নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ জীবন

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

SSC+HSC=ALSO GPA5

আমি এত খারাপ ছাত্র ছিলাম না যে কোথাও

চান্স পাব না।ইচ্ছে ছিল

ইন্জিনিয়ারিং,চুয়েট ,কুয়েটে WAITING আসলেও

তা অনেক দূরে ।এরপরই যেনো কেমন ওলট পালট

হয়ে গেল সবকিছু।

যারা দেখছিলাম চুয়েটে হয় নাই ,তার আবার

কুয়েটে হয়ে গেছে,যার এটাতে হয় নাই তার আবার

DU তে হইছে।কিন্তু আমার একটাতেও হয় নাই।

আমি নিজেও বুঝতেছি না কেন

হইতেছে না,আমি কি বেশি ভুল জাগাইছিলাম

নাকি কি হচ্ছে বুঝতেছি না।

সর্বশেষ কুমিল্লা র WAITING LIST এ ও নাম

নাই।WAITING এর সর্বশেষ নাম্বার দেখলাম ৪৯

।কিন্তু আমি যেরকম পরীক্ষা দিছিলাম ৮০ এর

উত্তর দিয়ে at least ৫০-৬০ তো পাওয়ারই

কথা।

কিন্তু নাম যেহেতু নাই তার মানে পাই নাই।

কিভাবে পড়ব কিছুই বুঝতেছি না,একই বই আর

কতবার পড়া যায়।

প্রথমদিকে যেখানে আমি WAITING এ

থাকতাম,এখানে তো এমনিই ভাল করার কথা।

বাসায় এখন কিছু বলতেও পারতেছি না।বলছি ৯০০

এর দিকে আছি।

সবাই খুব হতাশ।

আমাদের এমন সামর্থ্য নাই যে প্রাইভেটে পড়ব।

আর আমার এখন কি করা উচিত কিছুই

বুঝতেছি না।

আমার মনের কথাগুলা কাউকে বলতে পারছিলাম

না, তাই আপনাদের কাছে বললাম।

আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন

যে আমার এখন কি করা উচিত অথবা কোথায়

ভর্তি হওয়া যায়।/:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.