![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
আজকের এই বিশেষ দিনে নাহিদ ইসলাম ঠিক সকাল ৯টায় উঠে দেখলেন, সোশ্যাল মিডিয়া ভরে গেছে শুভেচ্ছাবার্তায়। কেউ লিখছে "আমাদের ভবিষ্যতের নায়ক", কেউ বলছে "নেক্সট লিডার"।
চা হাতে বারান্দায় দাঁড়িয়ে নাহিদ ভাবছেন, "হুম... প্রধানমন্ত্রী হলে প্রথম কাজ হবে — দেশের সব অফিসে দুপুর ২টার মধ্যে ছুটি ঘোষণা করা!" আর কী চাই? সবাই খুশি, নাহিদও খুশি!
তারপর মনস্থির করলেন — রাস্তাঘাটের জ্যাম কমানোর জন্য হেলিকপ্টার ট্যাক্সি সার্ভিস চালু করবেন। তবে শুধু জন্মদিনে ফ্রি! সারা বছর ভাড়া দিতে হবে। নাহিদ তো আর পুরোপুরি 'দরবেশ' নন!
দুপুরে জন্মদিনের কেক কাটার সময়ও ঘোষিত হলো তার নতুন ম্যানিফেস্টো —
১. বাসায় ঢুকেই ওয়াইফাই কানেকশন স্বয়ংক্রিয়ভাবে মিলবে।
২. টেস্ট পরীক্ষা আর থাকবে না — সবাই পাস!
৩. আর সবচেয়ে জরুরি ঘোষণা — প্রতিটি শহরে আলাদা আলাদা "বার্গার মন্ত্রণালয়" থাকবে!
বন্ধুবান্ধবরা হেসে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু কে জানে? আজকের এই নাহিদই যদি একদিন সত্যি সত্যি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, তখন হয়তো দেশবাসী সত্যি বার্গার মন্ত্রকের মন্ত্রী নিয়োগের জন্য লাইনে দাঁড়াবে!
শুভ জন্মদিন, নাহিদ ইসলাম! আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তোমার কল্পনায় এখনই ভরপুর — সামনে এগিয়ে যাও, দেশ তোমার দিকেই চেয়ে আছে (আর বার্গারও)
২| ২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: শুভ জন্মদিন নাহিদ ।
৩| ২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০২
যামিনী সুধা বলেছেন:
চিরিং মাছে গল্প?
৪| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৬
কামাল১৮ বলেছেন: রাজাকারের বাচ্চাদেরই এখন স্বপ্ন দেখার সময়।
৫| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৭
নিমো বলেছেন: তা নির্বাচিত নাকি নির্ধারিত? দেশের নামে প্রজা ভালো লাগে না। কিন্তু পদে মন্ত্রী ভালো লাগে। ছবিতে পাতি ছ্যাঁচড়ার সাথে প্রধান ছ্যাঁচড়া
৬| ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুভ জন্মদিন, দেশের ভবিষ্যৎ অগ্রনায়ক নাহিদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৪
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: বার্গার !!!!!!!!