![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়! কি ভুল করেছি জীবনে, ডিভি লটারির পিছনে না দৌড়াইয়া, বান্ধা মন লইয়া পোস্ট না কইরা যদি মুক্ত মন লইয়া পোস্ট কত্তাম। মণ্ডা আমার বিজ্ঞান মনস্ক হইলনা ক্যান? ক্যান ? (দেওয়ালে মাথা চটকানির ইমো হবে)। আমেরিকা যাওয়ার কত্ত বড় সুজগ আজ মাঠে মারা গেল।
আন্দোলনের ভাইয়েরা কোন ক্রাইতেরিয়া সেট কল্লে এক্টু জানাইয়েন, যেমন কয়টা হুমকি থাকা লাগবে। কোন কোন জঙ্গির হুমকি গ্রহণ যোগ্য হবে। কয়টা বিজ্ঞান মনস্ক পোস্ট থাইক্তে হবে ইত্যাদি।
আমি আজিই বিজ্ঞানের বৈ কিনুম। খুব খাইটতে হপে। জঙ্গির হুমকি খাইতে হপে। বিজ্ঞান মনস্ক পোস্ট দিয়া আমি আমেরিকা যামু।
ধর্মের বই দূরে থাক বিজ্ঞান বই মুক্তি পাক। আজ থেকে ধর্মের .......। সবে তো শুরু কল্লাম।
খবর ঃ ইসলামী উগ্রবাদীদের হুমকির মুখে থাকা বাংলাদেশী ব্লগার বা লেখকদের জরুরী আশ্রয় দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে আহবান জানিয়েছে তাকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশে ব্লগাররা।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ভাই কুলাকুলি বাদ দিয়া "হুমকি" দেন, আমার কাজে লাগবে।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
কল্লোল পথিক বলেছেন: হাছায় কইছেন
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ১০০% হাছা।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
কাবিল বলেছেন: আমিও যামু ------------
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হুমকি সংগ্রহ করেন, যে যত বেশী হুমকি পাবে তার সম্ভবনা তত বেশী।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
জুলহাস খান বলেছেন: আমিও যামু.........................
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হুমকি সংগ্রহ করেন, যে যত বেশী হুমকি পাবে তার সম্ভবনা তত বেশী।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
অগ্নি সারথি বলেছেন: দেওয়ালে মাথা চটকানির ইমোডা আমারো লাগপে!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
খোলা মনের কথা বলেছেন: ইসসসসসসসসসসসসস আমেরিকা যাওয়া এই চালানেও ফসকে গেল মনে হচ্ছে।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হতাশ হইয়েন না ভাই। বেশী বেশী বিজ্ঞান পড়েন আর পোস্ট দেন চেস্টফ করতে দোষ নাই।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: আপনি খাটাখাটি কইরা কিছু পোস্ট বানাইলেন বিজ্ঞান মনস্কের পিতা অজয় রায়ের উপদেশ নিয়া । আপনার পুরা লেখা হ্যাক হইয়া আরেকজনের আসল নামে গেল , তখন আপনি আউট অন্যজন আপ্নারে ধন্যবাদ দিব নিউইয়র্ক থেইকা। এরপর লেখার অপরাধে জঙ্গি আপনার আশপাশ দিয়া চাপাতি---------------------------
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হইতেও পারে। ভাই এইডার সমাধান কি? একটা উপায় বলেন, তাছাড়া আমার সমস্ত খাটনি জলে যাবে।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
Abu sofeaen বলেছেন: আম্রিকা যাইতে ফ্রি ভাবে কত টেকা লাগে নাকি ডলার
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জঙ্গির হুমকি আর বিজ্ঞান মনস্ক পোস্ট লাগবে।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
কলাবাগান১ বলেছেন: আজকাল আমেরিকান এম্বেসী ভিসা প্রত্যাসী দের সোসাল নেটওয়ার্কের পোস্ট ও ফলো করে!!!
পাকি কাপল ১৪ আমেরিকান কে মারার পর এই তথ্য বের হয়ে আসে।
অবশ্য ভিসা প্রত্যাসী না হলে চিন্তা নাই
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: সোসাল নেটওয়ার্কে হুমকি আর বিজ্ঞান মনস্ক পোস্ট পাইলে কি ভিসা ত্বরান্বিত হয়?
ইসলামিক পোস্ট পাইলে কি ভিসা মন্থর/বাতিল হয় ?
ভিসা প্রত্যাসীদের জন্য এটা জানা জরুরী।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
আমি আবুলের বাপ বলেছেন: যাক,আম্রিকা যাওনের একটা ভালো সুযোগ উন্মুক্ত হইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আম্রিকা যাওনের ইচ্ছা থাকলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর সাথে যোগাযোগ রাখেন আর হুমকি সংগ্রহ করেন।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
মানবী বলেছেন: জঙ্গীদমন না করে ভিন্ন দেশে মুক্তমনা এক্সপোর্ট করা কতোখানি যৌক্তিক সমাধান তা যুক্তরাষ্ট্র ভেবে দেখবে নিশ্চয়।
"হায়! কি ভুল করেছি জীবনে, ডিভি লটারির পিছনে না দৌড়াইয়া, বান্ধা মন লইয়া পোস্ট না কইরা যদি মুক্ত মন লইয়া পোস্ট কত্তাম।"
- তাহলে আপনার মন নিশ্চয় এখন অট্টহাসি হাসছে, যেমন বেঁধে রেখেছিলেন........! :-)
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বাংলাদেশে বাস করে আমেরিকার কাছে নিরাপত্তা চাই, এমনি সাহসী এরা !!!!! নিজের সরকারের কাছে নিজের মৌলিক অধিকার "নিরাপত্তা" চাওয়ার সাহস নাই। সরকার কি এতই ভয়ংকর ? তাহলে জঙ্গি আসলে কে ?
ঐ খবর শোনার পর থেকে হাস্তেই আছি।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হাসেন হাস্যকরই বটে।
বাংলাদেশে বাস করে আমেরিকার কাছে নিরাপত্তা চাই, এমনি সাহসী এরা !!!!! নিজের সরকারের কাছে নিজের মৌলিক অধিকার "নিরাপত্তা" চাওয়ার সাহস নাই। সরকার কি এতই ভয়ংকর ? তাহলে জঙ্গি আসলে কে ?
ঐ খবর শোনার পর থেকে হাস্তেই আছি।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
নেক্সাস বলেছেন: ধর্মের মায়েরে...................ভিসা কি পামু ওস্তাদ?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বলেছেন: আগে "..................." এই অংশ পুরুন করেন।
যথেষ্ট পরিমান জঙ্গির হুমকি আর বিজ্ঞান মনস্ক পোস্ট দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর সাথে যোগাযোগ করেন
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল বিজ্ঞান বই কুথায় পাওন যায় বলতে পারেন ? আমি আমেরিকা যাওয়ার এই চান্স কোন ভাবেই মিস করতে চাইনা !!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ভাল বিজ্ঞান বই আমিও খুঁজছি, পেলে জানাবো। সবাই আমেরিকা যাইতে চাই !!!!!
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমেরিকা কেন, অন্য দেশে যাক
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলো যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহবান জানিয়েছে আর ব্লগাররা তাদের ডাকে সাড়া দিয়েছে মাত্র।
......এদেরকে জিম্বাবুয়ে পাঠালে কেমন হয় !!!
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওরা কি বিজ্ঞানমনষ্ক নাকি? ওদেরকে তো আমার ছাগলমনষ্ক মনে হয়
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: প্রকৃত পক্ষে এরা ভিসামনস্ক
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
টোকাই রাজা বলেছেন: মুই তো টোকাই গো সর্দার, আমিও যাইতে চাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হুমকি টোকাইতে থাকেন যাওয়া হইলেও হইতে পারে ।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
চ্যাং বলেছেন: ওয়াউ। কি চান্স!!!!!!!!!!!!!!!!!!!
আইজকা দেখচি একডা বিজ্ঞানমনস্ক পোস্টু। হিঃ হিঃ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বিজ্ঞানমনস্ক পোস্টু দেক্লি হবে না লেক্তি হবে।
২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
মাঘের নীল আকাশ বলেছেন: বিজ্ঞানমনষ্ক জিনিষটা আসলে কী?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: খুব সম্ভবত "বিশেষ জ্ঞান বিশিষ্ট মন"।
২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইডা কি কল্লেন ভাই! ইট্টু আগে খপর দিবেন না! একলাই যাওয়ার তালে ছিলেন!
আহারে- আগের অল্পবিধ্য ভয়ংংকরি, বাচাল লুকডির লাইগ্যা মায়া লাগতেছে। তার না জানার কারণে জেবনের কত্ত বড় সুযোগ হারাইল!
আর মনে করেন উজুরগো জিগাই দেইখেন মানবে- ফেরাউন সারাদিন আল্লাহরে বাঁশ দিত আর রাইতের আন্ধারে তার কাছে কাকুতি মিনতি করত- আহা মালিক তুমিতো জানো তুমিই সব, আমিও জানি- কিন্তু ইডা কইলে মাইনষে আমারে রাজা মানপে কেন! তাই আমি নিজেরে খৌদা কই! তুমি মাইন্ড খাইওনা
ব্যাস খোদাতো রহম দিল! বারবার ক্ষমো কইরা দিত!
বিগগান মুনস্ক! ইসলাম, আল্লাহ নবিরে গাইল পারাগোও তেমনি রাইতে কানলেই চলপে!
আল্লাহগো ভিসাডার লাইগা তুমরাে গাইলাইছি! তুমিতো অন্তর্জামি সবই জানো,, ক্ষেমা কইরা দেও!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আল্লাহগো ভিসাডার লাইগা তুমরাে গাইলাইছি! তুমিতো অন্তর্জামি সবই জানো,, ক্ষেমা কইরা দেও!
........... ডিসক্লেইমার বেশ সুন্দর হয়েছে।
২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
টোকাই রাজা বলেছেন: মোর লগে যে আরো টোকাইরা আছে, ওগো লইয়া যাওন যাইবো!
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্যাপক ধারলো পোস্ট ভাই, জায়গামতো খোঁচা দিয়েছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
আরব বেদুঈন বলেছেন: ভাই দিলের কথা বললেল।আসেন কুলাকুলি
