![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহ্যিকতার মূল্য কতটুকু
বাহ্যিক দৃষ্টিতে দেখতে যা সুন্দর তাকেই সবাই পছন্দ করে, ভালোবাসে, প্রশংসা করে। সবাই পছন্দ করলেও আল্লাহপাক তাকেই পছন্দ করেন যার অভ্যন্তর সুন্দর। যার হৃদয় পবিত্র তাকেই তিনি পছন্দ করেন, ভালোবাসেন।
শেখ সাদী (রহ.) একটি ঘটনা এভাবে উল্লেখ করেন যে, এক সম্মানি ব্যক্তিকে কোন এক মজলিসে অতিরিক্ত প্রশংসা করা হল। তখন তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি কেমন তা শুধু আমি জানি। তোমরা আমার অতিরিক্ত প্রশংসা করে আমাকে কষ্ট দিয়েছ। আমার প্রকাশ্য দিকটা তোমরা দেখছ, ভিতরের অবস্থা তোমরা দেখ নি।
আমার শরীর মানুষের বাহ্যিক নজরে দেখতে অতি সুন্দর, অভ্যন্তরীণ দোষসমূহের জন্য আমি তো লজ্জিত।
ময়ূর আকৃতিতে সুন্দর বলে সকলেই প্রশংসা করে, কিন্তু সে নিজের পায়ের বিকৃতির জন্য লজ্জিত।
আসলে আমরাও মানুষের বাহ্যিক দিকটাই বেশি দেখি। অনেক সময় আমরা দেখতে পাই, সব দিক দিয়ে ফিট থাকলেও শুধু গায়ের রং কালো হওয়ার কারণে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না। পরিবারের সবাই তাকে নিয়ে চিন্তায় থাকে। অথচ শুধু গায়ের রং কালো বাকী সব কিছুই যে আর দশটি মেয়ে থেকে উত্তম তা কেউ ভেবে দেখে না।
আমরা জানি, আল্লাহর কাছে সাদা-কালোর মাঝে কোন তফাৎ নেই।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
আবু আফিয়া বলেছেন: নামের মাঝেই ছেলে না মেয়ে তা উল্লেখ আছে, একটু ভেবে দেখুন।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পেয়েছি!!!
কিন্তু আবু কেন??
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
নিলাদ্রী বলেছেন: খুব সত্য কথা গুলো লিখেছেন।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২
আবু আফিয়া বলেছেন: সহমত পোষণ করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।


আপনার নামটা কনফিউজড। না ছেলে? না মেয়ে?