![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা লিটন, তুমি ফিরে এসো, তোমাকে হারানোর শকে দেশবাসি আজ শয্যাশায়ী । তোমার বাবা-মা পাগল প্রায় । আত্মীয় স্বজন তোমার পথ পানে চেয়ে দিন কাটাচ্ছে। তোমার বন্ধু বান্ধব ইলেকশনের সাথীরা দিনরাত তোমাকে খুঁজছে -ও কই। ওকি আর আসবে না ।" তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তোমার কোন অপরাধ নেই, তোমাকে কেউ কিছু বলবে না।
সুধী,
গত ০৩/১০/২০১৫ (ইং) তারিখ সকাল থেকে চল্লিশ ঊর্ধ্ব শিশু লিটনকে খুজে পাওয়া যাচ্ছে না। হারানোর সময় তার সাথে ছিলো খেলনা পিস্তল (লোডেড) ও একটি খেলনা গাড়ি (মার্সিডিজ)। জানা গেছে হারানোর কিছুক্ষন আগে সে তার খেলনা পিস্তল দিয়ে তার খেলার সাথি সৌরভের সাথে গোলাগুলি খেলতেছিল। কোন সহৃদয় বাক্তি তার খোঁজ পেয়ে থকলে সময় মত তাকে ফিডার দেওয়ার জন্য বিশেষ আনুরোধ রইলো ।
ইতোমধ্যে পুলিশ সাঁড়াশি আভিজান চালিয়ে বার্থ হওয়ায় বিদেশ থেকে এক বিশেষ ধরনের চিরুনি আমদানি করেছে আশা করা যায় খুব শিঘ্রই তাকে খুঁজে পাওয়া যাবে। এবং দেশবাসি শয্যা থেকে উঠে দাঁড়াবে।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দেশে যা কিছু ভালো হচ্ছে তার সবই আমজনতার অথচ সরকার এই আম জনতারে আম না খাওয়াইয়া গুলি খাওয়াইতেছে।
তুমি(লিটন) আরেক বার আসিয়া যাও মোরে কাঁদাইয়া ....
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
কলাবাগান১ বলেছেন: বাবরের মত মন্ত্রী লাগান, কালই জর্জ মিয়ার মত কাউকে ধরে আনবে......
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সামনের দিকে তাকান ।
কলাবাগানে গিয়ে লুকালে খবর দিয়েন।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
ইলি বিডি বলেছেন: ও বাহে, হাম্রা গুল্য খুঁজি পাতিসিনা, কন্টে যে নুকি আছে।
দারুণ!!! ধন্যবাদ .।.।.।.।.।।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১০
ইলি বিডি বলেছেন: ও বাহে, হাম্রা গুল্য খুঁজি পাতিসিনা, কন্টে যে নুকি আছে।
দারুণ!!! ধন্যবাদ .।.।.।.।.।।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পুলিশের কাছে এরা হলোমান/ মিঃ ইন্ডিয়া হয়ে যাই ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
হাসান মাহবুব বলেছেন: এই হারামীটারে ক্রসফায়ারে দেয়া হৌক।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ক্রসফয়ারটাও এখন এক প্রকার লিটন।
গেল নির্বাচনে তো ভোটারের দরকার হয়নি যে, পেশি শক্তি দেখে নমিনেশন দিতে হবে। একটা ভালো মানুষকে নমিনেশন দেওয়া যেতে পারতো, যে ভালো মানুষগুলো ভোটে দাঁড়ালে ভোট পায় না।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
আমি আবুলের বাপ বলেছেন: এইরকম অনেককেই এক সময় খুজে পাওয়া যাবে না।রাস্তার মোড়ে মোড়ে মোষ্ট ওয়ান্টেড পোষ্টার লাগানো হবে।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সেই ভয়ঙ্কর দিনের আশঙ্কায় ভুগি। আওয়ামী লীগ একটা সন্ত্রাস করা মানে আগামীতে এর চেয়ে আরেকটু বেশি সন্ত্রাস দেখতে হবে। এদেশে রাজনৈতিক সন্ত্রাস চক্রবৃদ্ধি হারে বাড়ে।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা,
পোষ্ট বটে একখান
মাষ্টার পিস;
দু'বার পড়ে দু'বারই দিলুম
হাতে তালি মুখে শীষ।
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ছন্দে ছন্দে দুলি আনন্দে । চমৎকার ছন্দ !!!!!!! ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই শিশূটিকে খুঁজে পাওয়া খুবই জরুরী!

নইলে খেলনা লোডেড পিস্তল দিয়ে আরও বহু শিশু হতাহত হতে পারে!
ভাঙ্গা চিরুনি অভীযানে না ধরা পড়লেও সৌদির কামরুলে মতো আমজনতার সহযোগীতা কামনা করছি। ফেসবুকে আপনার নিখোজ নিউজটা দিয়েছেন তো!
আশাকরি শীঘ্রই শিশুটিকে তার আপন লালঘরে দেখার আনন্দে জাতি আনন্দাশ্রু প্রবাহিত করিবে