![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে আজ পর্যন্ত কিছুই লিখতে পারিনি, হাত কাপাকাপি শুরু হয়ে যায় ! খুবই বিরক্তিকর এবং কনফিউজিং মানুষের লিস্টে প্রথম সারিটা আমারই দখলে
বিবাহিতা,
সেমিস্টার ফাইনালের চাপে তোমার কোন খোঁজ নেয়া হয়নি,
কেমন আছো তুমি ??
অবশ্যই ভালো আছো,
কেননা তোমাকে ভালো থাকতেই হবে ...
তোমার কপালে লাল টিপ কতটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে জানো কিছু ?
কিভাবে জানবে ?
চুম্বক কখনো তার আকর্ষণ ক্ষমতা টের পায় না, টের পায় শুধু লৌহ সম্প্রদায় ।
আমি তোমার ওই লাল টিপের কাছে হেরে গেছি
ওই লাল টিপ আমায় বার বার হ্যাঁচকা টান দিয়ে ফেলে দেয়,
আমি উঠে দাড়াতে চাই না, ওভাবেই পড়ে থাকতে ভালো লাগে ।
দাড়াতে চাইনা কেন জানো ??
যদি কখনো হাটা শিখে যাই, তাহলে তো হেঁটে হেঁটে চলে যাবো,
দূর... বহুদুর ।
আমার দরকার নাই বাবা,
আমি হাঁটতে চাই না, হাটলে দূরত্ব সৃষ্টি হবে ।
আর একবার সৃষ্টি হলে, এরপর শুধু বাড়তেই থাকবে !!
তার চেয়ে ভালো... ল্যাংড়া হয়ে পরে থাকি
পরে পরে শুধু তোমাকে দেখবো,
লাল টিপ দেখবো ...
তোমার কপালে লেগে থাকা আমার ছোট্ট এক ফোঁটা স্বাধীনতা ।।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
কাব্য যোদ্ধা বলেছেন:
২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২
জাহিদ ফারুকী বলেছেন: বেশি ভাল। খুব ই ভাল লাগলো কবিতাটা।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০
কাব্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১
আজীব ০০৭ বলেছেন: +++