাস্তবায়ন করার চ্যালেঞ্জ। ইন্না কা আলা, মানে মহান মালিকের স্থান যেমন সবার উপরে, বাস্তব জীবনেও তার প্রয়োগ সমাজ, রাষ্ট্র কিংবা পৃথিবীর সর্বোচ্চ জায়গায় হবে।

যারা এটার জন্য জীবন বাজি রাখবে তারা তার প্রিয় বান্দা। এই বুজটা হয়তো আপনারও আসবে। এই জন্য আপনাকে সব মত পথের বক্তব্য শুনে তার নির্যাস বের করে এনে উপলব্ধি করতে হবে।

সেটাই আমাদের সবার লক্ষ্য হোক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ৮:৫২

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

২| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.