নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেড়ে দাও, চলে যাই

আমজনতার ভিড়ে একটি হঠাৎ চুমুর মতোই আমার আবির্ভাব

কাব্য যোদ্ধা

নিজের সম্পর্কে আজ পর্যন্ত কিছুই লিখতে পারিনি, হাত কাপাকাপি শুরু হয়ে যায় ! খুবই বিরক্তিকর এবং কনফিউজিং মানুষের লিস্টে প্রথম সারিটা আমারই দখলে

কাব্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

একুশের জারজ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

রাজধানী জুড়ে আজ একুশের আর্তনাদ,
নষ্টার আঁচলে যতসব মিথ্যার বুনিয়াদ
নগ্ন পায়ে যতসব জারজের ঢং আজকের পিচরাস্তা জুড়ে
আর সাউন্ডবক্স দখল করে আছে হিন্দি গানের সুর ।

ওদিকে হেদায়েত হোসেন শুয়ে আছে
৮৩ বছর বয়সী বৃদ্ধ,
একদম একা নিথর শরীর নিয়ে শুয়ে আছে ।

জলজ্যান্ত জীবিত ভাষা সৈনিক সে
তোমাদের মতো খালি পায়ে হাঁটেনি বলে
গত তিন বছর ধরে তাঁর পরিচয় কেড়ে নিয়েছে ক্ষমতাসীনেরা !

দগ্ধ পতিতার মতো কেউ চরণে ঢালেনি ফুল
কেউ গাঁথেনি গলার মালা
একদম চুপচাপ নীরবে শুয়ে আছে
রাজধানী থেকে অনেক দূরে কোথাকার কিশোরগঞ্জে ।

তোমাদের মতো চেটে চেটে জিভ ক্ষয় করেনি বলে
হয়নি সে চেতনাবীর
একটা বারের জন্য নালিশ করে নি সে,
দেখে গেছে নর্তকীর শির ।

তোমরা যতো জারজ, তোমাদের ঔদ্ধত্য দেখি আমি
বিভিন্ন দলের ব্যানারে
দিন শেষে তোমরা ঠিকঠাক জারজ,
ব্যানারটা খুলে দিলে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: প্রতিবাদী সুর।
+++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

কাব্য যোদ্ধা বলেছেন: আমরা খুব অসহায় ভাই :(

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

উল্টা দূরবীন বলেছেন: প্রতিটি হৃদয়ে একুশের সত্যিকার বোধ থাকা ভীষণ জরুরী।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

কাব্য যোদ্ধা বলেছেন: আমরা জাতি হিসেবে ভীষণ বেঈমান ভাই :(

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

ফাহিম আবু বলেছেন: সত্যি !! এখন চলছে চেতনার নামে সবকিছু দখলের মহোৎসব !!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

কাব্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ এবং সহমত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.