নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার জটিল ভাই-এর ব্লগচিঠি, সাথে দুটো গান সব মিলে মাঝারি সাইজের এই পোষ্টটা পড়ে আমার অদ্ভুত প্রতিক্রিয়া হয়েছে। সেটা হল, ঠিক কতখানি ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কিনা বুঝতে পারছিনা। কিন্তু আপনার লেখা এবং সেখানে কমেন্টস্, পাল্টা কমেন্টস্ গুলো দেখে মনে হল আমরা দ্যা পাওয়ার অফ পজিটিভ থিংকিং বিষয়ে সিরিয়াস হচ্ছি।
৮ নং কমেন্ট, কাল্পনিক_ভালোবাসা'র বক্তব্যের সাথে আমিও একমত।
ব্লগের পোষ্ট দেখলে বোঝা যায় সেই ব্লগার কি প্রকাশ করতে চাচ্ছেন। ভালো লাগা বা বিরক্ত হওয়া দুটোই স্বাভাবিক রিএ্যাকশন। কিন্তু আমাদের মুল উদ্যেশ্য ব্লগ সচল রাখা।
অদ্ভুত বিষয় হল, এত পুরোনো (সামুর বয়স প্রায় বিশ বছর) আর দশ হাজারেরও বেশী সদস্যে ভরা আমাদের সামু ব্লগে ৪০ জন ব্লগারকে একসাথে কবে এ্যাক্টিভ দেখেছি মনে পড়ে না। যে কয়জন অনুগ্রহ করে এ্যাক্টিভ থাকেন নানান বিষয় এবং কবিতা নিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
হাতে গোনা অতি অল্প ক'জন নিয়মিত লেখেন কিন্তু স্বাভাবিক থাকতে পারেন না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে (কোন গোত্র বা গোষ্ঠিকে) খোঁচা দিতেই থাকেন। এটা তাঁদের ব্যাক্তিজীবনের ডিস্টার্বেন্সের কারনে হতে পারে। - (সবাই তো আর আমার মত বেহায়া না, যে সারাক্ষণ আনন্দে থাকে ) ।
প্রশ্ন হল যাঁরা পড়েন তাঁদের ক'জন এগুলো হজম করেন, সমর্থন কিংবা প্রতিবাদ করেন? আবার যখন কোন রিএ্যাকশনের পাল্টা রিএ্যাকশন হয় তখন কমেন্টে চলে আড্ডা, খুনসুটি আর (ক্ষেত্র বিশেষে) ঝগড়া। এর পজিটিভ দিক হল ব্লগ সচল থাকে।
আর নেগেটিভ দিক হল আমব্লগার যারা অতি সাধারণ বিষয়ে লিখতে চান, তাঁরা কনফিউজড হয়ে যান। হয়তো ভাবেন সামু ব্লগ হচ্ছে দেশ/জাত/ধর্ম/ইজম রক্ষাকারী (অথবা আক্রমণকারী) প্ল্যাটফর্ম সেখানে শুধু বিচার-বিশ্লেষণ-পান্ডিত্য-জ্ঞান ইত্যাদি নিয়েই পড়ে থাকতে হবে।
এখানে অতি সাধারণদের ভাত নেই।
এই জড়তার কারনে বহু সদস্যের বুক ফাটে তো মুখ ফাটে না। লিখতে গিয়েও থেমে যান, মনের ভাব প্রকাশ করেন অন্য প্ল্যাটফর্মে।
ওই যে বললাম! দশ হাজারেরও বেশী মেম্বার, এক সাথে ৪০ জন কবে অনলাইনে দেখেছিলাম মনে পড়েনা।
একটু সাহস পেলে লিখতাম। যা ইচ্ছে তাই, সেখানে গাদ্য/পদ্য/ইতিহাস/ভুগোল/হাসি/কান্না/খুনসুটি সব, থাকবেনা অন্যের প্রতি অসম্মান।
দেখা যাক, পরিবেশ পেলে হয়তো আবার শুরু হব প্রানখুলে লেখা।
হ্যাপী ব্লগিং
P.S. - I love you Samu.
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
রানার ব্লগ বলেছেন: লিখতে থাকুন ।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ।
৩| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
শায়মা বলেছেন: আসলেই জটিলভাইয়ার ঐ পোস্ট পুরা সামুতে যে কেচাল ট্রেন্ড আছে এবং শত্রুতার উপরে শত্রুতা পুষে রাখার মেন্টালিটি তার মাঝে পুরাই এক আলোকবর্তিকা। আমিও অবাক হয়েছি জটিলভাইয়ার সদা ও সর্বদা ফান করে প্যারোডি লেখা ও নানা রকম বিষয়ে খোঁচা দেওয়া পোস্টের মাঝেও এই রকম উদারতা দেখে।
আসলেই আমরা কখনও ভাবিনা কেউ যদি ভুল বুঝে ভুল স্মীকার করে সঠিকটা আত্মপোলদ্ধি করতে চায় তবে সেটাকে স্বাগত না জানিয়ে আরও তাকে ঘা খুঁচিয়ে পাগল করে তুলি কেনো??? আমরা এটাই শিখেছি মানুষের দূর্বলতার উপরে আরও দূর্বল করে দিতে। জটিল ভাইয়াকে অন্তর থেকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই। তার ভেতরের সুন্দর সত্ত্বাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৬
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
আপনি সব সময়ের মত এবারও খুব সুইট কমেন্ট লিখলেন। ভালো থাকবোন। অনেক ধন্যবাদ।
৪| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১২
মোস্তফা সোহেল বলেছেন: লিখতে থাকুন প্রান খুলে।যারা সামুকে ভালবাসে তারা হাজার ব্যস্ততার মাঝেও সামুতে ঢু মেরে যান।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো লিখতে।
৫| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫
কাঁউটাল বলেছেন: ফ্যাসিস্ট গোফরান এখন ভদ্দরনোক সেজে রেহাই পেতে চাচ্ছে।
১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
জনাব কাঁউটাল, আমরা হার্ড লাইনে না যাই। আসুন মিলে মিশে ব্লগ লিখি।
হ্যাপী ব্লগিং
৬| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: কাঁউটাল একটি বিশৃঙ্খলা সৃষ্টি কারী নিক। মনে হচ্ছে ব্যক্তি জীবনে খুবই হেল্পলেস। এই নিক থেকে শুধু এট্যাক করে মন্তব্য করা হয় ক্যাচাল লাগানোর। অনুরূপ আরেকটি নিক সারাক্ষণ আমায় খোঁচা মেরে মন্তব্য করে। ঢাবিয়ান ও তার ২ মাল্টি। এদের কারণে মেজাজ ধরে রাখা খুবই কঠিন।
১৬ বছরের পুরনো একজন ব্লগারের কাছে যে আমার মতো চুনোপুঁটি পৌছুতে পেরেছি সেই বিষয়টাই আমার কাছে সম্মানের।
সুন্দর পোস্ট। ++।
১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
শত ব্যস্ততার মাঝেও আপনি লিখে যাচ্ছেন। বিনীত অনুরোধ , লিখা বন্ধ করবেন না।
৭| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৬
রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ গোফরান তো ব্লগের সেলিব্রিটি ! সেলিব্রিটীদের হেটার্স গ্রুপ থাকে । গোফ ভাই ব্যাপার টা নিয়ে বিনদিত হন । হেটার্সরা বেশি বিনদন দিতে পারে
১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৬
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
রানার ব্লগ, ভেরী ফানি। হাসতে পেরেছি বলে সুঃখিত।
এই জন্য সামু থেকে পাবলিক পালায়।
আপনারা বইসা বইস গ্রুপিং করেন, কাউরে বানান সেলিব্রিটি, কাউরে বানান হেইটার্স।
অন্যর প্রতি সম্মান দেখিয়ে যদি এটা বলা যায়, আমরা সবাই ব্লগার, সবাই সমান। এটা বলতে গেলে অবশ্য প্রবল মানসিক শক্তির প্রয়োজন।
লাভার্স, হেইটার্স, সেলিব্রিটিজ এই জাতীয় বিষেশণ ব্যাবহার করে তেল মারা কিংবা গুতা মারা ইত্যাদি করে বিনদিত হবার চেয়ে মিলে মিশে ব্লগিং করার চেষ্টা করে দেখা যেতে পারে। তখন দেখা যাবে নীরব ব্লাগররা স্বতস্ফূর্তভাবে ফিরে আসছে।
ঐ যে বললাম! এক সাথে ৪০ ব্লগার কবে দেখেছি মনে পড়েনা!
৮| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৫
শেরজা তপন বলেছেন: হ্যাপি ব্লগিং- সামু দীর্ঘজীবি হউক! ব্লগ হউক বৈষম্যহীন
১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০১
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
হ্যালো শেরজা তপন। লং টাইম নো সি
আপনার সাথে একমত, ব্লগ হোক বৈষম্যহীন।
"সকল ব্লাগর সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক।"
৯| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩
জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ প্রিয় ভাই আমার পোস্ট নিয়ে এমন বিশ্লেষণের জন্যে। সত্যি আমারও আপনার পোস্ট পড়ে অদ্ভুত প্রতিক্রিয়া হয়েছে। ঠিক কতখানি ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কিনা বুঝতে পারছিনা। তাই আপনার মতো করেই বলি, আসুন আমরা দ্যা পাওয়ার অফ পজিটিভ থিংকিং বিষয়ে সিরিয়াস হই।
হ্যাপি ব্লগিং
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।