নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না।

আফলাতুন হায়দার চৌধুরী

আফলাতুন হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পারশোর কনফেটি ফিল্ডস্

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:১০

ইংল্যান্ডের এভন নদীর তীরে অনিন্দ্য সুন্দর এক ফুল বিছানা (মাঠ) বা ফ্লাওয়ার বেড আছে যার নাম পারশোর কনফেটি ফিল্ডস্।
[Confetti Flower Field at Wick, Pershore, Worcestershire]

"দ্য কনফেটি ফ্লাওয়ার ফিল্ড" পারশোর (Wyke Manor Estate, Pershore) গ্রামের উইক ম্যানোর এস্টেটে। এটা পড়েছে ইংল্যান্ডের উস্টারশায়ারে,

পারশোর (Pershore) গ্রাম টি সেক্সপিয়ার এর বাড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দুরে। অবশ্য আমার বাসা (লন্ডন) থেকে দুরত্ব প্রায় ২৬০ কিলোমিটার, তিন ঘন্টার ড্রাইভ। রং বে রংয়ের ছোট ছোট ডেলফিনিয়াম ফুলে ভরা, যেন আদিগন্ত রঙ্গীন পাপড়ির বিছানা। এ যাত্রায় সেক্সপিয়ারের বাড়ি যাই নি, ইংল্যান্ডে কেউ বেড়াতে আসলে ওদের নিয়ে এমনিতেই (Stratford-upon-Avon) ওখানে যাওয়া হয়। বার বার কে যায়?

সকাল সাড়ে সাতটার দিকে বের হয়ে গন্তব্যে পৌছলাম সাড়ে দশ টার দিকে। হাইওয়ে থেকে অনেক খানি ভেতরে। একেবারে জমিজমার গহীনে সম্পূর্ণ আলাদা, সেক্লুডেড এক রাজ্য। প্রথমে দুটো কার পার্ক, একেকটার ধারণ ক্ষমতা হাজারের বেশী। আমাদের ইঙ্গিত করা হলে পরের কার পার্কে যেতে, বুঝলাম প্রথমটা ভরে গেছে। খোলা জমিনের মাঝে নির্দিষ্ট স্থানে গাড়ীটা বেঁধে। ছেলে মেয়েদের নিয়ে আমরা যখন ফিল্ডের ভেতর প্রবেশ করি, মনে হচ্ছিলো রূপকথার রাজ্যে প্রবেশ করেছি। ভেতরে আদিগন্ত নানার রংয়ের ফুল-বিছানা। হাতের বাঁয়ে বিশাল দুটো তাঁবু। একটা রেস্ট্যুরেন্ট কাম আইসক্রীম পার্লার। আরেকটা স্যূভেনির শপ। আমরা সরাসরি ফুলের রাজ্য হারিয়ে গেলাম। সাড়ে দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত, প্রায় সাড়ে পাঁচ ঘন্টা কাটিয়েছি কোমর সমান উঁচু এই ফুলের রাজ্যে। বিভিন্ন রংয়ের ফুল গালিচার ফাঁকে ফাঁকে পায়ে হাঁটার পথ, সেখানে উতিউতি হেঁটে বেড়িয়েছি। প্রচুর জনসমাগম হয়েছে কিন্তু আদিগন্ত বিস্তৃত খোলা প্রান্তরের এই কনফেটি ফ্লাওয়ার ফিল্ডকে মনে হচ্ছিলো ফাঁকা। উপস্থিত বেশীরভাগ মানুষই আঁটঘাট বেঁধে এসেছে, আগে থেকে রিসার্চ করে ম্যাচিং জামা, ড্রেস, হ্যাট ইত্যাদি পরে এসেছে। চলছে প্রফেশনাল ফটো আর ভিডিওগ্রাফি। আর, অত্যাবশ্যকীভাবে রয়েছে প্রচুর সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরস। এদের কাজকারবার কি যে মজা লাগে। বেশ কিছু চায়নীজ, জাপানীজ আর কোরিয়ানও ছিলো ওখানে। বৃটেনের প্রায় সবখান থেকে সবাই অগ্রিম টিকেট কেটে চলে এসেছে এই অসাধারণ কনফেটি ফ্লাওয়ার ফিল্ড দেখতে। যেখানে এলে হারিয়ে যাওয়া যায় রূপকথার রাজ্যে। বিশেষ করে মেয়েদের বেশীরভাগই যেন একেক জন রাজকন্যা। প্রকৃতি, ফুল, মানুষ। সবাই কি সুন্দর! কি সুন্দর!
(Hat on the air)

আর আসবেই না কেন, সমগ্র গ্রেট বৃটেনে এটাই একমাত্র কনফেটি ফ্লাওয়ার ফিল্ড।

প্রতি বছর সামারে মাত্র কিছুদিনের জন্য এই বিশেষ বাগান খোলা রাখার হয় দর্শনার্থীদের জন্য। এবছর অর্থাৎ ২০২৫ এ খোলা ছিলো ২৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত। আমরা টিকেট কেটে রেখেছিলাম সেই জুন মাসের শুরুর দিকে, না হলে পেতাম না। খুব বেশী দিন হয় নি, ১৯৯৭ চার্লস হাডসন নামের এক উদ্যোক্তা একটা প্রোজেক্ট হাতে নেন যেখানে তাঁর উদ্যেশ্য ছিলো ডেলফিনিয়াম ফুলের পাপড়ি থেকে পরিবেশবান্ধব *কনফেটি প্রস্তুত করা। বিভিন্ন রং এর ডেলিফিনিয়ামের চারা একেক জায়গায় আলাদা করে বুনে মনোরম, অনিন্দ্যসুন্দর ফ্লাওয়ার বেড তৈরী করা হয়। ফুলগুলো সব যখন এসাথে ফোটে তখন এর সৌন্দর্য সত্যি অতুলনীয়। দুঃখের বিষয় এরা দিন দশেকের বেশি থাকে না। ডেলফিনিয়ামে প্রচুর খাবার (Plant food) দিতে হয় যেগুলো সস্তা নয়। তার উপর বাতাসে এই ফুল টেকে না, তাই জুনের শেষ থেকে জুলাই'র প্রথম সপ্তাহকে বেছে নেওয়া হয় আর তখন এদের ফ্লাওয়ার ব্লুম এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। তাই টিকেটের দাম একটু বেশী এবং খুব দ্রুত সব স্লট বিক্রী হয়ে যায়।

*অক্সফোর্ড ডিকশনারিতে Confetti-এর অনুবাদ হল: "উৎসব বা বিয়ে-শাদীতে সমবেত উপস্থিতদের উপর ছুড়ে দেওয়া একদম ছোট ছোট রঙ্গীন কাগজের টুকরা।"


(Aerial view 1)

(Aerial View 2)

(On the Tractor)

(On the Wagon)

(Kids)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবদ প্রিয় রাজীব নুর।

২| ০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫১

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.