| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুর রব শরীফ
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
তার আগে গেস করুন কে ছাত্র আর কে শিক্ষক!
কার্টেসি চবিয়ান
আমার অভিমত,
এভাবে ট্রল না করে বলুন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস, শিখছি দিবা রাত্র।
ছাত্রদলের অনেকেই আমার ব্যাচমেট আছে। অথচ আমার কেডিএস এক্সিসোরিজে চাকরির বয়স ১০ বছর শেষ হবে আগামী মাসের ফেব্রুয়ারির ৬ তারিখে।
ছাত্রজীবন শেষ করে তারও ১০ বছর পার করেছে বিশ্ববিদ্যালয়ে, কেবল দলকে ভালবেসে। শিখে গেছে পুরো জীবন দিয়ে। অথচ আপনারা তাদের নিয়ে ট্রল করছেন?
জগতের তামাম মোটিভেটর লেস্ ব্রাউন, টনি রবিমস্ থেকে শুরু করে পিটার লিনস্ কিংবা নেপোলিয়ন হিল্ থেকে শুরু করে রবার্ট কিয়োসাকি অথবা বেঞ্জামিন গ্রাহাম, সবাই বলে গেছে, Every day is School day সেখানে বয়সের কারণে শিখতে চাওয়া ছাত্রদের চাচা ট্যাগ দেওয়া কতটুকু অপমানের যা কেবল আমরাই বুঝি।
প্রবাদ ভুলে গেছেন, Old is Gold কিংবা পুরনো চাল ভাতে বাড়ে! এসব?
অভিজ্ঞতার মাইর নেই, এটা কি আমার শিখানো বুলি? ম্যাচুরিটি আসতেও তো সময় লাগে। বয়স লাগে।
থিংক পজেটিভ, আউট অব দি বক্স। অথবা, নজরুলের যৌবনের গান প্রবন্ধে পাবে, বার্ধক্য বয়সে না। মনে। আমরা নবীন, আমরা তরুণ, আমরাই ছাত্রদল।

©somewhere in net ltd.