নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ইউটিউব মার্কেটিং কি?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ইউটিউব মার্কেটিং কি?
#সহজ কথায় ইউটিউব মার্কেটিং হলো অন্যের ভিডিও চুরি করে ইনকাম করা (বাংঙালী ভাষায়)।
ইউটিউব মার্কেটিং থেকে কত আয় করা সম্ভব?
#ইউটিউব থেকে যদি ইনকাম করতে চান তাহলে ট্রেন্ড ভিডিও নিয়ে কাজ করেন এক রাতেই লাখপতি হয়ে যাবেন । কত ইনকাম হবে এটা বলে বুঝানো যাবে না।

ইউটিউব থেকে ইনকাম কতদিন ইনকাম করা যাবে?
# যতদিন আপনার ৩টি স্ট্রাইক পূন না হবে ততদিন ইনকাম করতে পারবেন।
তাহলে ইউটিউব মার্কেটিং করে লাভ কি?
#তাহলে আপনারাই বুঝুন কি লাভ!
এতক্ষন যা বললাম সব মনের দু:খের কথা। এবার কাজের কথায় আসি। ইউটিউব মার্কেটিং এত সহজ না অন্যের ভুয়া স্ক্রিনশট দেখে কাজে নেমে পড়লাম তাকে কি আর ইউটিউব মার্কেটিং বলা যায়?
ইউটিউব এ কাজ করতে গেলে প্রথমে আপনার সহজে ইনকামের আশা ছেড়ে দিতে হবে। যত কষ্ট করবেন এর ফল সারাজীবন ভোগ করবেন। যদি সহজে ইনকাম করতে যান তাহলে লাইফটাইম ইনকামের আশা ছাড়ুন।
আপনি যদি ইউনিক নিজের ভিডিও নিয়ে কাজ করেন প্রথমে ভিডিওতে ভিউ পাবেন না বা রাংক ও হবেনা কোন ভিডিও। কিন্তু আস্তে আস্তে আপনি বুঝে যাবেন, ইউটিউবের পাশে লিখায় আছে ইউটিউব মার্কেটিং। তখনি আপনি বুঝবেন প্রতিদিন ভিডিও তৈরি করলে কাজ হবেনা মার্কেটিং এর ও কিছু বিষয় আছে। অনেক গ্রুপে দেখবেন তারা বলে প্রতিদিন ভিডিও আপলোড করুন আস্তে আস্তে ভিউ বাড়বে।
কিন্তু মার্কেটিং না করলে আপনার ফলাফল ০ ই থাকবে।
কিছু না জেনে আমরা ইউটিউব মার্কেটার হয়ে যায়। বিদেশে কেউ ইউটিউব মার্কেটিং করার আগে মিনিমাম ১০০০ডলার ইনভেস্ট করে তাদের ভিডিও তৈরির জিনিস সামগ্রী কেনার জন্য।
আমরা খুব সল্পমূল্যে পাচ্ছি সেইসব জিনিস কিন্তু আমরা কাজে লাগাতে পারিনা কারন আমাদের প্রথম চিন্তা ইনকাম করার।
আপনি জানেন বাইরের দেশে কেউ যদি নিজেকে মার্কেটার বলে তার মানে সে অনেক টাকার মালিক। বাইরের দেশে একজন মার্কেটার এর অনেক মূল্য।
ভাল করে আমরা এস.ই.ও জানিনা অমনি নেমে পড়ি ভিডিও রাংক করার উদ্দেশ্যে।
ভাল লিড তৈরি করতে পারিনা নেমে পড়ি ইউটিউব মার্কেটিং এ।
এবার আসি আসল কথায়
আপনার বিভিন্ন গ্রুপে দেখেন তাদের হাগার হাগার ডলার ইনকামের স্ক্রিনশট কিন্তু যখনই কমেন্ট করে বলেন ভাই আপনার চ্যানেল লিংক টা দেওয়া যাবে।তারপর তাকে আপনি বাটি চালান দিয়েও খুজে পাবেননা। আর কমেন্ট এ যদি বলে তাহলে বলবো ভাই ফেক ক্লিক এর জন্য দেওয়া যাবেনা।
আরে ভাই তার চ্যানেল লিংক পাবেন কেমনে শালা তো ইনকাম করে চটিগল্প,যাত্রা,হট টপিকস নিয়ে। (সবাইকে বলছিনা যারা করেন তাদের উদ্দেশ্যে)
এবার বলি যদি ফেক ক্লিকে ইউটিউব চ্যানেল বা এডসেন্স ব্যান হয় সাপোট সেন্টার এ নক করলেই তারা চ্যানেল ব্যাক দিবে আপনার যদি কনফিডেন্ট থাকে।আপনার নিজিস আপনি পাবেনই।
তাই বলি এখনো ভালভাবে কাজ করুন আপনার জন্য অন্যদের ক্ষতি করবেননা।
আপনারা যেই ছবি দেখছেন এই চ্যানেল তৈরি করা হয়েছে মাত্র ১সপ্তাহ আগে শুধু ইনট্রো ভিডিও দেওয়া তাতেই হাজার হাজার ভিডিও ফেলে ১ম পেজে চলে এসেছে।
তাই বলে আগে ভাল করে জানুন বুঝুন শিখুন. তারপর ইউটিউব মার্কেটিং এ আসুন।

অনলাইনে “ইউটিউবার” হিসেবে গড়ুন নিজের ভবিষ্যৎ

ফেসবুকঃ রাসেল


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: গোবর ভড়া মাথায় এসম ভালো ভালো কথা সহজে ঢুকতে চায়না :(

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭

অ্যালেন সাইফুল বলেছেন: কিছুদিন ধরে ভাবছিলাম শুরু করব।
মনিটাইজেশন ডান। এবার কাজে নামব।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

অবুজ-মন বলেছেন: ভাই মনের কথাটা ভলছেন।
কিছু বাঙ্গালিরা Youtube টা কে পর্ন সাইট
বানিয়ে পেলেছে।
হয়ত কয়েক বছরের মধ্যে বাঙ্গালিরা আর
ইচ্চে মতো সখ করে Chennal খুলতে পারবে না।
Google মোটা দেখে একটা বাঁশ দিয়ে দিবে।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: অবুজ-মনের সাথে একমত। বাংগালী আর ইন্ডিয়ানরা ইউটিউবডারে একদম ধর্ষণ করে ছেড়ে দিছে। মনে হয় খুব বেশিদিন লাগবেনা আমরা যারা ইউনিক ভিডিও নিয়ে কাজ করি তাদের জন্য বড় বাঁশ একটা দিবে গুগল। একটা ভিডিও প্ল্যানিং, শুট, স্ক্রীণ রেকর্ডিং, ভোকাল রেকডিং, মিক্সিং, এসইও করতে দু’সপ্তাহ পেরিয়ে যায়। আর কিছু বদমাইশ খালি খুঁজে কোনডা কেমনে চুরি করবো, কেমনে ষ্ট্রাইক এড়ান যাইবো। হালার পুতেগো জ্বালায় কিছু কইরাও শান্তি নাই।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাদের মতামত গুলো শেয়ার কয়ার জন্য।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

সিগনেচার নসিব বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ খুব ভাল বলেছেন

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৯

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: ভাই, আপনার লেখাগুলো ভালো লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য। তবে, আগের লেখায় বলেছিলেন ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষে ইউটিউব বিষয়ে আলোচনা করবেন। ফেব্রুয়ারি চলে এসেছে। আপনার লেখার অপেক্ষায় রইলাম। আপনার উদ্যোগ সফল হোক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.