নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এমন হলে বউ হবে সবচেয়ে বড় চাঁদাবাজ

০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

এক দল আরেকদলকে প্রশ্ন করছে, আপনাদের টাকার উৎস কি? জাতীয় নাগরিক পার্টি বলেন কিংবা ছাত্র শিবির কেউ এ‌ই প্রশ্নের উর্ধ্বে নয়।

ভালো লাগছে বিষয়টি। কিছু দিন আগেও কেউ কাউকে এই প্রশ্ন করতো না। কিংবা মাথায় আসতো না। এটাই ২৪ এর স্বাধীনতা। স্যালুট। স্বচ্ছতা জবাবদিহিতার সংস্কৃতি তৈরী হচ্ছে।

শিবির এই বিষয়ে বলছে তাদের কর্মী থেকে শুরু করে, সাথী, সদস্য, শুভাকাঙ্ক্ষী সবাই অনেকটা বাধ্যতামূলকভাবে বায়তুল মাল দিতে হয়।

আমি নিজেও একটা সময় চ.বি. কলেজে থাকতে বায়তুল মাল কালেক্ট করতাম। সুতরাং অনেকে যারা বিষয়টিকে চাঁদা হিসেবে তুলে ধরতে যেভাবে উঠে পরে লেগেছেন বিষয়টি সেই রকম না।

যতটুকু মনে পড়ে, যেমন ধরেন আমি আমার স্কুলের জনৈক স্যারদের থেকে বায়তুল মাল নিতাম কিন্তু তারা সবাই জামায়াত সাপোর্ট করতো এমন।

আমি নিজেও যদি পকেটে উদ্ধৃত থাকলে বায়তুল মাল দিতাম। সেটা সর্বোচ্চ ৫ টাকা কিংবা ১০, ২০, ৫০ টাকা । তখনি আমি প্রশ্ন করেছিলাম বায়তুল মাল কোথা থেকে দিবো? সেই সময় এক দায়িত্বশীল বলেছিলেন, দুই একদিন টিফিনের নাস্তা জমিয়েও দিতে পারো।

এরপরে যখন থেকে ঘটনাচক্রে তাদের সাথে আমার যোগাযোগ তেমন হতো না, তখন থেকে আজ অবধি শিবিরের কোন দায়িত্বশীল আমাকে বলেনি যে, শরীফ সাহেব আমাদের বায়তুল মাল দিন্।

এখনকার অবস্থা জানি না। তবে শিবির চাঁদা নেয় না। এটা আমি কাছ থেকে দেখেছি। কেউ শিবির কিংবা জামায়াত সাপোর্ট করলে কেবল তাদের থেকে প্রত্যাশা করে।

কোন ছাত্রলীগ নেতা বলতে পারবে? শিবির তার থেকে বায়তুল মাল চেয়েছে? না দিলে পিঠিয়েছে? বলতে পারবে না।

ওরা একটা রশিদ ধরিয়ে দেয়। রিকুয়েস্টে করে। এটুকুই। এভাবে করে বাংলাদেশের সব মাদ্রাসা চলে। এটাকে চাঁদা যারা বলে তারাই চাঁদাবাজী সাপোর্ট করে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৩

ধুলোপরা চিঠি বলেছেন:



দুনিয়ার হাবিজাবি সবই ব্লগে ঢালছেন কেন? লিখতে না'জানলে অন্যদের লেখা পড়েন।

২| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীর সকল দেশেই রাজনৈতিক সংগঠনগুলি মানুষের দেয়া চাঁদা, দান ইত্যাদিতে চলে। যারা এই বিষয়ে প্রশ্ন করে তারা নির্বোধ।

৩| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:০২

নিমো বলেছেন: @সাড়ে চুয়াত্তর, তাহলে আর নূতন রাজনৈতিক সংস্কৃতি, নূতনত্বের অমুক তমুক গাল-গল্পের দরকার কী?

৪| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ নিমো - গালগল্প না শুনি। সময় বলে দিবে ছাত্ররা জনগণকে কী দিবে। নতুন রাজনৈতিক সংস্কৃতি বলতে এমন রাজনৈতিক পরিবেশ বুঝাবে যেখানে পেশীশক্তি রাজনীতির চালিকা শক্তি হবে না, পরিবারতন্ত্র থাকবে না, দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজী, চাঁদাবাজি, গুম, খুন, হাতুড়ি পেটা, হেলমেট পার্টি থাকবে না। দেখা যাক তারা কী করে। একটু ধৈর্য ধরি আমরা। আশা করি তারা ভালো করবে। আপনার অবশ্য সেটা ভালো লাগবে না।

৫| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৭

নিমো বলেছেন: আপনি দেখি অন্তর্যামী হয়ে গেছেন।কিছু কাজ আল্লাহর জন্যই থাক না। খোদকারি নাই বা করলেন।

৬| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪৭

নিমো বলেছেন: @সাড়ে চুয়াত্তর

৭| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১২:১১

জনারণ্যে একজন বলেছেন: @ সাড়ে, এই প্লাটফর্মের বিশিষ্ট জ্বিন বিশারদ হিসেবে আপনার কাছে জিজ্ঞাসা, এই চাঁদা-দান-খয়রাত ইত্যাদির কি আদৌ কোনো দরকার আছে? জ্বিন মারফত গুপ্তধন-ফুপ্তধনের খোঁজ-খবর নিলেই তো ল্যাঠা চুকে যায়।

এই যে গুলিস্তানে গুপ্ত-রোগের ওষুধ বইলা হাবিজাবি বিক্রি করে; ব্যাটারা জানেও না, কি ধন্বন্তরির খপর আপনার কাছে আছে।

দেশে গেলে পদধূলি নিতে যাবো আপনার কাছে - এক মাইয়ার বয়স নিয়াও বড়োই পেরেশানিতে আছি।

৮| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: উফফ .।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.