নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

Original Vut Fm Haunted By Me

১১ ই মে, ২০১৪ সকাল ১১:১৩



রাসেল বাই, আমি সরাসরি ঘটনায়

চলে যাচ্ছি ।

আমি তখন ক্লাস নাইনে ।

ঘটনাটি ঘটে প্রথম সাময়িক পরীক্ষার গণিত

পরীক্ষার দিন । সেদিন এক সুপার ডুপার

সুন্দরী ম্যাডাম আমাদের গার্ড দিচ্ছিল ।

আমি এদিক সেদিক তাকিয়ে পাশের জনের

দেখে দেখে অংক করছিলাম । আর ম্যাডামের

দিকে আড়চোখে তাকাচ্ছিলাম ।

মাঝে মাঝে চোখাচুখি হয়ে যাচ্ছিল । পাশ

দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন ম্যাডামের

পারফিউমের সুগন্ধ আমার নাকে আসছিল ।

আহা !

পাশের জনের খাতা দেখে মনের

সুখে লিখছিলাম । হিসাব নিকাশ থেকে শুরু

করে অংকের উত্তর পর্যন্ত কপি করলাম ।

প্রায় একঘন্টা পরীক্ষা হয়ে গেল । এসময়

ম্যাডাম আমার পাশে এসে দাঁড়ালেন ।

- দেখি তোমার খাতা দেখি ।

- কেন ম্যাডাম?

- শুরু থেকে তুমি ওর দেখে দেখে লিখছ ।

একটা অংকও তুমি ক্যালকুলেটর দিয়ে করনি ।

- হেহে । ম্যাডাম আমি ওর

দেখে লেখছি না । আর আমার অংক সব কমন

পড়েছে । সব মুখস্থ ।

- তাই নাকি? তুমি কান ধর ।

- ওর কান ধরব ম্যাডাম?

- ওর কান ধরবে কেন?

- ওর দেখে যদি লিখেই থাকি তাহলে ওর কান

ধরা উচিত ।

- তা পাশের জনের দিকে তাকাচ্ছিলে কেন ?

- আসলে ম্যাডাম আমার ঘড়ি নাইতো তাই

ওর ঘড়ির দিকে সময় দেখছিলাম ।

- ঘড়ি ইউজ করো না কেন?

- ভৌতিক কারণে । ঐ ঘড়ির মধ্য পিশাচ

ছিল । তারপর থেকে আর ঘড়ি ইউজ

করিনা ।

- চাপা মারার আর জায়গা পাওনা?! . . .

এই বলে ম্যাডাম আমার কান ধরে ঠাস

করে আমাকে চড় মেরে বসলেন ।

আসলে সেটাকে চড়

না বলে গালে হাত বুলানো বলা যায় ।

আহা কি মোলায়েম সে হাত!

তারপর ম্যাডাম

আমাকে পিছনে ফাঁকা বেন্ঞ্চে বসিয়ে দিলেন

। খাতায় দেখলাম একটা অংক অর্ধেক

করা আছে । ক্যালকুলেটারে হিসাব

করলে উত্তর বের হয়ে যাবে ।

আমি ক্যালকুলেটর অন করলাম ।

তারপর রাসেল বাই আমার সাথে যা ঘটল

তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম

না । ইটস সো উইয়ার্দ । ক্যালকুলেটর অন

করতে গিয়ে দেখি অন হয়না ।

আমি ভয় পেয়ে গেলাম । গতদিনও ঠিকঠাক

চলছিল । হঠাত্ আজ কি হল? আমি চিত্কার

করে উঠলাম,

- ম্যাডাম ম্যাডাম ।

- কি? কি হয়েছে?

- এটার ভিতর পিশাচ আছে । . . . এই

বলে আমি ঐ পৈশাচিক ক্যালকুলেটর

জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম ।

এরপর আমি সেনসলেস হয়ে যায় । আর কিছু

মনে নেই । যখন সেনস ফিরে আসে তখন

নিজেকে নিজের রুমে আবিষ্কার করি । ঐ

ঘটনার রহস্য আমি আজও বের

করতে পারি নি ।

এই ছিল ঘটনা । ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ১২:১৯

ভুয়া প্রেমিক বলেছেন: এরচেয়ে ফালতু ভুতের গল্প আমি আজ পর্যন্ত শুনি নাই X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.