![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ ট্রিবিউট টু গমরুল
= = = = = = = = =
গম কা খাজানা তেরা ভি হ্যায় মেরা ভি
ইয়ে নাজরানা তেরা ভি হ্যায় মেরা ভি
আপনে গম কো রুটি বানা কে খা লে না
রোগ পুরানা তেরা ভি হ্যায় মেরা ভি
পাব্লিক মুঝকো আউর মে পাব্লিককো সামঝাউঁ ক্যেয়া
ব্রাজিল থেকে আনা ....... তেরা ভি হ্যায় মেরা ভি
.।.।.।.।.।.।.।.।.।.।.। .।.।.।.।.।.।.।.।.।.।.।
বোনাস (এফ বি থেকে)ঃ
গমরুল সাহেব যে সেলুনে যান চুল দাড়ি কাটাতে সেখানে গেলেন।
নাপিতঃ স্যার আজকে সকালে কি গমের রুটি খাইসেন?
গমরুলঃ তা দিয়া তোর দরকার কি?
দ্বিতীয় দিন আবার গেলেন ঐ সেলুনে। যথারীতি নাপিত আবার জিজ্ঞাস করল
-স্যার আজকে সকালে কি গমের রুটি খাইসেন?
গমরুল সাহেবের প্রচন্ড মেজাজ খারাপ হলো।
একটু পর গমরুল সাহেবের নিরাপত্তারক্ষী নাপিতকে ধরে নিয়ে গেল। তাকে ভয়ভীতি দেখিয়ে জিজ্ঞাসা করল, ''এই ব্যাটা নাপিত স্যার সকালে গমের রুটি খাইসে কিনা সেইটা দিয়া তোর কি দরকার? তোর মতলব কি? কে তোরে এইসব জিজ্ঞাসা করতে বলছে?
নাপিতঃ স্যার, আমার কোন খারাপ উদ্দেশ্য নাই। গমের কথা শুনলেই উনার চুল দাড়ি খাড়া হয়ে যায়। আর তাতে আমার চুল দাড়ি কাটতে সুবিধা হয়। তাই জিজ্ঞাসা করি আরকি
pacman emoticon
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জগজিৎ সিং হলেন গায়ক আর এই গজলটির রচয়ীতা অর্থাৎ শায়ের হলেন শাহীদ কাবির।
জগজিৎ, গান গেয়ে তিনি জগৎ জিতেছেন। তার প্রতিটি গান আমার সংগ্রহে আছে। প্রায়'ই শুনি মনে হয় সৃষ্টিকর্তা পৃথিবীর সব বুকভাঙ্গা মানুষের মনের কথা তার কন্ঠে প্রথিত করেছেন।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
২| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই হাসতে হাসতে শেষ... কেম্নে পারেন এসব লিখতে? আজকে কোন গমের রুটি দিয়ে সেহেরী খাইছেন?
৩| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্যার, আমার কোন খারাপ উদ্দেশ্য নাই। গমের কথা শুনলেই উনার চুল দাড়ি খাড়া হয়ে যায়। আর তাতে আমার চুল দাড়ি কাটতে সুবিধা হয়। তাই জিজ্ঞাসা করি আরকি
গমকো গমছে মিলাকে ইয়ে ক্যায়া কর ঢালা..
আগার শহীদ কাদলী দেখতাতো
লিখতা- মার ডালা বাবুইনে মুঝে মার ডালা
১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
আপনার শায়েরীতে আমি মুগ্ধ।
৪| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯
শায়মা বলেছেন: নাপিতঃ স্যার, আমার কোন খারাপ উদ্দেশ্য নাই। গমের কথা শুনলেই উনার চুল দাড়ি খাড়া হয়ে যায়। আর তাতে আমার চুল দাড়ি কাটতে সুবিধা হয়। তাই জিজ্ঞাসা করি আরকি
হাসতে হাসতে মরলাম!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: জগজিৎ সিং মরেও অমর হয়ে আছেন...
আর...আপনার শায়েরি শুনলে হয়তো ...পুর্নজন্মও নিতে পারেন...
আর...আরও সুন্দর গম কা খাজানা তেরা ভি হ্যায় মেরা ভি....শুনাতেন।
ধন্যবাদ।