![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে আজ পর্যন্ত কিছুই লিখতে পারিনি, হাত কাপাকাপি শুরু হয়ে যায় ! খুবই বিরক্তিকর এবং কনফিউজিং মানুষের লিস্টে প্রথম সারিটা আমারই দখলে
রাজধানী জুড়ে আজ একুশের আর্তনাদ,
নষ্টার আঁচলে যতসব মিথ্যার বুনিয়াদ
নগ্ন পায়ে যতসব জারজের ঢং আজকের পিচরাস্তা জুড়ে
আর সাউন্ডবক্স দখল করে আছে হিন্দি গানের সুর ।
ওদিকে হেদায়েত হোসেন শুয়ে আছে
৮৩ বছর বয়সী বৃদ্ধ,
একদম একা নিথর শরীর নিয়ে শুয়ে আছে ।
জলজ্যান্ত জীবিত ভাষা সৈনিক সে
তোমাদের মতো খালি পায়ে হাঁটেনি বলে
গত তিন বছর ধরে তাঁর পরিচয় কেড়ে নিয়েছে ক্ষমতাসীনেরা !
দগ্ধ পতিতার মতো কেউ চরণে ঢালেনি ফুল
কেউ গাঁথেনি গলার মালা
একদম চুপচাপ নীরবে শুয়ে আছে
রাজধানী থেকে অনেক দূরে কোথাকার কিশোরগঞ্জে ।
তোমাদের মতো চেটে চেটে জিভ ক্ষয় করেনি বলে
হয়নি সে চেতনাবীর
একটা বারের জন্য নালিশ করে নি সে,
দেখে গেছে নর্তকীর শির ।
তোমরা যতো জারজ, তোমাদের ঔদ্ধত্য দেখি আমি
বিভিন্ন দলের ব্যানারে
দিন শেষে তোমরা ঠিকঠাক জারজ,
ব্যানারটা খুলে দিলে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
কাব্য যোদ্ধা বলেছেন: আমরা খুব অসহায় ভাই
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩
উল্টা দূরবীন বলেছেন: প্রতিটি হৃদয়ে একুশের সত্যিকার বোধ থাকা ভীষণ জরুরী।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
কাব্য যোদ্ধা বলেছেন: আমরা জাতি হিসেবে ভীষণ বেঈমান ভাই
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
ফাহিম আবু বলেছেন: সত্যি !! এখন চলছে চেতনার নামে সবকিছু দখলের মহোৎসব !!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
কাব্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ এবং সহমত
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
বিজন রয় বলেছেন: প্রতিবাদী সুর।
+++