নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না।

আফলাতুন হায়দার চৌধুরী

আফলাতুন হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

\'ইসরায়েলড\' - অভিধানে নতুন শব্দ (www.urbandictionary.com) - যার অর্থ, \'যাকে সাহায্য করলাম সে আমার সর্বস্ব নিয়ে নিলো।\'

৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২৯

কি অদ্ভুত খবর! সম্প্রতি জনপ্রিয় অনলাইন অভিধান আরবান ডিকশনারি "ইসরায়েল্‌ড" শব্দটি সংযোজন করেছে।


অভিধানে শব্দ, তার অর্থ ব্যখ্যা এবং উদাহরণ দেখানো হয়েছে ঠিক এভাবে:-

তাহলে এর অর্থ কি দাঁড়ালো? বিতাড়িত? ইসরায়েল্‌ড!! সর্বস্ব কেড়ে নেওয়া তারপর বিতাড়ন?
সরাসরি এক শব্দের বাংলা অনুবাদ বের করা কঠিন বটে। অর্থাৎ, কেউ আপনার কোনো কিছু শেয়ার করতে চাইলো তারপর আপনার কাছ থেকে কেড়ে নিলো। তারপর সে সবাইকে বলে বেড়াচ্ছে যে সে আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। তখন আপনি বললেন, "সো আই গট ইসরায়েল্‌ড।"

বর্ণনামূলক সংজ্ঞা: এমন কিছু নিজের বলে দাবী করা যা অন্যের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।

উদাহরণটাও অদ্ভুত, কেউ একজন আমার টেবিল শেয়ার করতে চাইলো, আমিও অনুমতি দিলাম। কিছু্ক্ষণ পর তারা আমাকে টেবিল থেকে বের করে দিলো কারন তাদের একটা মিটিং ছিলো। I've got israeled.
কিংবা, আমার ঘরে ওরা আশ্রয় চাইলো, আমি থাকতে দিলাম। ওরা আমাকে সপরিবারে আমারই ঘর থেকে বের করে দিলো। ওরা আমার ঘর দখলে নিলো। আমি হলাম গৃহহীন। আই হ্যাভ বিন ইসরায়েলড।

২২ অক্টোবর ২০২৩ ইসরায়েল্‌ড শব্দটি আরবান ডিকশনারিতে যুক্ত করা হয়।

আরবান ডিকশনারি একাবিংশ শতাব্দীর প্রাক্কালে (১৯৯৯ সালে) প্রতিষ্ঠিত জনপ্রিয় আমেরিকান ওয়েবসাইট যেখানে ইনফরমাল, কথ্য, স্থানীয় সাংষ্কৃতিক, ইন্টারনেট জগত, স্ল্যাং (অমার্জিত ভাষা/শব্দ), জার্গন (দুর্বোধ্য শব্দ), আঞ্চলিক শব্দ ই্ত্যাদির অর্থ, সংজ্ঞা পাওয়া যাবে যেসব শব্দ গতানুগতিক ডিকশনারিতে পাওয়া যায় না। সম্ভবতঃ সে কারনে সাইটটি খুব জনপ্রিয়।

ভাগ্যের কি পরিহাস। অতীত ইতিহাস নিয়ে ঘাঁটাঘাটি নাহয় বাদ দিলাম। কিন্তু ইসরায়েল থেকে ইসরায়েলড। একটা রাষ্ট্র, একটা জাতি তাদের কর্মকান্ডের জন্য আগামী প্রজন্মের কাছেে ঘৃণ্য হয়ে থাকবে সারা জীবন এই শব্দের মাধ্যমে।
আমি ইসরায়েলড:- আমার সর্বসান্ত কেড়ে নেওয়া হয়েছে। কেউ ডাকাতের পাল্লায় পড়লে বলবে, আমি ইসরায়েল্‌ড। কেউ জোচ্চোরের পাল্লায় পড়লে বলবে, আমি ইসরায়েল্‌ড! কেউ টাউটের পাল্লায় পড়ে সব খোয়ালে বলবে আমি ইসরায়েল্‌ড। গুন্ডারার এসে কাউকে বাড়ী থেকে বের করে দিলে সে বলবে, আমি ইসরায়েল্‌ড।

কি অদ্ভুতভাবে খোদ আমেরিকানদের কাছ থেকেই এই শব্দটির সূত্রপাত যা থেকেপরবর্তী প্রজন্ম জানবে কিছু হারানো মানেই ইজরায়েল্‌ড!!!

আমার রিএ্যাকশন কি হওয়া উচিত বুঝতে পারছি না। কিন্তু এটা টের পাচ্ছি পরাক্রমশালী ইসরায়েলীদের দুর্দান্ত ক্ষমতা যেমন আছে তেমনি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মত কেউও আছে খোদ আমেরিকায়।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকাঃ
প্রায় দুই বছরের যুদ্ধে রাশিয়ানরা নয় হাজারের মত ইউক্রেনিয়ান হত্যা করে। রাশিয়ানদের বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অপরাধে মামলা করা হয়েছে। রাশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। কেউ পুতিনের টিকিটি স্পর্শ করতে পারবেনা জানি কিন্তু, হয়েছে তো? রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা দুনিয়ার স্যাংকশান জারি করে বসে আছে।

অন্যদিকে দেখুন, মাত্র সাড়ে তিন মাসে পরাক্রমশালী ইসরায়েলী সামরিক বাহিনী গাযায় হত্যা করেছে ছাব্বিশ হাজার শিশু, নারী এবং পুরুষ। তার মধ্যে একজন হামাস আছে কিনা সন্দেহ। ভয়াবহ, নিষ্ঠুর এবং নির্লজ্জ্ব-কাপুরুষোচিত হত্যাযজ্ঞ অথচ কেউ ইসরায়েলীদের যুদ্ধাপরাধী বলতে পারেনি। জাতিসংঘে এই বিষয়ে প্রস্তাব এলে আমেরিকানরা ভেটো দিয়ে সব স্তব্ধ করে দেয়। আমেরিকানরা নির্লজ্জ্বভাবে এটা করছে কারন ইসরায়েল তাদের বন্ধু। তারা ইসরায়েলকে অস্ত্র, গোলাবারুদ পাঠাচ্ছে যা দিয়ে ইসরায়েলীলা শিশু আর নারী হত্যা করছে হামাস মারার নামে। কারো কিছু বলার নেই। বলে লাভ হয় না।

সেই আমেরিকারই একটি অনলাইন অভিধান ইসরায়েল থেকে ইসরায়েল্‌ড শব্দটি বানিয়েছে যার অর্থ হল ঘাতক, দানব, অসভ্য যারা কিনা কৃতঘ্ন (উপকারীর অপকার করে যে)।

এখন দেখা যাক, জনপ্রিয় আরবান ডিকশ্‌নারী কতদিন এই শব্দ রাখতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুছেচ্ছা। সব সময় ভালো থাকুন।

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

মিরোরডডল বলেছেন:




কিন্তু এটা টের পাচ্ছি পরাক্রমশালী ইসরায়েলীদের দুর্দান্ত ক্ষমতা যেমন আছে তেমনি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মত কেউও আছে খোদ আমেরিকায়।


এটার দরকার ছিলো।
যা ঘটছে খুবই অমানবিক, এর শেষ দরকার।

থ্যাংকস ফর শেয়ারিং।
হায়দারকে নতুন বছরের শুভেচ্ছা।


০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনাকেও নতুব বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬

করুণাধারা বলেছেন: নতুন একটা শব্দ শেখা হলো। যাকে সাহায্য করলাম সে আমার সর্বস্ব নিয়ে নিল... আমার শুধু ফিলিস্তিনি অসহায় শিশুদের মুখ গুলো চোখে ভাসতে থাকে। :((

নতুন বছরের শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবদা, আপনাকেও। নতুন বছরের শুভেচ্ছা।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

সোনালি কাবিন বলেছেন: নতুন কিছু জানলাম।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা নেবেন।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২১

শ্রাবণধারা বলেছেন: খুব ভালো একটি কাজ হয়েছে। নেটে সার্চ দিতেই নীচের সার্চ রেজাল্টটা পেলাম। কী যে খুশি লাগলো। যদিও এই শয়তানদের জন্য আরও বড় শাস্তি প্রাপ্য।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: কোনো না কোনো ভাবে সত্য বেরিয়ে আসে। বছরের পর বছর শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.