![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব সন্তান
আজকাল আমাদের প্রত্যেকেই মোটামুটি ফেসবুক কিংবা ব্লগে লিখালিখি করি।ফেসবুকে যারা লিখি তারা ব্যাপার লক্ষ করলে দেখা যায় যে প্রায় প্রতিটি লোকই একজনের লেখা কপি করে বেরাচ্ছেন। ব্লগ কিংবা ফেসবুকে মানসম্মত লিখা লিখেও শান্তি মিলছেনা অনেকের। কপি করাটাই তাই প্রধান কারন বলে মনে করি। আজ সমাজে মানসম্মত কোন কবি কিংবা লেখকো খুজে পাওয়া যাচ্ছে না। তৈরি হচ্ছে না সাহিত্যিক। দৈনন্দিন জীবনের নানাকাজ আর অবসর সময়ে ভার্চুয়াল জগতে পড়ে থাকা এটা রুটিন হয়ে দাঁড়িয়েছে আজ। দোকান থেকে বই কিনে পড়ছেনা কোন লোক। আধুনিকতার ছোয়া আমাদের এতটা পেয়েছে যে আমার অলস হয়ে যাচ্ছি দিনদিন। আশা রাখি যারা যারা ভাল লিখা লিখেন প্লিজ আপনাদের লিখাগুলো ভার্চুয়াল জগত ছাড়া ও কোথাও লিপিবদ্ধ করে রাখবেন, হতে পারে ডায়রি কিংবা খাতায়। আর উৎসাহিত করুন আশেপাশের লোকদের বই পড়ার, সাহিত্য পড়ার। ধন্যবাদ
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০২
মেহেদি হাসান আদনান বলেছেন: হয়তবা সবাই বলে আমি কম বুঝি। ধন্যবাদ আবার মনে করিয়ে দেয়ার জন্য
২| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬
আহা রুবন বলেছেন: ব্লগে অসংখ্য লেখা প্রকাশিত হয়। বেশির ভাগই চিন্তাশীল লেখা নয়। আবার এটাও ঠিক ওয়েবে আমরা মজারদার লেখাই বেশি খুঁজি। কারণ কাগজে যেভাবে খুটিয়ে খুটিয়ে পড়ি ব্লগে পড়ি একটু দ্রুত। তাই ব্লগের লেখাগুলোও তেমনই হয়। যেখানে ফলন বেশি তথায় পচনও বেশি। ব্লগে ভাল লেখা হচ্ছে না এটা ঠিক নয়, অনেক লেখাই আছে সংবাদপত্রের সাময়িকীর চেয়ে অনেক উঁচু মানের।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৬
মেহেদি হাসান আদনান বলেছেন: জি ভাই আমি আপনার সাথে একমত। তবে আমার মনে হয় ভাল লিখাগুলা কোন জায়গায় টুকু রাখা উচিৎ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১১
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগের গল্প ও কবিতা পড়ে দেখেননি, বা আপনি কম বুঝেন।