![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
খে'লাফতের জন্য যদি সত্যিই হি'যবুত তাহরী আন্দোলন করে তাহলে আমিও হি'যবুত তাহরীর পক্ষ নিবো।
কোন পথ, কোন পথ? খে'লাফত খে'লাফত
মু'সা আ. কে যখন বলা হলো, ফেরাউনকে ই'সলামের দাওয়াত দাও। তখন কিন্তু নবী বলেন নি, ফে'রাউন অনেক শক্তিধর। বরং বলেছিলেন, হে প'রওয়ারদেগার আমার বক্ষকে প্রসারিত করে দাও। আমার কথাকে সহজবোধ্য করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও। যাতে সবাই আমার কথা বুঝতে পারে।
যাই হোক ফেরআউনকে সে ই'সলামের দাওয়াত দিলো। ফেরআউন মানলো না। বরং যু'দ্ধ শুরু করলো। তাকে তাড়াতে গিয়ে ফেরাউন ডুবে মরলো । ডুবিয়ে কে মেরেছে? পরমকরুণাময়। কারণ তিনি অবশ্যই আপনি যদি তার দ্বী'ন কায়েমের জন্য সত্যি কাজ করেন তার সাহায্য আসবেই।
মূ'সা পরে তার কওমকে যখন বললো, পরমকরুণাময় শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের যু'দ্ধ করার জন্য বলেছেন। তখন কিন্তু তারা বলেছিলো, তুমি আর তোমার মালিক গিয়ে যু'দ্ধ করো। শুধু দুইজন লোক ছাড়া।
ঐ দুইজনের মধ্যে একজনকে আল্লাহ পরে নবী করেছেন। তার হাত দিয়ে যু'দ্ধে মু'সলিমরা জয় লাভ করেছিলো। সেই যুদ্ধে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়ে আবারও সাহায্য দিয়ে জয় লাভ করিয়েছেন।
ব'দরের যু'দ্ধে মুসলিমদের শুধু আটটি ত'রবারি ছিলো। দুই তিন জনের বিপরীতে একটি ঘোড়া কিংবা উট ছিলো। যে উঠতে পারেনি সে হেঁটে গেছে যু'দ্ধকরতে। জয় কার হয়েছে?
এখানেও সাহায্য এসেছিলো। আ'ল্লাহর দ্বী'ন বাস্তবায়নের জন্য আপনি যদি নামেন, বিপরীত পক্ষ যত শক্তিশালী হোক না কেনো যদি আপনার নিয়ত সহী থাকে তাহলে আপনি মরলে শ'হীদ বাঁচলে গাজী। হারানো কিছু নেই।
বিষয়টির ফয়সালা আপনার মনের উপর। আপনি চেয়েছিলেন কি না? সর্বোচ্চ চূড়ায় আ'ল্লাহর আইন প্রতিষ্ঠিত করার লড়াইটি। না মনে মনে বলেছিলেন, ওরা অনেক শক্তিধর। তুমি আর তোমার পরওয়ারদেগার গিয়ে যু'দ্ধ করো গিয়ে।
২| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:১৭
নিমো বলেছেন: ছোটবেলায় কি পড়েন নাই, নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয়।
৩| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৯
নাহল তরকারি বলেছেন: হিজবুদ তাহরীর মনে হয় সতন্ত্র ধর্ম।
৪| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৯
ধুলোপরা চিঠি বলেছেন:
ইসলাম শান্তির ধর্ম, ইয়েমেন, সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান ও গাজায় শান্তি উপছে পড়ছে।
৫| ০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
কামাল১৮ বলেছেন: এটা একটা মিথ্যা প্রচার।বরং কোরান হাদিসে বলা আছে ইসলাম সত্য ধর্ম।সত্য ধর্ম আর শান্তির ধর্ম এক না।
৬| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১২:৩৫
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: কামাল১৮ , ইসলাম আর সালাম দুইটা শব্দের ধাতুই এক। আর যখন একই ধাতু থেকে একাধিক শব্দ বের হয়, তখন দুটোর অর্থের মধ্যে সংযোগ থাকে।
৭| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ধুলোপরা চিঠি বলেছেন: ইসলাম শান্তির ধর্ম, ইয়েমেন, সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান ও গাজায় শান্তি উপছে পড়ছে।
৮| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৪
Ruhin বলেছেন: সিরিয়া,ইরাক কোনসময় ইসলামিক ছিল । এরা তো বাংলাদেশ থেকে অনেক ওপেন। ইরাকের মতো বাংলাদেশে কোন জায়গায় শর্ট স্কার্ট, স্লিভলেস ড্রেস পড়ে রাস্তায় হাটে? সিরিয়ায় তো ক্লিভেজ দেখানোও নরমাল ছিল । আসাদের পতনের পর পাল্টিয়েছে।
৯| ০৮ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩
গেছো দাদা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:০৩
সৈয়দ কুতুব বলেছেন: হিজবুত তাহরীরের পতাকার রং কেন গেরুয়া? এরকম পতাকা ইসকন সদস্যদের মধ্যে দেখেছি ! এরাও কি ভারত নিয়ন্ত্রিত কোন গ্রুপ নাকি?