নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না।

আফলাতুন হায়দার চৌধুরী

আফলাতুন হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

‘যদি আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন’

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৯

জ্বী না। এটা মানতে পারলাম না।
কুষ্টিয়ার সেই যুবদল নেতাকে বলছি, ফেইসবুক থেকে এই পোষ্ট সরান। এসব কর্মকান্ড আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করছে। আপনারা কিছুই করেন নি, দেশ স্বাধীন করেছে আমাদের বাচ্চারা।

এটা কোন অসভ্য দেশ না। আইন হাতে নিয়ে যা ইচ্ছে তাই করা যাবে না।

আওয়ামীলীগ গত ১৬ বছর যা করেছে অবশ্যই জঘন্য কাজ করেছে। বর্বরোচিত কর্মকান্ড চালিয়েছে। যাকে খুশী তাকে মেরেছে, গুম করেছে, বোনদের রেপ করেছে। মতের মিল না হলেও সরিয়ে দিয়েছে।

তাই বলে এখন আমরা এসব শুরু করলে ওদের সাথে আমাদের পর্থক্য কোথায়?

আসুন বর্বরতা কে না বলি।

ধৈর্য্য ধারন করি।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১২

আমি সাজিদ বলেছেন: আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বড় পার্থক্য নাই। বিএনপির আওয়ামী লীগকে মারার চেয়ে বড় কথা এরা ইতিমধ্যেই চাঁদাবাজি - টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। আওয়ামী গুন্ডাদের ফেলে যাওয়া সাম্রাজ্য দখল করতে এরা মরিয়া।

এত বাচ্চা বাচ্চা ছেলেরা হেলমেট লীগ আর জুলুমবাজ পুলিশকে ধাওয়া দিয়েছে, বুক পেতে দিয়েছে, শুধু সুশাসন ও দেশ পরিচালনার নীতি পরিবর্তনের আশায়। দেখতে অবাক লাগে, এই বুক পেতে দেওয়া ছেলেমেয়েদের রক্তের উপর বসে কিছু মানুষ এখন আন্দোলনটাকে পুরোটাই রাজনৈতিক বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

দুই রাজনৈতিক দলের জুলুম থেকে মুক্তি চাই। আয়নাঘর সত্য বলে অতীতের হাওয়া ভবন মিথ্যা হয়ে যায় নাই৷

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: বিচার আর প্রতিশোধ এক জিনিষ না।
অতীতের সব অপরাধের বিচার হতে হবে। নিয়মতান্ত্রিকভাবেই হবে। কিন্তু আওয়ামীলীগ পাইলেই মাইরা ফালাও এসব কোন সুস্থ্য মানুষের কথা না। আমরা সারা জীবন খালি একে অন্যকে মারতেই থাকবো নাকি?

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: দিনশেষে সরকারকে ভয়ানক কঠোর হতেই হবে। বাঙালীর জন্য লাঠির চেয়ে শুদ্ধ ভাষা আর নেই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সকল অপরাধের বিচার হোক। হাসিনার এই জঘন্য পতন, এর পরও সে কেমনে বেঁচে আছে কে জানে। অন্য কেউ হইলে বিষ খাইতো। যাই হোক, ধরে ধরে আওয়ামীলীগ মারা কোনো সমাধান না। এদের বিচার হতে হবে এবং নিয়মতান্ত্রিক ভাবে। আমরা আওয়ামীলীগ না, আমরা মানুষ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১০

এম ডি মুসা বলেছেন: আওয়ামীলীগ যেমন বিএনপি তেমনি। এর প্রমাণ আমার আশেপাশে আছে। ধন্যবাদ। দেশটা নাকি রাজনীতিবিদরা স্বাধীনতা করছে। কয়জন রাজনীতিবিদ ১৯৭১ সালে মারা গেছে। সব সাধারণ মানুষ মরছে। গত ২৪ গন অভ্যুত্থান মুক্তি তাও ছাত্র আন্দোলন। রাজনীতিবিদ গন দেশটা কে ধ্বংসের মুখে বার বার নিয়ে যাচ্ছেন এর থেকে বাঁচার উপায় কী?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: রাজনীতিকরাই হয়তো আবার দেশটাকে গড়ে তুলবে। কে জানে?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪১

জুল ভার্ন বলেছেন: আপনার পোস্টের বক্তব্যে একমত।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

অস্বাধীন মানুষ বলেছেন: পোস্টের সাথে সহমত।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৯

মিরোরডডল বলেছেন:




কেমন আছে হায়দার?

হায়দারের পোষ্টের বক্তব্য এবং সাজিদের মন্তব্যের সাথে সম্পূর্ণ সহমত।


৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪

Salina Alam বলেছেন: আপনার সাথে সহৃমত।এভাবে করলে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নির্দোষ মানুষ নির্যাতনের শিকার হবে।বিচার হবে এবং সুষ্ঠ
বিচার হোক এটা সকলেই চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.