নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়ে দাও, চলে যাই

আমজনতার ভিড়ে একটি হঠাৎ চুমুর মতোই আমার আবির্ভাব

কাব্য যোদ্ধা

নিজের সম্পর্কে আজ পর্যন্ত কিছুই লিখতে পারিনি, হাত কাপাকাপি শুরু হয়ে যায় ! খুবই বিরক্তিকর এবং কনফিউজিং মানুষের লিস্টে প্রথম সারিটা আমারই দখলে

কাব্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

অর্চনা

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

প্রিয়তা,

তোমায় কখনো ভালোবাসি নি, ইচ্ছেও নেই

পূজো করে যাচ্ছি সেই শুরু থেকেই।



আমার কশেরুকা সাক্ষী,

রৌদ্রঝড়ে কতকাল ধরে দাঁড়িয়ে থেকেছি

ভেতরটা দেখেছি,

ভেতরে একটা মন্দির সাজিয়েছি ।

পুরোহিতকে ছুটি দিয়েছি চিরতরে,

তোমার একলা পূজো করবো ভেবে ...



দেয়ালঘড়ির দুটো স্থির কাটাকে সাক্ষী রেখে বলছি-

তখন থেকে এখন অবধি,

আমি তোমারই পূজারী ।



নিরপরাধ অসহায় বাতাসের তোড়ে

যখন তোমার গায়ে লেগে থাকা ওড়না উড়তে থাকে,

আমি সেখানে স্বাধীন পতাকা খুঁজে পাই ।

আজন্ম পরাধীন আমি,

তবু স্বাধীনতা চাই না ।

শুধু চাই তোমার ওড়নার স্বাধীনতা

সেখানে কারো আঙ্গুলের শাসন চলবে না,

আমি মানবো না ।



ধানমন্ডি লেকের শত শত অভিজাত ঠোঁটের ভিড়ে

অথবা সংসদ ভবনের সামনে কড়া লিপস্টিকে,

আমি তোমায় আসন করে নিয়েছি ।

পথে কিংবা ফুটপাতে, দাঁড়িয়ে থাকা ট্র্যাফিক জ্যামে

চুপচাপ তোমার পূজো করে যাচ্ছি, প্রিয়তা ।



কোন নির্দিষ্ট রক্ত-মাংস তোমায় সীমিত করতে পারেনি,

তোমার সীমারেখা মাপতে গিয়ে ক্যালকুলাস বিকলাঙ্গ হয়ে গেছে

তুমি "জিরো টু ইনফিনিটি"র ঊর্ধ্বে নির্বাক বিশালতা ।

যুগ থেকে যুগে কত সহস্র রমণীর মাঝে

তুমি আংশিকভাবে আসন করে নিয়েছ,

আর তোমার পূর্ণতা পায় কেবল মন্দিরে।

আমার ভেতরে যে মন্দির ঘুমিয়ে আছে, সেখানে

এই পুরোহিতবিহীন মন্দিরে ।



ব্লাড ক্যান্সারে রক্তের সাথে শ্বেত কণিকার যে বেঈমানি,

আমি তার চেয়েও বেশী বেঈমান হবো

বেঈমানি করবো সকল স্থায়ী-অস্থায়ী প্রেমিকের সাথে

আমার বেঈমানি হবে তথাকথিত ভালোবাসার সাথে

যেখানে একটা স্বার্থ হিসেবে প্রেমিকার অস্তিত্ব কামনার সঙ্গী হয়

আজ আমিই ভালোবাসার পার্থক্য সৃষ্টিকারী,

ভালোবাসাকে পূজোর আসনে নিয়ে গেছি ।



প্রিয়তা,

তোমাকে পেতে চাই না

শুধু পূজো করে যেতে চাই

দূর থেকে, চুপচাপ নীরবে

তুমি প্রেমের ঊর্ধ্বে

তুমি চুমুর ঊর্ধ্বে

তুমি স্বার্থের ঊর্ধ্বে !!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কবিতার কথাগুলোতে +

শুভকামনা নিরন্তর।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

কাব্য যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ...
সাহস করে এটাই আমার প্রথম ব্লগে লিখা :)

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

রুথলেস রাস্টস বলেছেন: ভাল লিখেছেন। তবে অনেক দেরিতে এসেছেন :P :P
চালিয়ে যান।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

কাব্য যোদ্ধা বলেছেন: এসেছিলাম আরও আগে,
কিন্ত আপনাকে না পেয়ে বার বার চলে যেতাম !!
আপনি থাকলে আলাদা সাহস পাই ... :)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

অপ্রচলিত বলেছেন: বাহ দারুণ লিখেছেন তো।
নিদারুন চমৎকার। +++++++++++++++++++
ভালোবাসার কাব্যিক পত্র অনেক ভালো লাগলো।

নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.