![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যক্ষদর্শীর বয়ানে সব সময় শুনেছি ৬-৮ জন হামলাকারির কথা। সরকার থেকে দাবী করা হয়েছে কেউ পালিয়ে যায়নি। কর্তৃপক্ষ বলছে হামলাকারী মারা গেছে ৬ জন, কিন্তু লাশের ছবি প্রকাশ করছে ৫ জনের।
দেখা গেছে এই পাঁচ জনের মধ্যে একজন ওই রেস্টুরেন্টের কুক। তাহলে ৪জন জঙ্গি পাওয়া গেল। তাদের হিসাবেই আরও ২ জনের হদিস নাই।
কুক-এর ছবি ফোনে
আবার প্রকাশিত ভিডিও তে স্ট্রাইপ গেঞ্জিপরা টাক মাথা যে লোকটিকে দেখা যাচ্ছে তাকে দেশি বলে মনে হচ্ছে না। এই লোকটা জঙ্গিদের সাথে স্বাভাবিক চলাফেরা করছে। কে এই লোক ?????
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
২| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫
অশ্রুকারিগর বলেছেন: প্রশ্নের উত্তর দেবে কারা ?
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:৪২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: হুম ! যারা উত্তর দেওয়ার কথা তারাই প্রথমে আকাশ, বিকাশ দিয়া শুরু করছে, উত্তর পাওয়ার আশা ক্ষীণ।
৩| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে একমাত্র জঙ্গি ( বাংলাদেশের কাসাব) বেঁচে গিয়েছে তাকে যেন আবার মেরে না ফেলা হয়। সেই দিতে পারবে অনেক প্রশ্নের উত্তর...
০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: না, এখনি মারবে না। এইটা তাদের বলনে ওয়ালা তোতা। বলানো শেষ হলে তারপর ব্যবস্থা।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭
চলতি নিয়ম বলেছেন: একজন জন্গিরে কিন্তু মিডিয়া হিরু বানায় দিছে।
০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: প্রথমে আমিও একজনই হিসাব করছিলাম এখন দেখি দুইজন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯
আহলান বলেছেন: