![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এ বছর সর্বাপেক্ষা সহনশীল জাতি হিসাবে জাতি সংঘ থেকে কোন পুরস্কার পেতে পারি কি ? নতজানু জাতি হিসাবে প্রতিনিয়ত তিরস্কৃত হচ্ছি আমরা। কিসের ভয় আমাদের? আমরা তো বীরের জাতি, ৭১-এ পাকিস্তানের মত পরাক্রমশালীদের পরাজিত করেছি। কিন্তু আজ ভিনদেশী একজন প্লেয়ারের আপরাধের লজ্জা ঢাকতে, তার খায়েশ মেটাতে আমাদের একজন প্লেয়ারকে সাজা পেতে হলো আর আমরা মেনে নিলাম। তাই রাঙ্কিং এ ৭ নম্বরে থেকেও ২ নাম্বার রাঙ্ক এ থাকা দলকে লজ্জাজনকভাবে হারাতে এতটুকুও বুক কাপেনি টাইগারদের।
সোমালিয়ার জেনারেল আইদিদ মার্কিন সৈন্য মেরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখতো তেমনি আমাদের একজন সৈনিককে মেরে রক্তাক্ত করে হাতকড়া লাগিয়ে ছবি প্রচার করছে মায়েনমার আর আমরা ভাবছি "দেখিনা বেটা কি করে"। মায়েন্মার দুতাবাস মুখে কোন প্রতিবাদ হলো না। মায়েন্মারের রাষ্ট্রদূত কে ডেকে একটা ধমক দেয়া গেল না, তাকে বহিস্কারের দাবিও উঠলো না। এই কি না আমরা বীরের জাতি !!!!!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ রাত ২:২৮
মুসাফির... বলেছেন: খুবই লজ্জার বিষয়.।