নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...একজন ইমন জুবায়ের ভাই

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯



আমাদের অফিসের লাঞ্চ ফ্লোরে প্রায় প্রতিদিন দেখা হয় ব্ল্যাক ব্যান্ডের ড্রামার টনি ভাইয়ের সাথে। কখনও আগ বাড়িয়ে পরিচিত হইনি। তবে মাঝে মাঝে খুব ইচ্ছা করত টনি ভাইকে থামিয়ে একটা অনুরোধ করি,ভাই একটা অটোগ্রাফ যোগার করে দেন না, ইমন ভাইয়ের অটোগ্রাফ....



সেটা আর করা হয়নি। সামুতে ঢুকে প্রথমেই যার লেখা সন্ধান করি তিনি হলেন ইমন জুবায়ের। প্রথম প্রথম যখন ব্লগে আসতাম, ইমন ভাইয়ের লেখা দেখলেই প্রিয়তে নেয়া ছাড়া উপায় দেখতাম না। একসময় প্রিয়তে নেয়া লেখার সংখ্যা এতই বেড়ে গেলো, উপায়ন্তর না দেখে অনুসরন করা শুরু করলাম। যখনই কোনো লেখা ছাড়তেন, গোগ্রাসে গিলতাম। ধর্ম,দর্শন, মরমীবাদ নিয়ে তার পড়াশোনা,চিন্তা,গবেষনা অকল্পনীয়। আরও অকল্পনীয় সেসব জটিল বিষয় গুলো অসাধারন দক্ষতায় সবার উপযোগী করে গুছিয়ে লেখার ক্ষমতা। বাংলাদেশে কি আর কখনও এমন কেউ আসবে যে এত সুন্দর করে আমাদের সামনে এই ধর্ম,দর্শন, ইতিহাসের বিষয় গুলি তুলে ধরতে পারবে?? আমারদের তো জানার অনেক কিছু বাকি ছিলো জুবায়ের ভাই।কেনো এভাবে হুট করে চলে গেলেন??

'অভিমান'-গানটার মতই বলতে ইচ্ছা হয়, আমাদের তুমি জাগিয়ে একা কেনো ঘুমালে.....



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

ডট কম ০০৯ বলেছেন: আমাদের তুমি জাগিয়ে একা কেনো ঘুমালে

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।:(

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

রমিত বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.