![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব সন্তান
আমি জন্মেছি মুসলিম পরিবারে। সেই হিসেবে আমি মুসলিম। আমাকে অনেকে অনেক কথাই বলে, আমি নাস্তিক কিনা, আমি এই সেই হেনতেন। আমি এই প্রথম ব্লগে লিখতাছি...
আমি আজ বলতাছি আমার ধর্ম কি...
ভাই আমি কোন ধর্মে বিশ্বাস করি না হ্যা তবে আমি মুসলিম। যেমন কেউ যদি আমাকে জিজ্ঞাস করে আমি কোন দেশি অবশ্যই তাহলে বাংলাদেশি তেমনে কি বাড়ির জিজ্ঞাস করে তাহলে সরদার বাড়ির। আমি জন্মগত ভাবে যা পাইছি আমি তাইই তবে ধর্ম নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই। জান্নাত, জাহান্নাম নিয়েও আমার চিন্তা নাই তবে হে নামাজ পড়া কোরান তিলোয়াত করা কিংবা রোজা এগুলোকে আমি সংস্কৃতি হিসেবে মানার চেষ্টা করি। গুগলের মতে ৪৩০০০ ধর্ম আছে। আমি কোন ধর্মের পথিক হিসেবে হাটতে চাই না।স্বাধীন হয়ে বাচতে চাই। অল্প কয়েকদিনের দুনিয়াটাকে উপভোগ করতে চাই। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
১ম লেখা ধর্ম নিয়ে কেন?
লিখতে পারতেন, " আমি ব্লগিং শুরু করলাম, আপনাদের জন্য শুভেচ্ছা রলো; আমি বাংলাদেশ ও বিশ্বের মানুষের জীবনের উপর লেখার চেস্টা করবো"।