![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
হুজুর খুতবা দিচ্ছেন। ঈদ গা ময়দানে কিছু তেলবাজ, নব্য পা চাটা যারা নিজেদের ২৪ সালের স্বাধীনতার একজন মনে করতেছেন তারা মসজিদে এসেও এসব শুরু করে দিয়েছেন। আওয়ামী লীগ তো মসজিদে এসে এমন তেলবাজী করেনি। আপনারাতো এক ডিগ্রী ছাড়িয়ে গেছেন। আসিফ মাহমুদ কি জয়া আহসান নাকি?
দ্বিতীয় স্বাধীনতা বলার আগে নিজেদের দ্বিতীয় সংস্করণ তৈরী করুন। এমন ব্যক্তিত্ব দিয়ে বিশ্বতো দূরের কথা, নিজের দেশেরও মাথা উঁচু করাতে পারবেন না।
১৭ বছরের তেলবাজির ইতিহাস যাদের কিছু শেখাতে পারেনি তারা আর কোনদিন বাস্তবতা শিখতে পারবে বলে মনে হয় না।
লজ্জা হয়না তোমাদের? এতো নির্লজ্জ কেনো তোমরা! আসিফের সাথে ছবি তুলে আপলোড করলে তুমি কি আসিফ হয়ে যাবে?
ইবাদাতের জায়গায় সেলফি তোলার জন্য এমন লোভী না হলে কি হয়না! বাহিরে কি ফুল বাগানের অভাব পড়েছে?সকাল সকাল মেজাজটা ই খারাপ হয়ে গেলো এসব দেখে।
©somewhere in net ltd.