নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না।

আফলাতুন হায়দার চৌধুরী

আফলাতুন হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সঙ্গীত তোদের বাপের সম্পত্তি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

জামাতীদের সম্পর্কে আমরা কতটুকু জানি।? জামাতিদের পিতৃভূমি পাকিস্তানেই ওদের আদিপিতা মৌদুদিকে ফাঁসিতে লটকে মারা হয়েছিলো।

১৯৭১ সালে এই জামাতিরাই তাদের নীতির বিরোধী কমিউনিস্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো। এই জামাতিরা বাংলার লাখ লাখ মানুষ মেরেছিলো পাকিস্তানি সেনা আর বিহারীদের সাথে মিলে। সংগত কারনেই আওয়ামীলীগ সব সময় জামাতিদের দৌঁড়ের উপরে রেখেছে । ফলশ্রুতিতে গোলাম আযমের পোলাকে আট বছর আয়নাঘরে আটকে রাখবে সেটাই স্বাভাবিক।

আর হেতে কি করলো, বাইর হইয়া কয় এই কইত্তে হপে, ওই কইত্তে হপে, জাতীয় সংগীত বদলাইতে হপে। আরে বলদ, জাতীয় সংগীত তোর বাপের সম্পত্তি? ফাইজলামি করছ?
তখন কি বলবে জানেন? বলবে, ভাইরে, আট বছর আয়নাঘরে ছিলাম, মাথামুথা ঠিক নাই, আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কাইরা দ্যান।

এই সেই জামাতি যারা ২০২৪ সালের স্বাধীনতার পর গলা উঁচিয়ে বলে, "আওয়ামীলীগকে ক্ষমা করে দিলাম!"
তোরা কে ওদের ক্ষমা করার? কেউ তোদের পুঁছে? আওয়ামীলীগের কুত্তারা এভাবে আমাদের ছেলেমেয়েদের মারলো, আর ক্ষমা করবি তোরা? আওয়ামীলীগের সাথে কোয়ালিশন করার ধান্ধা? যদি বলতে হয় এভাবে বল, "গত ১৬ বছর আওয়ামীলীগ আমাদের পি মেরেছে, ক্ষমা করে দিলাম" - তখন সেটা হবে ভিন্ন বিষয়।

বাংলাদেশে যখন নিরপেক্ষ নির্বাচন হবে তোরা সব মিলিয়ে ১৫% ভোট পাবি?
জিন্দেগীতেও না।

আমাদের দেশের মানুষ নিয়মিত নামাজ পড়ে, রোযা রাখে। সব ধরনের ইসলামী চর্চা করে দেখে জামাতিরা মনে মনে মনকলা খাইয়া শ্যাষ।
আরে ভাই বাংলাদেশীরা মূর্খ না।

জামাতিদের চাল চলন সব সময় সন্দেহজনক। ওদের বিশাল কাজ কারবার, বিশেষ করে ওদের প্রচুর পাবলিকেশনস্‌ (বই পত্র, পেপার ম্যাগিজন ইত্যাদি) আছে। এর মধ্যে তাদের বইপত্র বেশীরভাগই ইন্ডয়া থেকে ছাপাইতো। (এখনকার কথা জানিনা)। জামাতিরা মুখে মুখে আল্লাহ্‌ আল্লাহ্‌ করে আর তেল মারে ইন্ডিয়াকে।

এত বড় একটা আন্দোলন হয়ে গেলো যেখানে আমাদের কলিজার টুকরা সন্তানেরা এভাবে মারা গেলো। আমাদের সন্তানেরা কোন রাজনৈতিক দলের দালাল ছিলো না। কোনো পার্টির পক্ষে একটা শ্লোগানও দেয় নাই। অথচ অকাতরে প্রান দিলো, স্বাধীনতা এনে দিলো আর মাঝখান থেকে বিএনপি আর জামাত মিলে হালুয়া খাবার প্রতিযোগিতা শুরু করে দিলো। এখানে একটা পজিটিভ বিষয় খেয়াল করলাম তারেক রহমান সংযত কথা বার্তা বলছে এবং আশা করবো সংযতই থাকবে।

কিন্তু জামাতিরা যা শুরু করসে, ভাবতেছে এই কালকেই ক্ষমতা নিয়া নিবে? এত্ত সোজা? দেশের মানুষকে কি মনে করে এরা?

জাতীয় সঙ্গীত বদলাবি? জাতীয় পতাকা বদলাবি? আয় কাছে আয়. . .
এবার হা কর্‌ !

.

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৪

আমি রাছেল খান বলেছেন: এতো দেশপ্রেম তো দেশ থেকে পালাইছো কেন? লজ্জা না থাকলে যা হয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: বুঝি নাই আপনার কথা।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪

রাসেল বলেছেন: আপনার ভাষ্য মতে, গোলাম আযমের ছেলে আট বছর আয়নাঘরে আটক ছিল, গোলাম আযমের ছেলের অপরাধ কি- গোলাম আযম ওর বাবা নাকি অন্য কিছু ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: :
শেখ হাসিনা একটা সাইকো।
গোলাম আযমের ছেলের অপরাধ বড় কথা না, ও গোলাম আযমের ছেলে। সুতরাং তাকে আটকাও, এটাই হাসিনার কথা।
আয়নাঘরে অনেকেই ছিলো যারা অপরাধী না।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



বাংলাদেশের জাতীও সঙ্গীতে শুধু বাংলা কেন থাকবে? বাংলা আর বর্তমান বাংলাদেশ কী এক? বাংলা মানে ওপারের ভারতের অংশও বুঝায়। বাংলাদেশকে ভারতের কোন অংশের সাথে মিলানোর চেতনা নিয়ে কি স্বাধীনতা যুদ্ধ হয়েছিল? রবীন্দ্রনাথ নিয়ে আমার কোন সমস্যা নাই, কিন্তু কেও কি পারবেন রবীন্দ্রনাথের গান এডিট করে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালবাসি লিখতে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: উত্তম প্রস্তাব।

মাত্র সেদিন দেশটা স্বাধীন হল। প্রথম কাজ প্রথমে, আগে কোমরটা শক্ত করি তারপর অন্য কথা।
সব কিছুর সময় থাকে। এখন দেশের নাম বদলানো, জাতীয় সঙ্গীত বদলানোর টাইম না।
এখন দেশ গড়ার টাইম, শেখ হাসিনা দেশটারে শেষ কইরা দিয়া পালাইছে।
আসেন ঝগড়াঝাটি বন্ধ করি, আল্লাহ্‌র ওয়াস্তে দেশ টা গড়ি।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

ইএম সেলিম আহমেদ বলেছেন:
সংগত কারনেই আওয়ামীলীগ সব সময় জামাতিদের দৌঁড়ের উপরে রেখেছে।
- সংগত কারণ টা কি?

ফলশ্রুতিতে গোলাম আযমের পোলাকে আট বছর আয়নাঘরে আটকে রাখবে সেটাই স্বাভাবিক।
- মানে আপনি আয়নাঘরে মানুষকে রাখা সমর্থন করেন?

এই সেই জামাতি যারা ২০২৪ সালের স্বাধীনতার পর গলা উঁচিয়ে বলে, "আওয়ামীলীগকে ক্ষমা করে দিলাম!" তোরা কে ওদের ক্ষমা করার? কেউ তোদের পুঁছে? আওয়ামীলীগের কুত্তারা এভাবে আমাদের ছেলেমেয়েদের মারলো, আর ক্ষমা করবি তোরা?
- আপনি কয় জন জামাতিকে দেখেছেন? ১৬ বছরে কতজন সাধারন মানুষের জীবন, যৌবন, ক্যারিয়ার, সংসার নষ্ট হয়েছে?? আর ১৬ বছরে কতজন বিএনপির সমর্থকের জীবন, যৌবন, ক্যারিয়ার, সংসার নষ্ট হয়েছে?? আর ১৬ বছরে কতজন জামায়াত সমর্থকের জীবন, যৌবন, ক্যারিয়ার, সংসার নষ্ট হয়েছে?? হিসেব দিয়ে যাবেন।
কীবোর্ড পেলে বোধহয় বাপের পরিচয় মনে থাকে না, আপনার আক্কেল জ্ঞান তখন চান্দে উঠে?

আমার স্বচোক্ষে দেখা এই ১৬ বছরে সবচেয়ে নির্যাতনের স্বীকার হয়েছিল এই জামায়াতের লোকেরাই। হতে পারে জামাতিরা ওদের উপর চলা নির্যাতনের অপরাধে আওয়ামীলীগ ক্ষমা করে দিতে চাই।
আমার এলাকায় দেখছি, আওয়ামীলীগের সকল পাতি নেতাদের কে সাধারন ক্ষমা করে দিছে। অথচ অন্যান্য এলাকায় আওয়ামীলীগের সকল পাতি নেতাদের কে হাত পা ভেঙে হাসপাতালে পাঠায়ছে।
মক্কা বিজয়ের পর রাসূল (সাঃ) ইহুদিদের ক্ষম করে দিয়েছিলেন। ক্ষম একটি মহৎ গুণ। যেটা আপনার বাপ,দাদার বংশে কারো নেই।

আমাদের দেশের মানুষ নিয়মিত নামাজ পড়ে, রোযা রাখে। সব ধরনের ইসলামী চর্চা করে দেখে জামাতিরা মনে মনে মনকলা খাইয়া শ্যাষ।
- আপনি শেষ কতবছর যাবত ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন??

আপনার নাম দেখে আমি নিশ্চিত আপনি শাহাবাগী তেতুল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: না জনাব, আমি শাহবাগী তেঁতুল না। (আল্লাহ্‌র ওয়াস্তে ঝগড়া কইরেন না)

১৬ বছর ধরে জামাতিরা অনেক টর্চার সহ্য করেছে আপনার মত আমিও সেটা দেখেছি এবং সেই রাগ থেকে বলেছি ক্ষমা করার ওরা কে? জামাতিদের নিজেদের জন্য ক্ষমা করুন কিন্তু অন্যান্য যেসব ছেলেমেয়েরা মরেছে তাদের ব্যাপারে মন্তব্য করার অধিকার জামাতিদের নাই।
(এখানে শুধু জামাতি বললে ভুল হবে, বিএনপি সহ যে কোন সাধারণ মানুষ যারা একটু প্রতিবাদ করেছে তারাই নির্যাতনের স্বীকার হয়েছে। )

জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ইত্যাদি বদলাইতে হবে এগুলা কোন ভালো কথা না। এগুলা বলে নতুন করে বিভেদ লাগানো।

আমার পোস্ট আপনার প্রতি যদি ব্যক্তিগত আক্রমন হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। এটা কোন পার্সোনাল এ্যাটাক না।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



লেখক বলেছেন: মাত্র সেদিন দেশটা স্বাধীন হল। প্রথম কাজ প্রথমে, আগে কোমরটা শক্ত করি তারপর অন্য কথা।
সব কিছুর সময় থাকে। এখন দেশের নাম বদলানো, জাতীয় সঙ্গীত বদলানোর টাইম না।
এখন দেশ গড়ার টাইম, শেখ হাসিনা দেশটারে শেষ কইরা দিয়া পালাইছে।
আসেন ঝগড়াঝাটি বন্ধ করি, আল্লাহ্‌র ওয়াস্তে দেশ টা গড়ি।


একমত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: @প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন :
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আসলেই এখন মাথা গরম করলে ভেদাভেদ বাড়বে।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

মাহফুজ ই এলাহী জামি বলেছেন: ভাই এই জংগি,রাজাকারদের কথা বাদ দেন। দেশের কিছু ভালো না লাগলে তারা পাকিস্তান চলে যাক দলবল নিয়ে।মুলত এরা ৭১ ভালোবাসেনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাই, এভাবে না বলি। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। সেজন্য পাকিস্তান পাঠাতে হবে কেন?
আচ্ছা ধরেন, দেশে গণভোট হল এবং সেখানে বর্তমান জাতীয় সঙ্গীতের বিপক্ষে বেশী ভোট পড়লো, তখন? সুতরাং জনরায় যেদিকে যায় আমাদের সেদিকেই থাকতে হবে। এটাই গণতন্ত্র।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

এস.এম.সাগর বলেছেন: আমাদের দেশের সীমানা বাড়াতে হলে এই জাতীয় সংগীত থাকতে হবে।
আর যে সমস্ত দল ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় তারা যেন ভারত ও পাকিস্থানে চলে যায়।
ভারতের জনগনের সাথে বন্ধুত্ব হবে শুধু আমাদের বাংলাদেশের স্বার্থে, কোন নির্দিষ্ট দল বা চামচাদের লাভের জন্য হয়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আমার কথা হল, রাষ্ট্রের নাম, জাতীয় সঙ্গীত এসব বিষয় নিয়ে কথা না বলে প্রথমে দেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করলে ভালো হয় না?

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

ঢাবিয়ান বলেছেন: জাতীয় সঙ্গীত যেমন কারো বাপের সম্পত্তি না তেমনি কাউকে রাজাকার ট্যগিং করে মানবাধিকার সীমা লংঘন করা নাৎসি স্টাইলের আয়নাঘরে রাখাকে বৈ্ধতা দেওয়াও আপনাদের বাপের সম্পত্তি না। আইনের শাষনের উপড় যাদের বিন্দুমাত্র আস্থা নাই , তারাই পারে কেবল বিভৎসতাকে প্রশ্রয় ও সমর্থন দিতে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রিয় ঢাবিয়ান, আপনার সাথে সম্পূ্র্ণ একমত। ট্যাগিং কালচার থেকে আমরা বের হয়ে এসেছি আলহামদুলিল্লাহ্‌। আশা করছি, দোয়া করছি আমাদের যেন সেইসব বিভৎস অতীত দেখতে না হয়।

তাই বলে দেশের এই পরিস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দেওয়া মানে নতুন অস্থিরতার উস্কানি দেওয়া। সুধী সমাজ, জ্ঞানী সমানের প্রতি একান্ত বিনীত নিবেদন থাকবে আগে দেশটা স্বাভাবিক হোক, তারপর এই সকল পরিবর্তনের কথাব ভাবি!

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

আদিত্য ০১ বলেছেন: সবকিছুই পরিবর্তন করা হোক, দেশের নাম বাংলাদেশের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধিদেশ করা হোক, ঢাকা পরিবর্তন করে সারজিশনগর রাখা হোক, রাজশাহিকে পরিবর্তন করে নাহিদশাহি রাখা হোক, রংপুরকে পরিবর্তন সাইদ নগর রাখা হোক, এভাবে সব বিভাগ ও জেলার নাম হবে ছাত্রদের নামে। জাতীয় সংগীত বাদ দিয়ে পাকিস্তানের জাতীয় সংগীত রাখা হোক, ১৯৭১-এ দেশ স্বাধীন হয় নি, মুক্তিযোদ্ধারা সব দালাল, পাকিস্তানের সাথে তারা অন্যায়ভাবে দেশ ভাগ করেছে, এই দেশের নাম আবার পূর্বপাকিস্তান নয়ত বৈষম্যবিরোধিদেশ নাম রাখা হোক, ১৯৭১-এ যারা পাকিস্তানে পক্ষে ছিলো তারা দেশপ্রেমী ও মুক্তিযোদ্ধা।
জাতীয় ফুল পরিবর্তন করে গোলাপ রাখা হোক নয়ত হাসনা হেনা (আরবি নাম), জাতীয় ফল খেজুর রাখা হোক, জাতীয় পশুর নাম গরু রাখা হোক

এই দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের দেশ, এই দেশ তারা স্বাধীন করেছে, তাদের কথা অনুযায়ী সবকিছু চলবে, বাকি সবাই তাদের আদশে চললে চলবেন নয়ত ভারতে চলে যান, এই দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের - আপনি ভাড়ায় থাকতেছেন এইটাও ভাবতে পারেন। আপনি বৈষম্যবিরোধী ছাত্রদের কথা না শুনলে ভারত চলে যান বা অন্য দেশে চলে যান

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন। সবই হোক, যা খুশী তাই হোক। কিন্তু আগে দেশটার শৃংখলা ফিরে আসুক। সব কিছু স্বাভাবিক হলে আশা করছি এত অস্থিরতা থাকবেন।
১৬ বছরের দুঃশাসনে হাতে গোনা কতিপয় সুবিধাভোগী ছাড়া দেশের প্রায় সবাই ভুক্তভোগীী। এই সত্য অস্বীকার করার উপায় নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন: আমার শুধু একটাই বক্তব্য জামাতরা ক্ষমা করার কে? তারা কি কিছু হারিয়েছে এই আন্দোলনে? লাভবান হওয়া ছাড়া।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: প্রিয় জুন, মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওরা ক্ষমা করার কেউ না। আওয়ামী কুত্তাদের হাতে ওরা নির্যাতিত হয়েছে, আমরাও হয়েছি। আমরা ওদের মত না, আমাদের নির্যাতনের প্রতিশোধ হবে আইনের মাধ্যমে। জমাতিরা ক্ষমা করার কেউ না।

শেখ হাসিনা কুকুরের মত লেজ গুটিয়ে পালিয়েছে। পেছনে রেখে গেছে তার রাক্ষস-খোক্ষস বাহিনী। কিন্তু মক্ষীরানী পালানোর সাথে সাথো সকল রাক্ষস-খোক্ষস নিমেষে উবে গেছে।

মনে পড়ে লর্ড অফ দি রিংস? রিং ধ্বংস হবার সাথে সাথে কিভাবে সবকিছু হারিয়ে যায়? এখানেও ঠিক তাই হয়েছে।

কিন্তু সমস্যা হল, রিং লীডার পালানোর সাথে সাথে বিএনপি আর জামাত মোটামুটি রেডি হয়ে গেছিলো সরকার গঠন করার জন্য। বিষয়টা এত সিম্পল না। এটা টের পেয়ে মোটামুটি লাগাম টেনেছে কিন্তু গাছে আঠা লাগানো শয়তানের মত 'পতাকা বদল' 'রাষ্ট্রের নাম বদল', 'জাতীয় সংগীত বদল' এসব আজাইররা কথা তুলে আমজনতার সাইকোলজী নিয়ে খেলা করছে। বন্ধ হোক এসব শয়তানী।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৫

ইলি বলেছেন: মাত্র সেদিন দেশটা স্বাধীন হল। প্রথম কাজ প্রথমে, আগে কোমরটা শক্ত করি তারপর অন্য কথা।
সব কিছুর সময় থাকে। এখন দেশের নাম বদলানো, জাতীয় সঙ্গীত বদলানোর টাইম না।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: শতভাগ একমত। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৫

এম ডি মুসা বলেছেন: কোন্ দিকে যাচ্ছে বাংলাদেশ?

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আশা করি এবং দোয়া করি একটা ভালো কিছু হবে ইনশা আল্লহ্‌।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:১৪

রবিন_২০২০ বলেছেন: লেখক বলেছেন: এখন দেশ গড়ার টাইম, শেখ হাসিনা দেশটারে শেষ কইরা দিয়া পালাইছে।
আসেন ঝগড়াঝাটি বন্ধ করি, আল্লাহ্‌র ওয়াস্তে দেশ টা গড়ি।

এটাই হোক এই মুহূর্তের প্রায়োরিটি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সহমত।
মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:৩৮

শাহিন-৯৯ বলেছেন: মওদুদীর ফাঁসি হয়েছিল!!! সত্যিই!! আপনার জানার গতি খুবই ভাল।

তাঁর ফাঁসির আদেশ হয়েছিল- কাদিয়ানীদের কাফের ফতোয়া দেওয়ার কারণে বিস্তারিত লেখার সময় নেই, তারপর রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা পান।

আপনি তো হাম্বালীগের মত কথা বলেন, কেউ জাতীয় সংগীত বদলাতে চাইলো আর ওমনি হয়ে গেল? গায়ক নোবেল তো বলেছিল পরিবর্তনের কথা, হয়েছে? সে জামাতের নেতা ছিল কি?

আপনি আয়না ঘরের সমর্থক, বুঝতে পারছি আপনার জ্বলছে কোথায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: শাহিন-৯৯, প্রথমে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
সেই সাথে ক্ষমাপ্রার্থী যদি আমার লেখা আপনাকে রিরক্ত করে থাকে।
আমার সীমিত জ্ঞান থেকে এটুকু বলতে পারি তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিলো কিন্তি কার্যকর হয় নি। উনার মৃত্যু হয় নির্বাসিত অবস্থায় নিউ ইয়র্কের বাফেলোতে। একটা বিষয় ঠিক সেটা হল আমার লেখায় মনে হতে পারে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে।

নোবেল নামের একটা ছাগল কি বললো এটা নিয়ে কেউ মাথা ঘামাবে না।
কিন্তু জামায়েতে ইসলামীর সিনিয়র লীডার, যাঁরা স্কলার তাঁরা যখন এসব বলেন অবশ্যই সিরিয়াসলি নিতে হবে।

আমি কখনোই বলিনি আমি আয়না ঘরের সমর্থক।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০১

রাসেল ০০৭ বলেছেন: বাপরে আপনাদের দেখি প্রচুর জিহাদি জোশ ...
জামায়াত ভয় পাইসে আপনার হুঙ্কারে ...

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভাই রাসেল। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি জামাতবিরোধী বা আওয়ামীপ্রেমিক কোনোটাই না।
দেশের এই পরিস্থিতিতে 'জাতীয় সংগীত বদলাও', আবার 'আওয়ামীলীগকে ক্ষমা করে দাও ' এইসব ডায়ালগ যায় না।
এখন দেশ গড়ার সময়। আসেন যে যেভাবে পারি দেশটাকে গড়ি। অন্ততঃ দেশের জন্য দোয়া হলেও করি।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: জামাতিরা সংগঠিত। নতুন প্রজন্ম দেখি এদের সমর্থনও করে। আপনি মাঝখানে বিপদে পইড়েন না। সাবধান।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ সাধুবাবু,

আরে ভাই ১৬ বছর আওয়ামীলীগ ঠ্যাংগাইয়া বিপদে পড়ি নাই।
তাছাড়া আমি বুড়া মানুষ, কয়দিন পর এমনিতেই মইরা যামু।
আল্লাহ্‌ ভরসা।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.