নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ওলট -পালট

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০

আইজকা বিকালে আমি আয়েশ

কইরা টিভি দেখতাছি তখন মায়ে চিল্লান

দিয়া কইল,"যা বায়োলজী পড়তে ব

সামনে পরীক্ষা !"

শুইনা তাউল্লা গরম হইয়া গেল ! কারণ

বিকালবেলা পড়া মাথায় ঢোকে না তার উপর

আবার বায়োলজী আর এর

লাইগা বিকালবেলা কেউ

পড়তে বইতে কইলে তাউল্লা গরম হইয়া যায়!

যা হোক কোন প্রকার প্রতিবাদ

না কইরা রুমে ঢুইকা খাটে শুইয়া মোবাইল

গুতানো শুরু করলাম !

আমার খাটটা পড়ার টেবিলের পাশে !

তো একটুপর দেখলাম মা আমার রুমের

দিকে আইতাছে!

আমি তাড়াতাড়ি উইঠা দেয়ালে হেলান

দিয়া টেবিল দিয়া একটা বই আইনা এমন

ভাবে মোবাইল টা ঢাকলাম যে আমার পিছন

দিয়া না দেখলে বুঝা যাইব

না যে আমি বইয়ের ভিতরে মোবাইল

রাইখা ফেবু চালাইতেছে!

তো মায়ে রুমে ঢুকার সাথে সাথে এমন ভাব

করলাম যে দুনিয়া ধ্বংস হইয়া গেলেও আমার

পড়ালেখার কোন নড়চড় হইব না !

তো মায়ে কিছুক্ষণ কথা কইয়া চইলা গেল !

তারপর আমি আবার ফেবুতে মনোনিবেশ

করলাম!

২০ মিনিট পর বাপে ঢুকল ! বাপে কিছুক্ষণ

কথা কইয়া চইলা যাইতে ছিল !

দরজা পর্যন্ত যাইয়া আবার

ঘুইরা আইসা জিগাইল,পরশু কি পরীক্ষা?

-বোটানি?

-পড়তাছস কি?

-অবশ্যই বোটানি ! (বইর দিকে না চাইয়াই)

তারপর বাপে আমার সামনে আইসা দাড়াইল!

ততক্ষনে আমি মোবাইল অত্যন্ত

সুকৌশলে পকেটে ভইরা ফালাইছি!

তো বাপে বইটা হাতে নিয়া মলাটটা আমার

সামনে ধইরা কইল,"এই তোর বোটানি?"

আমি তখন দেখি বইর উপর লেখা "উচ্চ

মাধ্যমিক রসায়ন" ! ! !

দেইখা তো আমি নাই!

আমতা আমতা কইরা কইলাম,"না মানে ইয়ে মানে বোটানি একটু

ভাল পারি তাই কেমিষ্ট্রি পড়তাছি!"

-বোটানি ভাল পার? ইয়ার

ফাইনালে ফেইল করছিলি মনে আছে?

-কলেজের পরীক্ষা কোন পরীক্ষা হইল?

ওগুলা তো ভুজুং ভাজুং ! তাই

ইচ্ছা কইরা ফেল করছি!

-হইছে থাম!

পড়তে চাইলে বোটানি লইয়া টেবিলে বইয়া পড়

নইলে ঘুমা!

এই কইয়া বাপে চইলা গেল! আমি তখন

বোটানি পড়ার থিকা ঘুমটাই উত্তম

বইলা বিবেচনা করিলাম! কিন্তু ভাগ্য

ভালো যে মোবাইল গুতাইতে দেখে নাই

নইলে যে কি হইত আল্লাহই মালুম ! ! !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.