নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইউনুস স্যার বলেছিলেন, কখনো সুযোগ হেলায় হারাতে নেই ।

২৩ শে মে, ২০২৫ রাত ১:৫২

মূল কথায় আসি, ডক্টর ইউনুস পদত্যাগ করবে না। এটা দিবালোকের মতো সত্য । স্যার এখন সবার দৃষ্টি উনার দিকে নিয়ে এসেছেন। এটা সবাই জানে এবং মানে ডক্টর ইউনুস মাথার উপর আছে বলেই মাথার উপর একটা আস্থার জায়গা আছে কিংবা ইন্ডিয়ার মতো খেলোয়ারকে অনায়াসে খেলে দেওয়া যাচ্ছে । যার সাথে আওয়ামী লীগের মতো বিশাল একটা শক্তি রয়েছে। তার চেয়ে বড় কথা, ১৭ বছরে লুট করা ১৮ লক্ষ কোটি টাকার ফান্ড ওদের হাতে।

রাষ্ট্রপতি ওদের, পুলিশ প্রশাসন ওদের, সেনা প্রধান ওদের। আমলা কামলা সবই আগের । কিন্তু কোন কিছু কাজ হচ্ছে না কারণ এমন একজন মানুষ রাষ্ট্রের প্রধান যে আগেই বিশ্বকাপ খেলে এখন কলা বাগান ক্লাবে খেলতে এসেছে।

সামনে কি হবে জানেন? সেনা প্রধান এখন যে একটু বেশী বকবক করছে সেটা আর করবে না। ডক্টর ইউনুস যেটা বলে সেটাই হবে। কারণ নচেত একটা পদত্যাগের আতংক কাজ করবে সবার মাঝে।

ডক্টর ইউনুস সেই মানুষ যে মেসির মতো। মনে আছে? বিশ্বকাপের ফাইনালে মেসির শেষ বিশ্বকাপ গুঞ্জন উঠেছিলো । এবং ফাইনালে উঠেও সেইবার কাপ নিতে পারেনি । সবাই ধরে নিয়েছিলো, এখানে লিজেন্ডের বিদায় ।

কিন্তু না, সেই মেসি গত বিশ্বকাপ জয় করে নিয়েছে । যেভাবে হোক জয় করে নিয়েছে। তারপর সেটা কোলে করে একদিন ঘুমিয়ে গেছে। পরের দিন সেটা পুরো পৃথিবীর সবচেয়ে বড় নিউজ হয়েছিলো।

ডক্টর ইউনুসের সাথে আমার এক ভাই কাজ করতো। জাবেদ ভাই । একদিন ডক্টর ইউনুস ওনাকে ডেকে বললেন, 'তোমাকে খুঁজি কিন্তু পায়না । শুনো তুমি লুকিয়ে থাকো আমার কাছ থেকে কিন্তু মানুষের জীবনে সুযোগ বার বার আসে না। অনেকে সুযোগ পেয়ে অবহেলায় হারায় । তুমিও হারাচ্ছো' ।

উনি এই সুযোগ নামক জিনিসটা সামান্য অভিমানে হারানোর পাত্র না । সুতারং ভয় পাবার কিছু নেই। তবে হারামজাদাগুলোকে চাপে রাখতে হবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৫ ভোর ৪:৫৬

কামাল১৮ বলেছেন: উনি সুযোগ সন্ধানী কিন্তু এইবার বুঝি পদটি হারাবেন।প্রণটিও হারানোর সম্ভাবনা আছে।

২| ২৩ শে মে, ২০২৫ ভোর ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যে পদেরই অস্তিত্ব নেই তারা আবার কিসের ত্যাগ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.