নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

টাইগারদের শ্রীলঙ্কা ট্যুর

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৯



আসছে ৮ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেষ্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। শ্রীলঙ্কা সফরের শিডিউলটা এরকমঃ

৮-১২ মার্চ হবে ১ম টেষ্ট। ভেন্যু হচ্ছে গল।

১৬-২০ মার্চ কলোম্বয় হবে ২য় টেস্ট।

২৩ আর ২৫ মার্চ ২ টি ওয়ানডে হবে হাম্বানটোটায়। পাল্লেকেল্লেতে ২৮ তারিখ তৃতীয় ওয়ানডে হবে। তিনটা ওয়ানডেই দিবা রাত্রির।

একমাত্র টি২০ হবে ৩১ মার্চ। সেটাও পাল্লেকেল্লেতে এবং দিবা রাত্রির।



আজ শ্রীলঙ্কা তাদের স্কোয়াড ঘোষনা দিয়েছে। ১৫ জনের স্কোয়াডটা এরকমঃ

1. Angelo Mathews (Captain)

2. Dinesh Chandimal (Vice-Captain & Wicket-keeper)

3. T.M Dilshan

4. Kumar Sangakkara

5. Lahiru Thirimanna

6. Shaminda Eranga

7. Kusal Jenith

8. Jeewan Mendis

9. Kithruwan Vithanage

10. Ajantha Mendis

11. Nuwan Kulasekara

12. Chanaka Welagedara

13. Suranga Lakmal

14. Rangna Herath

15. P.H.T Kushal





এর আগে ইনজুরির কারনে আনেক সংযোজন বিয়োজনের পর ঘোষনা করা হয় বাংলাদেশ টিমঃ

১।মুশফিকুর রহীম

২।মাহমুদুল্লাহ রিয়াদ

৩।তামিম ইকবাল

৪।আনামুল হক

৫।মোঃ আশরাফুল

৬। মার্শাল আইয়ুব

৭।নাসির হোসেন

৮। সোহাগ গাজী

৯।আবুল হাসান

১০।রুবেল হোসেন

১১।ইলিয়াস সানি

১২।জহুরুল ইসলাম

১৩।মমিনুল

১৪।শাহাদাত রাজীব

১৫।রবিউল ইসলাম



সাকিব আল হাসান ইনজুরির কারনে খেলতে পারছেন না। আর শেষ মুহুর্তে ইনজুরিতে পড়ে বাদ গেছেন শাহরিয়ার নাফিস,এনামুল জুনিয়র আর নাঈম ইসলাম। তাদের জায়গায় ঢুকেছেন আশরাফুল,ইলিয়াস সানি আর মার্শাল আইয়ুব।



বেষ্ট অফ লাক বাংলাদেশ টিম!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৮

নামে কি আসে যায়? বলেছেন: বেস্ট of লাক

২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

পরের তরে বলেছেন: ধনব্যাদ আলী,,,,,,,,,,,তারিখগুলো ব্যপক কাজে দিবে।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

আজম বলেছেন: ইদানিং একখানা তত্ত্ব লইয়া ভাবিতেছি। নিশ্চয় ত্রুটি পূর্ন নাট বল্টুর সম্ভাব্যতার গনিত কষিয়াছেন। বঙ্গদেশের ক্রিয়াবিদগন সমস্যা হইল ধারবাহিকতা রক্ষা করিতে পারেন না। গনিতোর বায়াসের উপাদ্য এই সমস্যার সমাধান দিতে পারে। ধরুন আশরাফুল তামিম মুশফিক প্রতি ম্যাচে এক সাথে ভালো করিতে পারেন না। হয়ত স্যার আশরাফুলের সাফলের হার ০.৩০ টামমিমের ০.৮০ আর মুসফিকের ০.৬০ এখন কোন একটি নির্দিষ্ট ম্যাচে কে খারাপ করিবে সেইটা বায়াস সাহেবের ত্রুটি পূর্ন বল্টু খানি কোন মেশিন হইতে তৈরী সেই হিসাবে বাহির করিয়া ফেলিতে পারি আর সেই অনুসারে দল নির্বাচন করিয়া অভূতপূর্ব সাফল্য অর্জন করিতে পারি।
শুভ কামনা বাংলাদেশের জন্য রহিল।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

এস.বি.আলী বলেছেন: খেকজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.