![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে আজ পর্যন্ত কিছুই লিখতে পারিনি, হাত কাপাকাপি শুরু হয়ে যায় ! খুবই বিরক্তিকর এবং কনফিউজিং মানুষের লিস্টে প্রথম সারিটা আমারই দখলে
ফেসবুকে ইদানিং একটা ব্যাপার দেখছি,
প্রেমটা খুব সহজলভ্য হয়ে গেছে, অনেক সস্তা হয়ে গেছে ভালোবাসা ।
এই ধরুন, আজ প্রেম, কাল সেক্স, পরশু ব্রেকআপ...
আমার ফ্রেন্ড লিস্টেও এসব পাবলিক আছে, কেউ ভুক্তভোগী কেউ সুবিধাবাদী ।
ছেলেদের জন্য কোন কিছু বলবো না,
কারণ ছেলেদের কোন কিছু হারানোর ভয় নেই !! কি হারাবে সে ??
সতীত্ব ? নাকি সতীত্বের পর্দা ভেঙ্গে যাবে ?
একটা মেয়ের সাথে ব্রেকআপ হলে, কয়দিন দেবদাস থাকবে ??
হাতে গনা ২-৩ টা ছেলে আছে যে আজীবন দেবদাস থাকবে !
বাকিরা ?
নতুন একটা মাংস খুঁজে নিবে, আর পুরনো মাংস ভুলে যাবে !
আজ যা বলবো শুধু মেয়েদের জন্যই ।
কারণ, মেয়েদের অনেক কিছু হারানোর আছে, মেয়েদের সতীত্ব হারানোর আছে, পারিবারিক মর্যাদা হারানোর আছে...
এবং সবচেয়ে বড় কথা শারীরিক মর্যাদা হারানোর আছে ।
একটা 3X ভিডিও যখন বের হয়, কেউ কিন্ত বলে না- "ছেলেটার পর্ণ ভিডিও বের হইছে"
সবাই বলবে- "মেয়েটার পর্ণ ভিডিও বের হইছে"
অভিনেত্রী প্রভার ভিডিও বের হবার পর কোন সাইটে কেউ কিন্ত এই বলে আপলোড দেয় নাই- "Rajib's scandal"
আমার ফ্রেন্ড সার্কেলে এমন কিছু মেয়ে আছে যাদের এমন ভিডিও বের হয়েছে,
তাও একদম পাবলিকলি ।
আমি এবং আমার ফ্রেন্ডরা এদের নিয়ে হাসাহাসি করি, ধিক্কার দেই... কতক্ষণ ছি ছি করে এরপর টপিক্স চেঞ্জ করি ।
কিন্ত মেয়েটা কি সুখী আছে ?
একের পর এক প্রেম করে যাচ্ছে, একটা ছেড়ে আরেকটা ধরছে কিন্ত কোথাও স্থিতিশীলতা পায় না এবং কখনো হয়তো পাবে না ।
প্রেম, ভালোবাসা ব্যাপারটা একান্ত মানসিক, এবং সামাজিকভাবে শারীরিক ।
কিন্ত মানসিক হবার আগেই শারীরিক হয়ে গেলে সেই মেয়ের শরীরের কোন সামাজিকতা থাকে না ।
কদিন আগে আমার এক মেয়ে ফ্রেন্ড আমাকে চ্যাটে বলছিল, সে সুইসাইড করবে !
কেন করবে ??
কেন আজ তার এই পরিণতি ??
কারণ একটাই, পাপ !
একের পর এক প্রেম করে গেছে, ফিজিক্যাল প্রেমও হয়েছে কয়েকজনের সাথে ।
এর মধ্যে এক প্রেমিক আদর করে কিছু ভিডিও রেকর্ড করে রেখেছে, এখন ব্রেকআপ হবার পরেও সে ছেলেটা মেয়েটাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে ।
সেক্স করতে হবে নাহলে ভিডিওটা মেয়ের আব্বু-আম্মুর কাছে দিয়ে দিবে !!
আর কি করার আছে, মেয়েটার ?
প্রতিরাত বালিশের মধ্যে মুখ গুঁজে কাঁদতে হয়, যেন পাশের কেউ টের না পায় ।
প্রেমের সেক্স এক জিনিস, আর জোর করে সেক্স আরেক জিনিস ।
যতই খারাপ চরিত্র হোক তোমার, কিন্ত তোমার অনিচ্ছায় যখন কোন পুরুষ এসে তোমার দেহ থেকে সুখ আদায় করে নেবে, নিজেকে তখন ওই ছেলের গৃহপালিত পশুর মতো মনে হবে !
দোষটা কার ??
ছেলেটার ? কিন্ত ছেলেটাকে এই চান্স দিলো কে ?
অবশ্যই মেয়েটা !!
তোমার চরিত্র খারাপ হতেই পারে, নিজের শরীরকে মর্যাদা দিতে পারো না, সেটা তোমার ব্যর্থতা... কিন্ত তোমার এই ব্যর্থতার চান্স নিতে দাও কেন আরেক ছেলেকে ??
ভিডিও করার সময় কি বলবে ছেলেটা ?? "জান, একটু ভিডিও করতে দাও না, পরে যখন তোমাকে মিস করবো এটা দেখবো ।"
এই ধরনের লুতুপুতু কথায় তুমিও গলে যাও, আর সাঁয় দিয়ে দাও, এরপর বেহায়ার মতো বিভিন্ন নগ্নতা দিয়ে ভিডিওর পূর্ণতা এনে দাও !
কিন্ত একবারও চিন্তা করলে না ছেলেটা তোমায় মিস করবে না, মাঝে মাঝে শুধু তোমার শরীর মিস করবে !
এমনকি আমার ফ্রেন্ড লিস্টে এক এক্স-কাপল আছে,
তাদের এখন ব্রেকআপ কিন্ত দুইজনই আমার ফ্রেন্ড লিস্টে আছে, মাত্র তিনমাসের রিলেশন ছিল, আল্লাহ্র রহমতে সেটা ভেঙ্গেও গেছে ।
কিন্ত গতকাল মেয়েটার বেডরুমে ছেলেটার সাথে একটা ক্লোজ পিক দেখে স্তব্ধ হয়ে যাই !
মাত্র তিন মাসেই বেডরুমে access !!
ফিনিশিংটা কি দিবো বুঝতে পারছি না ।
আগেই বলেছি ছেলেদের জাত, বেহায়ার জাত...পুরুষতান্ত্রিক সমাজে এদের কিচ্ছু যায় আসবে না ।
কিন্ত মেয়ের ?
বিয়ের রাতে জীবনের সবচাইতে আপন পুরুষের সাথে প্রথম সহবাসের পর সতীত্বের কৈফিয়ত কিভাবে দিবে, সে খেয়াল আছে ??
বাদ বাকী জীবন মাথা নিচু করে থাকতে হবে ...
নিজের স্বামীর কাছে,
নিজের অনাগত সন্তানের কাছে !
একটি বেখেয়াল যৌনতা,
সারাজীবনের খেয়ালী মৌনতা ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
কাব্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
আপনাদের সমর্থনটা দেখে খুব ভালো লাগছে,
হোক না সেটা সংখ্যায় অল্প, সমর্থনটাই আমার কাছে মুখ্য
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: একটি বেখেয়াল যৌনতা,
সারাজীবনের খেয়ালী মৌনতা ।
অসাধারান লিখেছেন। আমাদের ক্যাম্পাসে একবার এক আপু তার বয়ফ্রেন্ড কে তার কিছু নুড ফটো উঠিয়ে দিয়েছিল। সেই ছবি ক্লাইডে চলে যায়। পুরাই ম্যাসাকার। ওই আপু আর ক্লাস করেনা। ছেলেটার কিন্তু কিছুই হয়নাই। হয়ওনা। প্রেম-ভালোবাসা অন্যরকম জিনিস আপুরা। প্রেম কইরা বিয়া কইরা ৮ বছর পার করে দিলাম। ভালোবাসা একটুও কমে নাই। দেহ খাওয়াইয়া প্রেম হয়না। হয় নস্টামি। এখনকার কিছু পোলামাইয়া আবার এইডারে বলে এনজয় ইউর লাইফ। এনজয় করতে গিয়া আবার কেউ কেউ পেটে বাচ্চাও বাধাইয়া ফেলে। দেশে গর্ভপাত এত বেশী হারে বেড়ে গেছে তা নিম্নমানের প্রাইভেট ক্লিনিকগুলোতে খোজ নিলেই জানা যায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২
কাব্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ ।
ওদের ব্যাপারে কিছু বলার নেই,
শেষমেশ যেটা হবে- যার জন্য চুরি করি, সেই বলে চোর !!
এখন বেশীর ভাগ মেয়ে আমার লেখাটা মানতে চাইবে না, সময়টাই এমন ...
ওদেরকে যত চাই মাথার বালিশ হিসেবে রাখতে, ওরা তবুও ঘুরে ফিরে কোলবালিশ হয়ে যেতে চায় !!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
ইমরান-উল-ইসলাম বলেছেন: হ্যা । ইদানীং মেয়েদের কাছেও বিষয়টা কেমন জানি স্বাভাবিক হয়ে গেছে । আর অতি প্রগতিশীল কয়েকজনের কথা শোনলেতো গায়ে আগুন ধরে যায় ।
বলে,কি সব মধ্যযুগীয় চিন্তাভাবনা নিয়ে আছেন । মনের মিল হলে শরীরের মিলনে বাধা কি ?
আরে ভাই, মনের মিলদা থাহে কয়দিন, টা তো দেকতেই আছি ।
প্রেমিকা, আজ থেকে সতর্ক হয়ে যাও ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
কাব্য যোদ্ধা বলেছেন: ভাগ্যিস, এখন পর্যন্ত কোন প্রগতিশীল আসে নাই !!
তবে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ,
ভালো থাকবেন ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
মদন বলেছেন: +
৫| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: পরিনতিটা মাঝে মাঝে এরকম হয়
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৬
অপ্রচলিত বলেছেন: দারুণ পোস্ট। ++++++
খুব সুন্দর গুছিয়ে লিখেছেন। পোস্টে একমত পোষণ করছি।