| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদৃশ্য পথিক ০০৭
সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।
রাসেল বাই, আমি সরাসরি ঘটনায়
চলে যাচ্ছি ।
আমি তখন ক্লাস নাইনে ।
ঘটনাটি ঘটে প্রথম সাময়িক পরীক্ষার গণিত
পরীক্ষার দিন । সেদিন এক সুপার ডুপার
সুন্দরী ম্যাডাম আমাদের গার্ড দিচ্ছিল ।
আমি এদিক সেদিক তাকিয়ে পাশের জনের
দেখে দেখে অংক করছিলাম । আর ম্যাডামের
দিকে আড়চোখে তাকাচ্ছিলাম ।
মাঝে মাঝে চোখাচুখি হয়ে যাচ্ছিল । পাশ
দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন ম্যাডামের
পারফিউমের সুগন্ধ আমার নাকে আসছিল ।
আহা !
পাশের জনের খাতা দেখে মনের
সুখে লিখছিলাম । হিসাব নিকাশ থেকে শুরু
করে অংকের উত্তর পর্যন্ত কপি করলাম ।
প্রায় একঘন্টা পরীক্ষা হয়ে গেল । এসময়
ম্যাডাম আমার পাশে এসে দাঁড়ালেন ।
- দেখি তোমার খাতা দেখি ।
- কেন ম্যাডাম?
- শুরু থেকে তুমি ওর দেখে দেখে লিখছ ।
একটা অংকও তুমি ক্যালকুলেটর দিয়ে করনি ।
- হেহে । ম্যাডাম আমি ওর
দেখে লেখছি না । আর আমার অংক সব কমন
পড়েছে । সব মুখস্থ ।
- তাই নাকি? তুমি কান ধর ।
- ওর কান ধরব ম্যাডাম?
- ওর কান ধরবে কেন?
- ওর দেখে যদি লিখেই থাকি তাহলে ওর কান
ধরা উচিত ।
- তা পাশের জনের দিকে তাকাচ্ছিলে কেন ?
- আসলে ম্যাডাম আমার ঘড়ি নাইতো তাই
ওর ঘড়ির দিকে সময় দেখছিলাম ।
- ঘড়ি ইউজ করো না কেন?
- ভৌতিক কারণে । ঐ ঘড়ির মধ্য পিশাচ
ছিল । তারপর থেকে আর ঘড়ি ইউজ
করিনা ।
- চাপা মারার আর জায়গা পাওনা?! . . .
এই বলে ম্যাডাম আমার কান ধরে ঠাস
করে আমাকে চড় মেরে বসলেন ।
আসলে সেটাকে চড়
না বলে গালে হাত বুলানো বলা যায় ।
আহা কি মোলায়েম সে হাত!
তারপর ম্যাডাম
আমাকে পিছনে ফাঁকা বেন্ঞ্চে বসিয়ে দিলেন
। খাতায় দেখলাম একটা অংক অর্ধেক
করা আছে । ক্যালকুলেটারে হিসাব
করলে উত্তর বের হয়ে যাবে ।
আমি ক্যালকুলেটর অন করলাম ।
তারপর রাসেল বাই আমার সাথে যা ঘটল
তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম
না । ইটস সো উইয়ার্দ । ক্যালকুলেটর অন
করতে গিয়ে দেখি অন হয়না ।
আমি ভয় পেয়ে গেলাম । গতদিনও ঠিকঠাক
চলছিল । হঠাত্ আজ কি হল? আমি চিত্কার
করে উঠলাম,
- ম্যাডাম ম্যাডাম ।
- কি? কি হয়েছে?
- এটার ভিতর পিশাচ আছে । . . . এই
বলে আমি ঐ পৈশাচিক ক্যালকুলেটর
জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম ।
এরপর আমি সেনসলেস হয়ে যায় । আর কিছু
মনে নেই । যখন সেনস ফিরে আসে তখন
নিজেকে নিজের রুমে আবিষ্কার করি । ঐ
ঘটনার রহস্য আমি আজও বের
করতে পারি নি ।
এই ছিল ঘটনা । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ রাত ১২:১৯
ভুয়া প্রেমিক বলেছেন: এরচেয়ে ফালতু ভুতের গল্প আমি আজ পর্যন্ত শুনি নাই