নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

চাচা কাহিনি

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

পাড়ার মসজিদে নামাজ পড়ে বের হইছি .. এক

চাচার সাথে দেখা ..

চাচা স্লামালিকুম.

ওয়ালাইকুম.কেমন আছো?

জি চাচা ভালো ..

তুমি কই চাঞ্চ পাইলা?

চাচা রি আড দিব.

ক্যান চান্স কোথাও হয় নাই??

ভর্তি হলে তো রি আড দিতাম না.

ঢাকায় গিয়া পড়াশোনা করছো?শুধু

তো ঘুরছো. চাঞ্চ পাবা ক্যামনে ..

তোমরা ঢাকায় গিয়ে পড়াশুনার তো নাম ও

নাও না..

চাচা আর একবার চান্স দিব. এইবার

পাবো ইনশাআল্লাহ.

হাঁ হাঁ দাও দাও .. তবে পাবা কিনা সন্দেহ

আছে..

ক্যান চাচা.. (ধৈর্য শেষ আমার)

আবার গিয়ে কি করবা জানা আছে.

তোমরা গিয়ে সময় আর টাকাই নস্ট

করতে পারো.

জি চাচা.. আচ্ছা প্রিতি (চাচার মেয়ে)

মনে হয় এইবার এক্সাম দিচ্ছে.

ওকে কোচিং এ পড়ানোর দরকার নাই. বাসায়

রেখে পড়ান .. বাহিরে পাঠানোর এক দমই

দরকার নেই.. তাইলে চান্স

পাবে ইনশাআল্লাহ..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০

নাসীমুল বারী বলেছেন: শুভেচ্ছা। ধন্যবাদও সুন্দর লেখার জন্য।
আমাদের সমাজের একটা সাধারণ দৃশ্য বা স্বভাব- অপরের দোষটা খুব সহজেই ধরে ফেলা। একবারও নিজের দিকে তাকাই না। এই যেমন আমি খুব ভাল কথা করি- বাস্তবে কিন্তু কথা অনুযায়ি দশ শতাংশও কাজ করি না। কিন্তু আমাকে যদি বলেন আরেকজনের ত্রুটি ধরতে- দেখবেন কী চমৎকার সে কাজটি করে ফেলেছি।

আসলে কথা আর স্বভাবকে একই বৃত্তে রাখলে সমাজ ও পরিবেশ সুন্দর হয়।

আপনি সমাজের সেই জীবন্ত ছবিটাই তুলে ধরেছেন ছোট্ট এ লেখায়।

আবারও ধন্যবাদ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাইয়া,,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.