নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমরা এমন লোভী কেনো?

১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:১৩

সেদিন দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি দুই নং গেইটে দাঁড়িয়ে আছে। ড্রাইভার আর কার সাথে যেনো কথা বলতেছে। আগের ভিসি কিংবা প্রোভিসি হলে চামচারা এতক্ষণে তার জুতো কান্ধে নিয়ে ফেলতো ।

কারণ তারা জানে জুতা বগল দাবা করে নিলে হয়তো কয়েকজনকে চাকরি দেওয়া যাবে। আর না হলে কয়েকটা টেন্ডার পেলে কেল্লাফতে।

চারদিকে এতো চামচা কেনো থাকে জানেন? কিছু সুবিধা পাওয়ার জন্য। সুবিধা পাওয়া না গেলে চামচ ই সবার আগে কিক্ মারে।

জ্বি হুজুরটা আরে ধুর্ হতে দেরী লাগে না। এই যে আজকে নারায়ণগঞ্জের বিএনপি নেতার মুক্তিতে অথচ অনেকে বলছে সন্ত্রাসী, কিন্তু হাজার হাজার মানুষের যে ঢল কি প্রমাণ করে?

বাঙ্গালী স্বার্থ আছে জানলে কিংবা সুবিধা পাবে জানলে পাপকেও বাপ ডাকা শুরু করে দিবে। আপনি যতগুলো খু'ন্ করেন না কেনো পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিবে আপনাকে। অনেক কসরত পেরিয়ে মিছিল কিংবা জটলা ডিঙ্গিয়ে সামনে এসে সেলফি তুলবে। সেগুলো ফেসবুকে আপলোড করে ভাব নিবে, আমি নব্য হনু!

এরচেয়ে লজ্জার আর কি হতে পারে। খু'নি, ডাকাত, চাঁ*দাবাজদের সঙ্গ পেতে আমরা মরিয়া। এরচেয়ে দুর্ভাগ্য একটি জাতির জন্য আর কি হতে পারে!

২৪শের স্বাধীনতা আমাদের কি এটা শিক্ষা দিয়েছে? একজন শীর্ষ সন্ত্রাসীকে এভাবে ঢোল পিটিয়ে বরণ করে নেওয়া!

ছবিতে একজন নিঃসঙ্গ ইয়াহিয়া স্যার এবং জন নন্দিত জাকির খান।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন: বংগভবন লুটপাটের পর নতুন করে আর কিছু বলার নাই।এই জাতি এখন চরম লোভী।তারা আন্দোলন করে লুটপাটের জন্য।

২| ১৪ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কামাল১৮ বলেছেন: বংগভবন লুটপাটের পর নতুন করে আর কিছু বলার নাই।এই জাতি এখন চরম লোভী।তারা আন্দোলন করে লুটপাটের জন্য।

গাজার আন্দোলনেও তা দেখা গেছে।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৫

নাহল তরকারি বলেছেন: টাকা। টাকা। টাকা। বউ টাকা চায়। শ্যালা শ্যালি টাকা চায়। শালির জামাই শ্বশুর বাড়িতে বেশী খরচ করলে আমার ইজ্জত চলে যাবে। তাই দরকার টাকা।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী হজ্ব করতে গেলেও, সুযোগ পেলে চুরী করবে।

৫| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৯

Aivon বলেছেন: Tired of opening too many tabs to access different writing and research tool websites? We understand your frustration, so view this link provides One-stop Writing Assistant: Humanize AI Text(Get 100% Human Score);ChatPDF;Essay Writer;AI Cover Letter;Grammar Checker…
Save yourself time, energy, and frustration with our range of helpful products.
Humanize AI: view this link

৬| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৮

এইচ এন নার্গিস বলেছেন: এই আন্দোলন লুটপাটের ।

৭| ১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: গতকাল মাওয়া রাস্তায় গেলাম। সুন্দর রাস্তা। শেখ হাসিনার কথা মনে পড়লো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.