![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
এই ছবিটি মোনালিসার মতো। আপনি যদি জামায়াত সাপোর্ট করেন তাহলে আমির মহোদয়কে দেখতে পাবেন। আর যদি ডক্টর ইউনুসকে দেখতে চান তা ও পাবেন। আমার বউ চুলের দিক থেকে আমাকেও খুঁজে পেয়েছে। নাসির উদ্দীন হোজ্জাতো আছেই। একজন মন খারাপ করে বললো, ভাই দাঁড়ি টুপি পাঞ্জাবীর ভীড়ে আমি কি আসিফ নজরুলকে খুঁজলে তাকেও পাবো? অবশ্যই পাবেন। কারিগর শ্রদ্ধেয় আইন উপদেষ্টা ভ্যানের পাশে ক্লান্ত পরিশ্রান্ত অবসান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এমনে এমনে এসব ক্লাসিক ছবি তৈরী হয়ে যায় না।
২| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১১:১৮
ধীবধির বলেছেন: আমিতো সালমান সাহেবকেও খুঁজে পেলাম। তবে ফখ্রুল সাহেব কিংবা তারেক সাহেব দোষ কি করলেন?
আর পাজামা না পরে সুলতানী পেটিকোট পরলে হয়তো গোলাপী ভাবী অথবা হাসু আপাকেও খুঁজে পাওয়া যেত।
আমরা আমাদের মোনালিসার ভাস্কর্য পেয়ে গেছি।
আর বগার দলের কাতুকুতু কেবল মঙ্গল শোভাযাত্রায়।
দাঁড়ি টুপি হলেই বাহ বাহ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: !
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩৮
নিমো বলেছেন: মাথা ন্যাড়া আর ঘোল ঢালা থাকলে, চুমু বাবাকে আরও সুন্দর লাগতো। হা!-হা.