নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশে করোনা শনাক্তের পরিমান শতাংশের হিসেবে ২১.৫৬%

২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ১৬৬ জন শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মোট ৩৬ হাজার ৭৫১ জন শনাক্ত হলেন। মোট মারা গেছেন ৫২২ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৯৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৫৮৯ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের করোনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৪১৬ জনের।

আক্রান্তের হার ২১.৫৬ শতাংশ। এই অংকটা শুধু মোট পরীক্ষা বনাম পরীক্ষার ফলাফল ভিত্তিক পাওয়া গেছে। এই হারে আক্রান্ত হলে ১৮ কোটির দেশে মোট আক্রান্ত হয় ৩.৮৮ কোটি। ধরে নিলাম বাস্তবে আক্রান্তের হার হলো মাত্র ২ শতাংশ অর্থাত মোট আক্রান্ত ৩৬ লাখ। আক্রান্তের মধ্যে মরে যাওয়ার হার ৪ শতাংশ হলেও মোট মারা যাবে এক লাখ চুয়াল্লিশ হাজার।

এখনই হায় হায় করেন না। প্রকৃত হায় হায় করার দিন সামনে...। প্রবাবিলিটির অংক কখনও ১০০ শতাংশ সঠিক হয় না। কিন্তু ৯০ শতাংশ সঠিক হয়। সুতরাং ধরে নিন, অন্তত এক লাখ মানুষ মারা যাচ্ছে। যতই ২০ এর ঘরের নামতা পরানো হোক :((

সময় পেলে ঘুরে আসতে পারেন আমার Bangla Blog থেকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২০ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: আমেরিকাকে ছাড়িয়ে যাবো আমরা???

২৬ শে মে, ২০২০ রাত ১০:৫৯

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: আমেরিকার মতো টেস্ট হলে এতোদিনে ছাড়িয়ে যেতাম

২| ২৬ শে মে, ২০২০ রাত ৮:৩২

নতুন বলেছেন: আমাদের দেশে মানুষের জীবন আসলে তেমন একটা ব্যাপার না। তাই জনগের ভেতরে এখনো করোনা নিয়ে কোন ভয় নাই।

দেশে দিনে ১০০ বা বেশি লোক প্রতিদিন মারা যায় তাই যদি সংখ্যাটা ৫০০ এর বেশি না যায় তবে মানুষের টনক নড়বেনা।

দেশের যেই জনসংখ্যা আর সরকারের জনবল তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না।

২৬ শে মে, ২০২০ রাত ১০:৫৯

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: আসলেই আমাদের দেশের মানুষ মানে একটা সংখ্যা শুধুমাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.